রামনগর, 29 অগাস্ট: হেলমেট ছাড়া মত্ত অবস্থায় বাইক চালিয়ে পথ দুর্ঘটনার কবলে তিন যুবক । রামনগর থানার ফতেপুরের ঘটনা । মৃত্যু হয়েছে দিলীপ নায়েক (30) নামের এক যুবকের । একইসঙ্গে বাইকের পিছনে বসে থাকা দুই যুবকের অবস্থাও আশঙ্কাজনক ।
দিলীপ ও তার দুই বন্ধু গভীর রাতে বাইকে তাজপুর পর্যটন কেন্দ্র থেকে দিঘা যাচ্ছিলেন । রামনগর থানার ফতেপুরের কাছে তাদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মন্দিরের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে । ছিটকে পড়েন তিন জনেই । স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় তাদেরকে প্রথমে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে । বাকি দু'জনের অবস্থা সঙ্কটজনক ৷
আরও পড়ুন : ঘিঞ্জি রাস্তাতেও বেপরোয়া বাস, দুর্ঘটনার পর রাস্তা অবরোধ
দিলীপ তাজপুরের একটি হোটেলের কর্মী ৷ রামনগর থানার OC সত্যজিৎ চাণক্য জানিয়েছেন, মত্ত অবস্থায় তিন বাইক আরোহী হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিল । দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে আটক করা হয়েছে । দিলীপ নায়েকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ।