ETV Bharat / state

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন যুবতি, আটক প্রেমিক ও স্বামী - death

পূর্ব মেদিনীপুরের তমলুকের আবাসবেড়িয়া এলাকায় গলার নলি কাটা মৃতদেহ উদ্ধার হয় যুবতির ৷ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদের জন্য যুবতির স্বামী ও প্রেমিককে আটক করেছে পুলিশ ৷

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন যুবতি
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন যুবতি
author img

By

Published : Jan 12, 2020, 9:39 PM IST

Updated : Jan 12, 2020, 11:05 PM IST

তমলুক, 12 জানুয়ারি : স্বামীর সঙ্গে আর ঘর করতে চান না ৷ তাই স্বামীকে ছেড়ে চলে আসেন মানসী পতি রানা ৷ সনাতন জানার সঙ্গে নতুন করে সংসারের স্বপ্ন দেখেন ৷ সেই মতো দু'জনে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন ৷ মাত্র পাঁচদিনই হয়েছিল তাঁদের এই নতুন সংসারের ৷ এরই মধ্যে আজ গলার নলি কাটা অবস্থায় দেহ উদ্ধার হয় মানসীর ৷ জিজ্ঞাসাবাদের জন্য মানসীর স্বামী ও সনাতনকে আটক করেছে পুলিশ ৷

বছর একুশের মানসী পূর্ব মেদিনীপুরের তমলুক পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ কয়েক বছর আগে মন্টু রানার সঙ্গে বিয়ে হয় তাঁর ৷ তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে ৷ এর মধ্যে ওড়িশার ভুবনেশ্বরের বাসিন্দা সনাতন জানার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় মানসীর ৷ তমলুকে রাধাবল্লবপুরে সনাতনের একটি মাংস দোকান রয়েছে ৷ লুকিয়ে দীর্ঘদিন ধরে চলতে থাকে তাঁদের এই সম্পর্ক ৷ এক বছর আগে মন্টু এই সম্পর্কের কথা জানতে পারেন ৷

স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় বচসা ৷ ঝামেলা গড়ায় আদালত পর্যন্ত ৷ তমলুক আদালতে চলে বিবাহ বিচ্ছেদের মামলাও ৷ পাঁচদিন আগে তমলুকের আবাসবেড়িয়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে সনাতনের সঙ্গে থাকতে শুরু করেন মানসী ৷ আজ এইভাবে মানসীর দেহ উদ্ধার হওয়ায় আতঙ্কে বাড়ির মালিক ভারতী ঘড়া ৷ জানান, "পাঁচদিন আগে স্বামি-স্ত্রীর পরিচয় দিয়ে তারা বাড়ি ভাড়া নেয় ৷ কোনও অস্বাভাবিকতা এই ক'দিনে লক্ষ্য করিনি ৷ আজ হঠাৎ এই ঘটনা কেন হল, কল্পনার বাইরে ৷"

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন যুবতি, উদ্ধার মৃতদেহ

প্রতক্ষ্যদর্শীরা বলেন, "বাড়ির কাছে খাল পাড়ে মানসীর রক্তাক্ত দেহ পড়ে ছিল ৷" সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে ৷ মৃতদেহ উদ্ধার করে তমলুক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ প্রাথমিকভাবে এটা খুন বলেই মনে করছে পুলিশ ৷ তাদের ধারণা, ধারালো কোনও অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে ৷ জিজ্ঞাসাবাদের জন্য মানসীর স্বামী মন্টু ও সনাতনকে আটক করেছে পুলিশ ৷

তমলুক, 12 জানুয়ারি : স্বামীর সঙ্গে আর ঘর করতে চান না ৷ তাই স্বামীকে ছেড়ে চলে আসেন মানসী পতি রানা ৷ সনাতন জানার সঙ্গে নতুন করে সংসারের স্বপ্ন দেখেন ৷ সেই মতো দু'জনে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন ৷ মাত্র পাঁচদিনই হয়েছিল তাঁদের এই নতুন সংসারের ৷ এরই মধ্যে আজ গলার নলি কাটা অবস্থায় দেহ উদ্ধার হয় মানসীর ৷ জিজ্ঞাসাবাদের জন্য মানসীর স্বামী ও সনাতনকে আটক করেছে পুলিশ ৷

বছর একুশের মানসী পূর্ব মেদিনীপুরের তমলুক পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ কয়েক বছর আগে মন্টু রানার সঙ্গে বিয়ে হয় তাঁর ৷ তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে ৷ এর মধ্যে ওড়িশার ভুবনেশ্বরের বাসিন্দা সনাতন জানার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় মানসীর ৷ তমলুকে রাধাবল্লবপুরে সনাতনের একটি মাংস দোকান রয়েছে ৷ লুকিয়ে দীর্ঘদিন ধরে চলতে থাকে তাঁদের এই সম্পর্ক ৷ এক বছর আগে মন্টু এই সম্পর্কের কথা জানতে পারেন ৷

স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় বচসা ৷ ঝামেলা গড়ায় আদালত পর্যন্ত ৷ তমলুক আদালতে চলে বিবাহ বিচ্ছেদের মামলাও ৷ পাঁচদিন আগে তমলুকের আবাসবেড়িয়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে সনাতনের সঙ্গে থাকতে শুরু করেন মানসী ৷ আজ এইভাবে মানসীর দেহ উদ্ধার হওয়ায় আতঙ্কে বাড়ির মালিক ভারতী ঘড়া ৷ জানান, "পাঁচদিন আগে স্বামি-স্ত্রীর পরিচয় দিয়ে তারা বাড়ি ভাড়া নেয় ৷ কোনও অস্বাভাবিকতা এই ক'দিনে লক্ষ্য করিনি ৷ আজ হঠাৎ এই ঘটনা কেন হল, কল্পনার বাইরে ৷"

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন যুবতি, উদ্ধার মৃতদেহ

প্রতক্ষ্যদর্শীরা বলেন, "বাড়ির কাছে খাল পাড়ে মানসীর রক্তাক্ত দেহ পড়ে ছিল ৷" সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে ৷ মৃতদেহ উদ্ধার করে তমলুক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ প্রাথমিকভাবে এটা খুন বলেই মনে করছে পুলিশ ৷ তাদের ধারণা, ধারালো কোনও অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে ৷ জিজ্ঞাসাবাদের জন্য মানসীর স্বামী মন্টু ও সনাতনকে আটক করেছে পুলিশ ৷

Intro:ত্রিকোণ প্রেমের জেরে খুন গৃহবধূ, আটক প্রেমিক ও স্বামী ।

পূর্ব মেদিনীপুরের তমলুকের আবাসবাড়ি এলাকায় এক গৃহবধূর গলায় নলিকাটা অবস্থায় রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল। আর এই খুন , ত্রিকোণ প্রেমের জেরে হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ জানিয়েছে মৃত মানসী পতি রানা (২১)। তার বাড়ি তমলুক পুরসভা ১ নং ওয়ার্ড়ের বাসিন্দা। এই ঘটনায় পুলিশ প্রেমিক সনাতন জানা ও স্বামী মন্টু রানাকে আটক করেছে জিজ্ঞাসা বাদ শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে গত কয়েক বছর আগে মানসীর সঙ্গে মন্টুর বিয়ে হয়। এরপর তাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। তার মধ্যে উড়িষ্যার ভুবনেশ্বর সনাতন জানার সঙ্গে গৃহবধূর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এরপর ওরা লুকিয়ে লুকিয়ে দীর্ঘদিন ধরে প্রেমপর্ব চালাতে থাকে। গত এক বছর আগে স্বামী মন্টু রানা তার স্ত্রীর অবৈধ সম্পর্ক ধরে ফেলেন। এরপর শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে বচসা। এই বচসা আদালত পর্যন্ত গড়ায়। স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহবিচ্ছেদ নিয়ে তমলুক আদালতে মামলা ও চলছে। এর মধ্যে গত পাঁচদিন আগে তমলুকের আবাসবেড়িয়া এলাকায় একটি ভাড়া বাড়িতে এসে ওঠে মানসী ও তার প্রেমিক সনাতন জানা। মাত্র পাঁচশো টাকার বিনিময়ে ওই ভাড়া বাড়িতে ওঠে। ওই ভাড়া বাড়িতে কোন ইলেকট্রিক নেই। মানসীর প্রেমিক সনাতন তমলুকে রাধাবল্লভপুরে একটি মাংস দোকান রয়েছে। বাড়ির মালকিন ভারতী ঘড়া বলেন গত পাঁচ দিন আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দুজনেই ভাড়াবাড়িতে ওঠে। তাদের মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ করিনি । কিন্তু আজ এরকম কেন হলো , কল্পনার বাইরে । প্রত্যক্ষদর্শীরা বলেন , বাড়ির কাছে একটা খালপাড়ে গৃহবধুর নলিকাটা অবস্থায় রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। প্রথমে ছটফট করলেও পরে তার মৃত্যু হয়। এরপর তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে তমলুক হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে।তমলুক থানার পুলিশ বলেন খুন করা হয়েছে এটাই পরিষ্কার। ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে।খুনের কারণ জানতে প্রেমিক ও স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বাইট 1a ভারতী ঘড়া, ঘরের মালকিন ।
বাইট 1b রাজু সামান্ত, স্থানীয় বাসিন্দা ।Body:ত্রিকোণ প্রেমের জেরে খুন গৃহবধূ, আটক প্রেমিক ও স্বামী ।

পূর্ব মেদিনীপুরের তমলুকের আবাসবাড়ি এলাকায় এক গৃহবধূর গলায় নলিকাটা অবস্থায় রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল। আর এই খুন , ত্রিকোণ প্রেমের জেরে হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ জানিয়েছে মৃত মানসী পতি রানা (২১)। তার বাড়ি তমলুক পুরসভা ১ নং ওয়ার্ড়ের বাসিন্দা। এই ঘটনায় পুলিশ প্রেমিক সনাতন জানা ও স্বামী মন্টু রানাকে আটক করেছে জিজ্ঞাসা বাদ শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে গত কয়েক বছর আগে মানসীর সঙ্গে মন্টুর বিয়ে হয়। এরপর তাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। তার মধ্যে উড়িষ্যার ভুবনেশ্বর সনাতন জানার সঙ্গে গৃহবধূর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এরপর ওরা লুকিয়ে লুকিয়ে দীর্ঘদিন ধরে প্রেমপর্ব চালাতে থাকে। গত এক বছর আগে স্বামী মন্টু রানা তার স্ত্রীর অবৈধ সম্পর্ক ধরে ফেলেন। এরপর শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে বচসা। এই বচসা আদালত পর্যন্ত গড়ায়। স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহবিচ্ছেদ নিয়ে তমলুক আদালতে মামলা ও চলছে। এর মধ্যে গত পাঁচদিন আগে তমলুকের আবাসবেড়িয়া এলাকায় একটি ভাড়া বাড়িতে এসে ওঠে মানসী ও তার প্রেমিক সনাতন জানা। মাত্র পাঁচশো টাকার বিনিময়ে ওই ভাড়া বাড়িতে ওঠে। ওই ভাড়া বাড়িতে কোন ইলেকট্রিক নেই। মানসীর প্রেমিক সনাতন তমলুকে রাধাবল্লভপুরে একটি মাংস দোকান রয়েছে। বাড়ির মালকিন ভারতী ঘড়া বলেন গত পাঁচ দিন আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দুজনেই ভাড়াবাড়িতে ওঠে। তাদের মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ করিনি । কিন্তু আজ এরকম কেন হলো , কল্পনার বাইরে । প্রত্যক্ষদর্শীরা বলেন , বাড়ির কাছে একটা খালপাড়ে গৃহবধুর নলিকাটা অবস্থায় রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। প্রথমে ছটফট করলেও পরে তার মৃত্যু হয়। এরপর তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে তমলুক হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে।তমলুক থানার পুলিশ বলেন খুন করা হয়েছে এটাই পরিষ্কার। ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে।খুনের কারণ জানতে প্রেমিক ও স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বাইট 1a ভারতী ঘড়া, ঘরের মালকিন ।
বাইট 1b রাজু সামান্ত, স্থানীয় বাসিন্দা ।Conclusion:ত্রিকোণ প্রেমের জেরে খুন গৃহবধূ, আটক প্রেমিক ও স্বামী ।

পূর্ব মেদিনীপুরের তমলুকের আবাসবাড়ি এলাকায় এক গৃহবধূর গলায় নলিকাটা অবস্থায় রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল। আর এই খুন , ত্রিকোণ প্রেমের জেরে হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ জানিয়েছে মৃত মানসী পতি রানা (২১)। তার বাড়ি তমলুক পুরসভা ১ নং ওয়ার্ড়ের বাসিন্দা। এই ঘটনায় পুলিশ প্রেমিক সনাতন জানা ও স্বামী মন্টু রানাকে আটক করেছে জিজ্ঞাসা বাদ শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে গত কয়েক বছর আগে মানসীর সঙ্গে মন্টুর বিয়ে হয়। এরপর তাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। তার মধ্যে উড়িষ্যার ভুবনেশ্বর সনাতন জানার সঙ্গে গৃহবধূর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এরপর ওরা লুকিয়ে লুকিয়ে দীর্ঘদিন ধরে প্রেমপর্ব চালাতে থাকে। গত এক বছর আগে স্বামী মন্টু রানা তার স্ত্রীর অবৈধ সম্পর্ক ধরে ফেলেন। এরপর শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে বচসা। এই বচসা আদালত পর্যন্ত গড়ায়। স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহবিচ্ছেদ নিয়ে তমলুক আদালতে মামলা ও চলছে। এর মধ্যে গত পাঁচদিন আগে তমলুকের আবাসবেড়িয়া এলাকায় একটি ভাড়া বাড়িতে এসে ওঠে মানসী ও তার প্রেমিক সনাতন জানা। মাত্র পাঁচশো টাকার বিনিময়ে ওই ভাড়া বাড়িতে ওঠে। ওই ভাড়া বাড়িতে কোন ইলেকট্রিক নেই। মানসীর প্রেমিক সনাতন তমলুকে রাধাবল্লভপুরে একটি মাংস দোকান রয়েছে। বাড়ির মালকিন ভারতী ঘড়া বলেন গত পাঁচ দিন আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দুজনেই ভাড়াবাড়িতে ওঠে। তাদের মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ করিনি । কিন্তু আজ এরকম কেন হলো , কল্পনার বাইরে । প্রত্যক্ষদর্শীরা বলেন , বাড়ির কাছে একটা খালপাড়ে গৃহবধুর নলিকাটা অবস্থায় রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। প্রথমে ছটফট করলেও পরে তার মৃত্যু হয়। এরপর তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে তমলুক হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে।তমলুক থানার পুলিশ বলেন খুন করা হয়েছে এটাই পরিষ্কার। ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে।খুনের কারণ জানতে প্রেমিক ও স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বাইট 1a ভারতী ঘড়া, ঘরের মালকিন ।
বাইট 1b রাজু সামান্ত, স্থানীয় বাসিন্দা ।
Last Updated : Jan 12, 2020, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.