ETV Bharat / state

যুবকের সঙ্গে পালিয়েছে মেয়ে, ফিরিয়ে আনতে গিয়ে খুন ব্যক্তি - Man murdered by daughter's boy friend and his family in East Midnapur

বিয়ের আগে মেয়ে পালিয়েছিল অন্য যুবকের সঙ্গে । তাকে ফিরিয়ে আনতে গিয়ে যুবকের বাড়ির লোকের হাতে খুন হলেন ব্যক্তি ।

পার্থসারথি মান্না
author img

By

Published : Nov 19, 2019, 12:53 PM IST

Updated : Nov 19, 2019, 3:58 PM IST

রামনগর, 19 নভেম্বর : বিয়ের আগে অন্য যুবকের সঙ্গে পালিয়ে গেছিল মেয়ে । তাকে ফিরিয়ে আনতে গিয়ে মেয়ের সামনেই ওই যুবক ও তার পরিবারের মারে মৃত্যু হল ব্যক্তির । মৃতের নাম পার্থসারথি মান্না (45) । ঘটনাটি রামনগর থানার দামোদরপুর এলাকার । ঘটনায় জখম হয়েছে যুবতির মা ও বাকি পরিবারের সদস্যরাও । তারা দিঘা হাসপাতালে চিকিৎসাধীন ।

12 নভেম্বরে দুপুরে কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল পার্থসারথির মেয়ে তনুশ্রী মান্না । কলেজ থেকে ফেরার সময় পেরিয়ে গেলেও সে বাড়ি ফেরেনি । বাবা- মা কর্মসূত্রে মুম্বইতে থাকায় পরিবারের লোকজন তাঁদের খবর দেন । তাঁরা সেখান থেকে খোঁজ- খবর নেওয়ার চেষ্টা করেন । তাতে কাজ না হওয়ায় শনিবার রামনগর ফেরেন । জানতে পারেন, মেয়ে পাড়ারই এক যুবক পার্থপ্রতিম বেরার সঙ্গে পালিয়ে গেছে ৷ এবং সেই যুবকের বাড়িতেই রয়েছে । তারপর গতকাল ওই যুবকের বাড়ি থেকে মেয়েকে আনতে যান পার্থসারথি ও তাঁর পরিবার । সেখানে তনুশ্রীকে বুঝিয়ে নিয়ে আসতে গেলে যুবকের পরিবারের সঙ্গে বচসা বাধে তাঁদের । পার্থসারথিকে যুবকের পরিবার বাঁশ দিয়ে পেটায় । বাকিদেরও বেধড়ক মারধর করা হয় । ঘটনাস্থানেই মৃত্যু হয় পার্থসারথির । রামনগর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । বাকিদের দিঘা হাসপাতালে ভরতি করে ।

তনুশ্রীর মা গীতা মান্না বলেন, "মেয়ে চলে গেছিল । আজ ওর বিয়ে । তাই ওর বাবা, আমি আর আমাদের পরিবারের কয়েকজন ওকে বাড়ি ফিরিয়ে আনার জন্য গেছিলাম । সেখানেই পার্থপ্রতিম আর ওর পরিবারের লোকজন আমাদের উপর চড়াও হয় । আমাদের ব্যাপক মারধর করে । আমার স্বামীকে মারধর করে মেরেই ফেলে ওরা ।"

তনুশ্রীর মামা প্রদীপ গারু বলেন, "কলেজ যাওয়ার নাম করে ভাগ্নি বাড়ি থেকে বেরিয়ে ছয় সাত দিন আগে পালিয়ে যায় । দিদি, জামাইবাবু ও আমরা তাই ওকে ফিরিয়ে আনার জন্য গতকাল রাতে পার্থপ্রতিমের বাড়িতে গেছিলাম । সেখানেই গ্রামবাসী ও তার বাড়ির লোকজন আমাদের ব্যাপক মারধর করে । মৃত্যু হয় জামাইবাবুর । আমরা পুলিশকে সব ঘটনা জানিয়েছি ।"

রামনগর থানার OC স্বপন গোস্বামী জানিয়েছেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে । অভিযুক্তদের খোঁজ চলছে ।

রামনগর, 19 নভেম্বর : বিয়ের আগে অন্য যুবকের সঙ্গে পালিয়ে গেছিল মেয়ে । তাকে ফিরিয়ে আনতে গিয়ে মেয়ের সামনেই ওই যুবক ও তার পরিবারের মারে মৃত্যু হল ব্যক্তির । মৃতের নাম পার্থসারথি মান্না (45) । ঘটনাটি রামনগর থানার দামোদরপুর এলাকার । ঘটনায় জখম হয়েছে যুবতির মা ও বাকি পরিবারের সদস্যরাও । তারা দিঘা হাসপাতালে চিকিৎসাধীন ।

12 নভেম্বরে দুপুরে কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল পার্থসারথির মেয়ে তনুশ্রী মান্না । কলেজ থেকে ফেরার সময় পেরিয়ে গেলেও সে বাড়ি ফেরেনি । বাবা- মা কর্মসূত্রে মুম্বইতে থাকায় পরিবারের লোকজন তাঁদের খবর দেন । তাঁরা সেখান থেকে খোঁজ- খবর নেওয়ার চেষ্টা করেন । তাতে কাজ না হওয়ায় শনিবার রামনগর ফেরেন । জানতে পারেন, মেয়ে পাড়ারই এক যুবক পার্থপ্রতিম বেরার সঙ্গে পালিয়ে গেছে ৷ এবং সেই যুবকের বাড়িতেই রয়েছে । তারপর গতকাল ওই যুবকের বাড়ি থেকে মেয়েকে আনতে যান পার্থসারথি ও তাঁর পরিবার । সেখানে তনুশ্রীকে বুঝিয়ে নিয়ে আসতে গেলে যুবকের পরিবারের সঙ্গে বচসা বাধে তাঁদের । পার্থসারথিকে যুবকের পরিবার বাঁশ দিয়ে পেটায় । বাকিদেরও বেধড়ক মারধর করা হয় । ঘটনাস্থানেই মৃত্যু হয় পার্থসারথির । রামনগর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । বাকিদের দিঘা হাসপাতালে ভরতি করে ।

তনুশ্রীর মা গীতা মান্না বলেন, "মেয়ে চলে গেছিল । আজ ওর বিয়ে । তাই ওর বাবা, আমি আর আমাদের পরিবারের কয়েকজন ওকে বাড়ি ফিরিয়ে আনার জন্য গেছিলাম । সেখানেই পার্থপ্রতিম আর ওর পরিবারের লোকজন আমাদের উপর চড়াও হয় । আমাদের ব্যাপক মারধর করে । আমার স্বামীকে মারধর করে মেরেই ফেলে ওরা ।"

তনুশ্রীর মামা প্রদীপ গারু বলেন, "কলেজ যাওয়ার নাম করে ভাগ্নি বাড়ি থেকে বেরিয়ে ছয় সাত দিন আগে পালিয়ে যায় । দিদি, জামাইবাবু ও আমরা তাই ওকে ফিরিয়ে আনার জন্য গতকাল রাতে পার্থপ্রতিমের বাড়িতে গেছিলাম । সেখানেই গ্রামবাসী ও তার বাড়ির লোকজন আমাদের ব্যাপক মারধর করে । মৃত্যু হয় জামাইবাবুর । আমরা পুলিশকে সব ঘটনা জানিয়েছি ।"

রামনগর থানার OC স্বপন গোস্বামী জানিয়েছেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে । অভিযুক্তদের খোঁজ চলছে ।

Intro:রামনগর, ১৯ নভেম্বর: বিয়ের ঠিক হয়েছিল তার আগেই এলাকারই অন্য যুবকের সাথে পালিয়ে গিয়েছিল মেয়ে। জানতে পেরে নিজের মেয়েকে ফেরাতে গিয়ে অভিযুক্ত যুবক ও তাঁর পরিবারের লোকদের মারে মৃত্যু হল বাবার। চাঞ্চল্যকর এই ঘটনাটি গতরাতে ঘটেছে রামনগর থানার দামদরপুর এলাকায় ।পুলিশ জানিয়েছে, মৃত পার্থসারথি মান্না(৪৮)। তিনি স্থানীয় দেপাল এলাকার বাসিন্দা। অভিযুক্তদের হাতে আক্রান্ত হয়েছেন, মৃত পার্থর স্ত্রী গীতা মান্না সহ আরও কয়েকজন। তাঁদের দিঘা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Body:পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বরে দুপুরবেলা কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল পার্থসারথির মেয়ে তনুশ্রী মান্না। আর তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় সে। অপরদিকে আজ তনুশ্রীর বিয়ের জন্য সম্বন্ধ পাকা হয়েছিল মোহনপুরের এক যুবকের সঙ্গে। বিয়ের আগেই মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনা জানতে পেরে কর্মসূত্রে মুম্বাইয়ের বাসিন্দা মান্না দম্পতি রীতিমতো অস্বস্তিতে পড়ে যান। আর তাই তড়িঘড়ি করে মুম্বই থেকে শনিবার তাঁরা বাড়ি ফিরে আসেন।বাড়ি ফিরে জানতে পারেন পড়শী গ্রাম দামদরপুরের যুবক পার্থপ্রতিম বেরার বাড়িতে রয়েছে তনুশ্রী। গতরাতে তার বাড়িতেই মেয়েকে ফিরিয়ে আনতে যান পার্থবাবুও তাঁর পরিবারের লোকেরা।অভিযোগ, সেখান থেকে তনুশ্রীকে তাঁরা নিয়ে চলে আসার চেষ্টা করলে অভিযুক্ত যুবক পার্থপ্রতিম ও তার পরিবারের লোকেরা মেয়ের বাড়ির লোকেদের ওপর ঝাঁপিয়ে পড়ে ব্যাপক মারধর করে।পার্থসারথির
মাথায় বাঁশ দিয়ে আঘাত করে অভিযুক্তরা। আর তাতেই ঘটনাস্থানেই মারা যান তিনি। খবর পেয়ে রামনগর থানার পুলিশ দেহ উদ্ধার করে ।

Conclusion:মৃতের স্ত্রী গীতা মান্না অভিযোগ করে বলেন, মেয়ে চলে গিয়েছিল। মঙ্গলবার ওর বিয়ে রয়েছে। তাই ওর বাবা আমি ও পরিবারের কয়েকজন ওকে বাড়ি ফিরিয়ে আনার জন্য গিয়েছিলাম। সেখানেই পার্থপ্রতিম ও তার পরিবারের লোকেরা আমাদের ওপর চড়াও হয়। আমাদের ব্যাপক মারধর করে। আমার স্বামীকে মারধর করে মেরে ফেলে ওরা।


তনুশ্রীর মামা প্রদীপ গারু জানিয়েছেন, কলেজ যাওয়ার নাম করে ভাগ্নি বাড়ি থেকে বেরিয়ে ছয় সাত দিন আগে পালিয়ে যায়। দিদি জামাইবাবু ও আমরা তাই ওকে ফিরিয়ে আনার জন্য গতকাল রাতে পার্থপ্রতিম এর বাড়িতে গিয়েছিলাম। সেখানেই গ্রামবাসী ও ছেলের বাড়ির লোকজন আমাদের ব্যাপক মারধর করে। তাতেই মৃত্যু হয় জামাইবাবুর। আমরা পুলিশকে সব ঘটনা জানিয়েছি।

এ বিষয়ে রামনগর থানার ওসি স্বপন গোস্বামী জানিয়েছেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।
Last Updated : Nov 19, 2019, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.