ETV Bharat / state

মত্ত অবস্থায় বাইক চালিয়ে পথ দুর্ঘটনায় মৃত এক - drunk person death in raod accident

হেলমেট ছাড়া মত্ত অবস্থায় বাইক চালিয়ে পথ দুর্ঘটনার কবলে তিন যুবক । রামনগর থানার ফতেপুরের ঘটনা ।

জখম ব্যক্তি
author img

By

Published : Aug 29, 2019, 12:47 PM IST


রামনগর, 29 অগাস্ট: হেলমেট ছাড়া মত্ত অবস্থায় বাইক চালিয়ে পথ দুর্ঘটনার কবলে তিন যুবক । রামনগর থানার ফতেপুরের ঘটনা । মৃত্যু হয়েছে দিলীপ নায়েক (30) নামের এক যুবকের । একইসঙ্গে বাইকের পিছনে বসে থাকা দুই যুবকের অবস্থাও আশঙ্কাজনক ।

দিলীপ ও তার দুই বন্ধু গভীর রাতে বাইকে তাজপুর পর্যটন কেন্দ্র থেকে দিঘা যাচ্ছিলেন । রামনগর থানার ফতেপুরের কাছে তাদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মন্দিরের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে । ছিটকে পড়েন তিন জনেই । স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় তাদেরকে প্রথমে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে । বাকি দু'জনের অবস্থা সঙ্কটজনক ৷

আরও পড়ুন : ঘিঞ্জি রাস্তাতেও বেপরোয়া বাস, দুর্ঘটনার পর রাস্তা অবরোধ

দিলীপ তাজপুরের একটি হোটেলের কর্মী ৷ রামনগর থানার OC সত্যজিৎ চাণক্য জানিয়েছেন, মত্ত অবস্থায় তিন বাইক আরোহী হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিল । দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে আটক করা হয়েছে । দিলীপ নায়েকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ।


রামনগর, 29 অগাস্ট: হেলমেট ছাড়া মত্ত অবস্থায় বাইক চালিয়ে পথ দুর্ঘটনার কবলে তিন যুবক । রামনগর থানার ফতেপুরের ঘটনা । মৃত্যু হয়েছে দিলীপ নায়েক (30) নামের এক যুবকের । একইসঙ্গে বাইকের পিছনে বসে থাকা দুই যুবকের অবস্থাও আশঙ্কাজনক ।

দিলীপ ও তার দুই বন্ধু গভীর রাতে বাইকে তাজপুর পর্যটন কেন্দ্র থেকে দিঘা যাচ্ছিলেন । রামনগর থানার ফতেপুরের কাছে তাদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মন্দিরের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে । ছিটকে পড়েন তিন জনেই । স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় তাদেরকে প্রথমে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে । বাকি দু'জনের অবস্থা সঙ্কটজনক ৷

আরও পড়ুন : ঘিঞ্জি রাস্তাতেও বেপরোয়া বাস, দুর্ঘটনার পর রাস্তা অবরোধ

দিলীপ তাজপুরের একটি হোটেলের কর্মী ৷ রামনগর থানার OC সত্যজিৎ চাণক্য জানিয়েছেন, মত্ত অবস্থায় তিন বাইক আরোহী হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিল । দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে আটক করা হয়েছে । দিলীপ নায়েকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ।

Intro:রামনগর ,২৯ অগাস্ট : হেলমেট ছাড়া মদ্যপ অবস্থায় বাইক চালিয়ে পথ দুর্ঘটনার কবলে পড়ল তিন যুবক। গতরাতে ঘটনাটি ঘটেছে রামনগর থানার ফতেপুর এর কাছে। ঘটনায় মৃত্যু হয়েছে দিলীপ নায়েক(৩০) নামের এক যুবকের। একই সাথে বাইকের পেছনে বসে থাকা দুই যুবকের অবস্থাও আশঙ্কাজনক।Body:স্থানীয় সূত্রে জানা গেছে, দিলীপ ও তার দুই বন্ধু গভীর রাতে মটোর বাইকে চেপে তাজপুর পর্যটন কেন্দ্র থেকে দিঘা যাচ্ছিলেন। রামনগর থানার ফতেপুরের কাছে তাদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মন্দিরের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে কে ধাক্কা মারে। ছিটকে পড়েন তিনজনেই। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় তাদেরকে প্রথমে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বাকি দুজনের অবস্থা সঙ্কটজনক হয় তাদের কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন ।জানা গেছে দিলীপ তাজপুরের একটি হোটেলের কর্মী তিনি তাজপুরের অন্য দুই হোটেল কর্মীকে বাইকে বসিয়ে তারা বুধবার রাতে দিঘা যাচ্ছিলেন।Conclusion:রামনগর থানার ওসি সত্যজিৎ চাণক্য জানিয়েছেন, মদ্যপ অবস্থায় তিন বাইক আরোহী হেলমেট ছাড়া বাইক চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাগ্রস্ত বাইক টিকে আটক করা হয়েছে। দুর্ঘটনায় মৃত দিলীপ নায়েকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.