মন্দারমণি, 8 জুন : দীর্ঘদিন লকডাউন থাকার পর খুলছে পর্যটন কেন্দ্র মন্দারমণি । বেশ কিছু নিয়ম বিধি মেনেই হোটেলগুলোকে স্যানিটাইজ়ড করে পর্যটকদের জন্যে খুলে দেওয়া হল । এতে স্থানীয় দোকানদার থেকে হোটেল মালিক এবং কর্মচারীরা বেজায় খুশি ৷
দীর্ঘদিন লকডাউন থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হল পর্যটন কেন্দ্র মন্দারমণি । সে ক্ষেত্রে রয়েছে বেশ কিছু নিয়ম বিধি । হোটেলগুলোকে সম্পূর্ণরূপে স্যানিটাইজ়ড করতে হবে । যে সমস্ত পর্যটক আসবেন তাঁদের প্রথমে স্যানিটাইজ়ড করা হবে । তাঁদের জিনিসপত্রগুলিকেও স্যানিটাইজ়ড করে নেওয়া হবে । এছাড়াও প্রত্যেক পর্যটককে হোটেলে ঢোকার আগে থার্মাল স্ক্রিনিংয়ের মাধ্যমে তাপমাত্রা দেখে প্রবেশের অনুমতি দেওয়া হবে । তাপমাত্রা যদি বেশি দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে পর্যটকদের প্রবেশের অনুমতি না দিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হবে ।
আপাতভাবে দীর্ঘদিন পর মন্দারমণি পর্যটনকেন্দ্র খুলে দেওয়ায় বেজায় খুশি স্থানীয় দোকানদার থেকে হোটেল মালিক এবং কর্মচারীরা । মন্দারমণি পর্যটন কেন্দ্রের এক হোটেল কর্মচারী উত্তম বেরা বলেন,‘‘হোটেল অ্যাসোসিয়েশন এবং মালিকের পক্ষ থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে । 50% রুম আমরা পর্যটকদের দিতে পারব । কারণ, একটা রুম আজকে দিলে সেই রুম কালকে বন্ধ করে রেখে দিতে হবে । একদিন ছাড়া অন্তর রুম ব্যবহার করা যাবে । এবং পর্যটকরা আসার সাথে সাথেই তাদের থার্মাল স্ক্রিনিং করতে হবে । যদি কারও তাপমাত্রা বেশি পাওয়া যায়, তাহলে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চেকআপ করাতে বলা হয়েছে । এবং পর্যটকদের জিনিসপত্র ঢোকার আগে স্যানিটাইজ়ড করা হবে । ’’
এই বিষয়ে সাংসদ শিশির অধিকারী জানান, সরকারি নির্দেশ মেনে পর্যটন কেন্দ্রের হোটেলগুলো খোলা হয়েছে ।