ETV Bharat / state

Wall Collapsed : টানা বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে মৃত 1, আহত 2 - One person was killed

নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে রাজ্যের একাধিক জায়গায় বাড়ি ভেঙে পড়েছে ৷ মৃত্যু হয়েছে তিনজনের ৷ কলকাতার আহিরীটোলায় বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে দু'জনের ৷ যাদের মধ্যে রয়েছে এক বছরের একটি শিশু ৷

Wall Collapsed
টানা বৃষ্টির জেরে দেওয়াল চাপা পড়ে মৃত ১ আহত ২
author img

By

Published : Sep 29, 2021, 9:26 PM IST

ভগবানপুর (পূর্ব মেদিনীপুর), 29 সেপ্টেম্বর : পূর্ব মেদিনীপুরে জেলার ভগবানপুর 1 নম্বর ব্লকের দক্ষিণ কাঁকড়া গ্রামের মঙ্গলবার সন্ধ্যায় এক বৃদ্ধার উপর মাটির দেওয়াল ভেঙে পড়ে। পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় বৃষ্টি উপেক্ষা করেই রাতেই তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ রাতেই তমলুক হাসপাতালে বৃদ্ধাকে নিয়ে যান পরিবারের সদস্যরা। জেলা হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা যায়, মৃত বৃদ্ধা জোৎস্না সাউ (72)।

অন্য দিকে সৈকত শহর দিঘা থানার বিলামুড়িয়া গ্রামে টানা অতিবৃষ্টির জেরে বুধবার সকালে মাটির বাড়ি চাপা পড়ে গুরুতর আহত হয় এক দম্পতি। আহত ওই দম্পতির নাম বিমল শীট ও শঙ্করী শীট। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দ্রুত উদ্ধার করে প্রথমে দিঘা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে কলকাতার স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে বাড়িতে ছুটে যান এলাকার জনপ্রতিনিধিরা। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ওই দম্পতি যখন ঘুমোচ্ছিলেন তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির দেওয়াল। খবর পেয়ে ঘটনাস্থলে যান রামনগর 1নম্বরে ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র। তিনি চিকিৎসার জন্য আহতের পরিবারকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন : আহিরীটোলায় বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃত এক শিশু-সহ 2

টানা বৃষ্টির জেরে এদিন আহিরীটোলায় বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে দু'জনের ৷ যাদের মধ্যে রয়েছে এক বছরের একটি শিশু । স্থানীয় জোড়াবাগান থানা সূত্রের খবর, রক্তাক্ত অবস্থায় ওই শিশু এবং তার দিদাকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু সেখানেই এমারজেন্সি বিভাগে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন আরও চারজন । তাদের মধ্যে একজন 9 মাসের অন্তঃসত্ত্বা ৷ টানা বৃষ্টির জেরে আজ ভোররাতে 10 নম্বর আহিরীটোলা স্ট্রিটের একটি বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷

ভগবানপুর (পূর্ব মেদিনীপুর), 29 সেপ্টেম্বর : পূর্ব মেদিনীপুরে জেলার ভগবানপুর 1 নম্বর ব্লকের দক্ষিণ কাঁকড়া গ্রামের মঙ্গলবার সন্ধ্যায় এক বৃদ্ধার উপর মাটির দেওয়াল ভেঙে পড়ে। পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় বৃষ্টি উপেক্ষা করেই রাতেই তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ রাতেই তমলুক হাসপাতালে বৃদ্ধাকে নিয়ে যান পরিবারের সদস্যরা। জেলা হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা যায়, মৃত বৃদ্ধা জোৎস্না সাউ (72)।

অন্য দিকে সৈকত শহর দিঘা থানার বিলামুড়িয়া গ্রামে টানা অতিবৃষ্টির জেরে বুধবার সকালে মাটির বাড়ি চাপা পড়ে গুরুতর আহত হয় এক দম্পতি। আহত ওই দম্পতির নাম বিমল শীট ও শঙ্করী শীট। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দ্রুত উদ্ধার করে প্রথমে দিঘা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে কলকাতার স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে বাড়িতে ছুটে যান এলাকার জনপ্রতিনিধিরা। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ওই দম্পতি যখন ঘুমোচ্ছিলেন তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির দেওয়াল। খবর পেয়ে ঘটনাস্থলে যান রামনগর 1নম্বরে ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র। তিনি চিকিৎসার জন্য আহতের পরিবারকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন : আহিরীটোলায় বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃত এক শিশু-সহ 2

টানা বৃষ্টির জেরে এদিন আহিরীটোলায় বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে দু'জনের ৷ যাদের মধ্যে রয়েছে এক বছরের একটি শিশু । স্থানীয় জোড়াবাগান থানা সূত্রের খবর, রক্তাক্ত অবস্থায় ওই শিশু এবং তার দিদাকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু সেখানেই এমারজেন্সি বিভাগে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন আরও চারজন । তাদের মধ্যে একজন 9 মাসের অন্তঃসত্ত্বা ৷ টানা বৃষ্টির জেরে আজ ভোররাতে 10 নম্বর আহিরীটোলা স্ট্রিটের একটি বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.