কাঁথি, ২ মার্চ : কোরোনা সন্দেহে এক যুবককে গতকাল কাঁথি মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । ওই যুবক (22) বেঙ্গালুরতে কর্মসূত্রে থাকতেন । তার আর এক কলকাতার বন্ধুর কোরোনা পজিটিভ ধরা পড়ে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় , ওই যুবক বেঙ্গালুরুতে আরও এক যুবকের সঙ্গে থাকতেন । তিনি কলকাতার বাসিন্দা । তাঁরা দু'জনই বাড়ি ফেরেন । কিন্তু কলকাতার ওই যুবকের শরীরে কোরোনা পজিটিভ পাওয়া যায় । তারপরে গতকাল কাঁথির যুবকের কোরোনার উপসর্গ দেখা দিলে কাঁথি মহকুমা হাসপাতালে আইসোলেসন ওয়ার্ডে ভরতি করা হয় । এই দিন তাঁর লালা রস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বেলেঘাটা ID হাসপাতালে ।
নন্দীগ্রাম জেলার স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় বলেন, "গতকাল কাঁথির এক 22 বছরের যুবক, কাঁথি মহকুমা হাসপাতালে ভরতি হয়েছে । তাঁর শরীরে কোরোনার উপসর্গ দেখা দিয়েছে । তাই তাঁর লালারস সংগ্রহ করে বেলেঘাটা ID হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এবং ওই যুবকের বাবা-মাকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে । রিপোর্ট না আসা পর্যন্ত তাঁদের হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে ।
কোরোনার উপসর্গে ভরতি 1, লালারস পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হল বেলেঘাটায় - কোরোনা
কাঁথির এক যুবককে কোরোনা সন্দেহে কাঁথি মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । তাঁর লালারস পরীক্ষার জন্য বেলেঘাটা ID-তে পাঠানো হয়েছে ।
কাঁথি, ২ মার্চ : কোরোনা সন্দেহে এক যুবককে গতকাল কাঁথি মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । ওই যুবক (22) বেঙ্গালুরতে কর্মসূত্রে থাকতেন । তার আর এক কলকাতার বন্ধুর কোরোনা পজিটিভ ধরা পড়ে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় , ওই যুবক বেঙ্গালুরুতে আরও এক যুবকের সঙ্গে থাকতেন । তিনি কলকাতার বাসিন্দা । তাঁরা দু'জনই বাড়ি ফেরেন । কিন্তু কলকাতার ওই যুবকের শরীরে কোরোনা পজিটিভ পাওয়া যায় । তারপরে গতকাল কাঁথির যুবকের কোরোনার উপসর্গ দেখা দিলে কাঁথি মহকুমা হাসপাতালে আইসোলেসন ওয়ার্ডে ভরতি করা হয় । এই দিন তাঁর লালা রস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বেলেঘাটা ID হাসপাতালে ।
নন্দীগ্রাম জেলার স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় বলেন, "গতকাল কাঁথির এক 22 বছরের যুবক, কাঁথি মহকুমা হাসপাতালে ভরতি হয়েছে । তাঁর শরীরে কোরোনার উপসর্গ দেখা দিয়েছে । তাই তাঁর লালারস সংগ্রহ করে বেলেঘাটা ID হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এবং ওই যুবকের বাবা-মাকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে । রিপোর্ট না আসা পর্যন্ত তাঁদের হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে ।