ETV Bharat / state

পাঁচ বছর চাওয়ালা সেজে নাটক মোদির : মমতা - loksabha campaign

ফাইল ফোটো
author img

By

Published : Apr 28, 2019, 1:32 PM IST

Updated : Apr 28, 2019, 2:16 PM IST

2019-04-28 12:27:24

খেজুরি, 28 এপ্রিল : হেঁড়িয়াতে কাঁথির তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারীর সমর্থনে সভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, দেবব্রত দাস, আবু তাহের, চন্দ্রিমা ভট্টাচার্যসহ তৃণমূল নেতা-কর্মীরা ।

2009 এবং 2014-তে এই কেন্দ্র থেকেই জয়ী হন শিশিরবাবু । তিনি কাঁথি পৌরসভার চেয়ারম্যান পদে ছিলেন 25 বছর । এবারেও এই সিটে তাঁকে ভরসা করে টিকিট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বিপরীতে বামেদের পরিতোষ পট্টনায়ক, BJP-র দেবাশিস সামন্ত ও কংগ্রেসের দীপককুমার দাস ।

 একনজরে কী কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় -

  • BJP-কে গণতন্ত্রের কবর দিন
  • BJP-র চেয়ার করছে টলমল, জয় হবে বাংলার
  • বাড়াবাড়ি করো না সকলকে বলছি
  • 26 তারিখ মালদায় আমাদের কর্মী খুন হয়েছে
  • আমরা খুনের রাজনীতি করি না বলে BJP ভালো আছে
  • বাংলায় আসছে যদি হিন্দু-মুসলিম ঝামেলা লাগিয়ে একটু ভোট পাওয়া যায়
  • কোথাও BJP সিট পাবে না, কেউ ওনাকে দেখছে না
  • মুখে কাঁকড় পেলে বুঝবে বাংলা কী
  • এবার দিল্লির আসন নয় মোদি পাবে বাংলার লাড্ডু । যাতে খাকবে মাটি আর কাঁকড়
  • আগে নির্বাচনের সময় বলত মিত্রোঁ, এখন বলছে শত্রু
  • ঘরের মেয়েদের জন্য স্বাস্থ্য সাথী কার্ড, পরিষেবা পাওয়া যাবে পাঁচ লাখ টাকা পর্যন্ত
  • মা-মাটি-মানুষ আমাদের সব
  • পাঁচ বছর চাওয়ালা সেজে নাটক
  • সবার চোখে লিউকোপ্লাস্ট দিয়ে রেখেথেন মোদি
  • মিথ্যা কথা বলে ঘুম পাড়ানোর চেষ্টা করছে BJP
  • তিন কোটি ছেলে মেয়ে গত পাঁচ বছরে চাকরি খুইয়েছেন
  • BJP-র লোকগুলি সব গ্যাস বেলুন
  • শিব আগে জন্মেছে না নরেন্দ্র মোদি আগে জন্মেছে ?
  • BJP আগে জন্মেছে না মা দুর্গা ?
  • BJP একটা নির্লজ্জ রাজনৈতিক দল
  • আমি সব ধর্মের অনুষ্ঠানেই সামিল থাকি
  • মোদির সভার টাকার হিসেব নিক কমিশন
  • শাড়ি যেমন কালারফুল, ধর্মও তেমন
  • BJP-র সভা, মিছিলে গিয়ে টাকা বিলোচ্ছে
  • রোজ গিয়ে সবাইকে বলছে আমরা হিন্দু রাষ্ট্র চাই
  • BJP সবসময় উস্কানিমূলক কথা বলছে
  • আমাকে কী করবে ? খুন করলেও যায় আসে না, পথ দেখাবে বাংলা
  • সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছেন মোদি
  • মোদি গণতন্ত্র বাতিল করেছে
  • নরেন্দ্র মোদি একজন ফ্যাসিস্ট
  • BJP-কে আনলে আর কথা বলার সুযোগ পাবেন না
  • মুখ্যমন্ত্রী বেশি কাজ করেন
  • প্রধানমন্ত্রী আর মুখ্যামন্ত্রীর মধ্যে কোনও পার্থক্য নেই
  • কেন্দ্রীয় বাহিনী থাকবে একদিক বাকিদিন তো বাংলার পুলিশই থাকবে
  • আমরা এরাজ্যে আছি তাই আপনারা বুঝতে পারছেন না
  • নরেন্দ্র মোদি এরাজ্যে ফ্যাসিস্ট একনায়কতন্ত্র চালানোর চেষ্টা করছে
  • BJP-র প্রধানমন্ত্রী মিথ্যাবাদী
  • আমাকে খুনের চেষ্টা করেছিল CPI(M), অ্যাসিড মারারও চেষ্টা হয়েছিল
  • CPI(M)-এর হার্মাদরা এখন BJP-র জল্লাদ
  • যারা আগে লাল জামা গায়ে দিত এখন তারা গেরুয়া জামা গায়ে দিয়েছে
  • সুর্যোদয়ের কথা আমি ভুলিনি
  • সুজাতা ছাত্র পরিষদ করত তাই ওকে ধর্ষণ করে এর ভাই আর বাবার নামে চারিয়ে দিয়েছিল
  • 16 জন মানুষ এই এলাকা থেকে নিখোঁজ হয়ে গেছিল, আজও আসেনি
  • জেলায় 13টি কর্মতীর্থ হয়েছে
  • বামেরা আজ BJP-র কাছে CPI(M)-এর পতাকাকে বিক্রি করে দিয়েছে
  • মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের জন্মদাত্রী মা
  • বন্দর হলে অনেক কর্মসংস্থান হবে
  • তাজপুরে নতুন বন্দর তৈরি হচ্ছে
  • লোকে বলে দিঘা এখন বারবার, কারণ দিঘার সৌন্দর্যায়ন হয়েছে
  • বন্যা নিয়ন্ত্রণ করতে 700 কোটি টাকা
  • বড় ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, অনেকে চাকরি পাবেন
  • নন্দীগ্রামসহ গোটা এলাকায় জল দেওয়া হয়েছে
  • তমলুকে তৈরি হচ্ছে আড়াইশো কোটি টাকার নতুন মেডিকেল কলেজ
  • কাঁথি মহকুমা হাসপাতাল উন্নত করা হয়েছে
  • সিঙ্গুর, নন্দীগ্রাম, হেঁড়িয়ার শহিদদের পরিবারকে শ্রদ্ধা

2019-04-28 12:27:24

খেজুরি, 28 এপ্রিল : হেঁড়িয়াতে কাঁথির তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারীর সমর্থনে সভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, দেবব্রত দাস, আবু তাহের, চন্দ্রিমা ভট্টাচার্যসহ তৃণমূল নেতা-কর্মীরা ।

2009 এবং 2014-তে এই কেন্দ্র থেকেই জয়ী হন শিশিরবাবু । তিনি কাঁথি পৌরসভার চেয়ারম্যান পদে ছিলেন 25 বছর । এবারেও এই সিটে তাঁকে ভরসা করে টিকিট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বিপরীতে বামেদের পরিতোষ পট্টনায়ক, BJP-র দেবাশিস সামন্ত ও কংগ্রেসের দীপককুমার দাস ।

 একনজরে কী কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় -

  • BJP-কে গণতন্ত্রের কবর দিন
  • BJP-র চেয়ার করছে টলমল, জয় হবে বাংলার
  • বাড়াবাড়ি করো না সকলকে বলছি
  • 26 তারিখ মালদায় আমাদের কর্মী খুন হয়েছে
  • আমরা খুনের রাজনীতি করি না বলে BJP ভালো আছে
  • বাংলায় আসছে যদি হিন্দু-মুসলিম ঝামেলা লাগিয়ে একটু ভোট পাওয়া যায়
  • কোথাও BJP সিট পাবে না, কেউ ওনাকে দেখছে না
  • মুখে কাঁকড় পেলে বুঝবে বাংলা কী
  • এবার দিল্লির আসন নয় মোদি পাবে বাংলার লাড্ডু । যাতে খাকবে মাটি আর কাঁকড়
  • আগে নির্বাচনের সময় বলত মিত্রোঁ, এখন বলছে শত্রু
  • ঘরের মেয়েদের জন্য স্বাস্থ্য সাথী কার্ড, পরিষেবা পাওয়া যাবে পাঁচ লাখ টাকা পর্যন্ত
  • মা-মাটি-মানুষ আমাদের সব
  • পাঁচ বছর চাওয়ালা সেজে নাটক
  • সবার চোখে লিউকোপ্লাস্ট দিয়ে রেখেথেন মোদি
  • মিথ্যা কথা বলে ঘুম পাড়ানোর চেষ্টা করছে BJP
  • তিন কোটি ছেলে মেয়ে গত পাঁচ বছরে চাকরি খুইয়েছেন
  • BJP-র লোকগুলি সব গ্যাস বেলুন
  • শিব আগে জন্মেছে না নরেন্দ্র মোদি আগে জন্মেছে ?
  • BJP আগে জন্মেছে না মা দুর্গা ?
  • BJP একটা নির্লজ্জ রাজনৈতিক দল
  • আমি সব ধর্মের অনুষ্ঠানেই সামিল থাকি
  • মোদির সভার টাকার হিসেব নিক কমিশন
  • শাড়ি যেমন কালারফুল, ধর্মও তেমন
  • BJP-র সভা, মিছিলে গিয়ে টাকা বিলোচ্ছে
  • রোজ গিয়ে সবাইকে বলছে আমরা হিন্দু রাষ্ট্র চাই
  • BJP সবসময় উস্কানিমূলক কথা বলছে
  • আমাকে কী করবে ? খুন করলেও যায় আসে না, পথ দেখাবে বাংলা
  • সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছেন মোদি
  • মোদি গণতন্ত্র বাতিল করেছে
  • নরেন্দ্র মোদি একজন ফ্যাসিস্ট
  • BJP-কে আনলে আর কথা বলার সুযোগ পাবেন না
  • মুখ্যমন্ত্রী বেশি কাজ করেন
  • প্রধানমন্ত্রী আর মুখ্যামন্ত্রীর মধ্যে কোনও পার্থক্য নেই
  • কেন্দ্রীয় বাহিনী থাকবে একদিক বাকিদিন তো বাংলার পুলিশই থাকবে
  • আমরা এরাজ্যে আছি তাই আপনারা বুঝতে পারছেন না
  • নরেন্দ্র মোদি এরাজ্যে ফ্যাসিস্ট একনায়কতন্ত্র চালানোর চেষ্টা করছে
  • BJP-র প্রধানমন্ত্রী মিথ্যাবাদী
  • আমাকে খুনের চেষ্টা করেছিল CPI(M), অ্যাসিড মারারও চেষ্টা হয়েছিল
  • CPI(M)-এর হার্মাদরা এখন BJP-র জল্লাদ
  • যারা আগে লাল জামা গায়ে দিত এখন তারা গেরুয়া জামা গায়ে দিয়েছে
  • সুর্যোদয়ের কথা আমি ভুলিনি
  • সুজাতা ছাত্র পরিষদ করত তাই ওকে ধর্ষণ করে এর ভাই আর বাবার নামে চারিয়ে দিয়েছিল
  • 16 জন মানুষ এই এলাকা থেকে নিখোঁজ হয়ে গেছিল, আজও আসেনি
  • জেলায় 13টি কর্মতীর্থ হয়েছে
  • বামেরা আজ BJP-র কাছে CPI(M)-এর পতাকাকে বিক্রি করে দিয়েছে
  • মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের জন্মদাত্রী মা
  • বন্দর হলে অনেক কর্মসংস্থান হবে
  • তাজপুরে নতুন বন্দর তৈরি হচ্ছে
  • লোকে বলে দিঘা এখন বারবার, কারণ দিঘার সৌন্দর্যায়ন হয়েছে
  • বন্যা নিয়ন্ত্রণ করতে 700 কোটি টাকা
  • বড় ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, অনেকে চাকরি পাবেন
  • নন্দীগ্রামসহ গোটা এলাকায় জল দেওয়া হয়েছে
  • তমলুকে তৈরি হচ্ছে আড়াইশো কোটি টাকার নতুন মেডিকেল কলেজ
  • কাঁথি মহকুমা হাসপাতাল উন্নত করা হয়েছে
  • সিঙ্গুর, নন্দীগ্রাম, হেঁড়িয়ার শহিদদের পরিবারকে শ্রদ্ধা
ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ইতিমধ্যেই তৃণমূল তাদের প্রার্থী মদন মিত্রের নাম ঘোষণা করেছেন দলনেত্রী সেই প্রসঙ্গে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। মদন মিত্র কে মাতাল লম্পট বলে কটাক্ষ করেন তিনি। এছাড়াও মদন মিত্র সারদা কাণ্ডে অভিযুক্ত হয়ে তিন বছর জেল খেটেছে আগামী দিনে রোজভ্যালি কান্ডে জেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার। সে কারণেই মানুষ তার সম্বন্ধে সব জানে। তাই বিধানসভা উপনির্বাচনে তৃণমূল এর জামানত জব্দ হবে বলে মন্তব্য করেন অর্জুন বাবু। অর্জুন সিং এর এই মন্তব্যের পাল্টা মন্তব্য করেছেন মদন মিত্র। আজ সন্ধ্যায় কাঁচরাপাড়া বাগমোড়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী সমর্থনে এক সভায় অর্জুন সিং কে খুনি তোলাবাজ বলে মন্তব্য করেন। এছাড়াও অর্জুন পচা ইঁদুর বলে কটাক্ষ করেন মদন বাবু।
Last Updated : Apr 28, 2019, 2:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.