ETV Bharat / state

তৃণমূলের ঝান্ডা হাতে নিতে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন লক্ষ্মণ শেঠ

এদিন লক্ষ্মণ শেঠ বলেন, "প্রকাশ্যে বলছি তৃণমূলে যোগ দিতে চাই ৷ অবশ্যই এটা তাদের উপরে নির্ভর করছে ৷"

lakkhan-seth-wants-to-join-tmc
lakkhan-seth-wants-to-join-tmc
author img

By

Published : Jun 3, 2021, 8:58 PM IST

Updated : Jun 3, 2021, 9:06 PM IST

তমলুক, 3 জুন : তৃণমূলে যোগদানের ইচ্ছে প্রকাশ করলেন লক্ষণ শেঠ ৷ প্রাক্তন সিপিআইএম সাংসদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে চান ৷

নন্দীগ্রাম কাণ্ডে ‘কুখ্যাত’ প্রাক্তন সাংসদ সিপিআই(এম) থেকে বহিষ্কৃত হন ৷ এরপর নিজেই ভারত নির্মাণ নামে একটি রাজনৈতিক দলের সূচনা করেন । এর কিছু পরে বিজেপিতে যোগ দেন । 2019 সালে কংগ্রেসে যোগদান করেন ৷ তমলুক লোকসভায় কংগ্রেসের প্রার্থীও হন লক্ষ্মণ চন্দ্র শেঠ । এবার তৃণমূলে যোগদানের ইচ্ছে প্রকাশ করলেন সেই লক্ষ্মণ শেঠ ৷

শুনুন কী বললেন লক্ষ্মণ শেঠ

আরও পড়ুন: কংগ্রেসে যোগ দিলেন লক্ষ্মণ শেঠ

এদিন লক্ষ্মণ শেঠ বলেন, "প্রকাশ্যে বলছি তৃণমূলে যোগ দিতে চাই ৷ অবশ্যই এটা তাদের উপরে নির্ভর করছে ৷ প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখব ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামিল হতে চাই আমি ৷ সার্বিক উন্নয়নের স্বার্থেই তৃণমূলে যোগ দিতে চাই ।"

লক্ষ্মণ আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যাঁর কাছে বিজেপির উচ্চস্তরের নেতারাও ব্যর্থ হয়েছেন । বিজেপিতে গণতন্ত্র নেই ৷ কংগ্রেস প্রাসঙ্গিকতা হারিয়েছে, অন্তত এরাজ্যে । তাই এদের প্রত্যাখ্যান করেছি । "

তমলুক, 3 জুন : তৃণমূলে যোগদানের ইচ্ছে প্রকাশ করলেন লক্ষণ শেঠ ৷ প্রাক্তন সিপিআইএম সাংসদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে চান ৷

নন্দীগ্রাম কাণ্ডে ‘কুখ্যাত’ প্রাক্তন সাংসদ সিপিআই(এম) থেকে বহিষ্কৃত হন ৷ এরপর নিজেই ভারত নির্মাণ নামে একটি রাজনৈতিক দলের সূচনা করেন । এর কিছু পরে বিজেপিতে যোগ দেন । 2019 সালে কংগ্রেসে যোগদান করেন ৷ তমলুক লোকসভায় কংগ্রেসের প্রার্থীও হন লক্ষ্মণ চন্দ্র শেঠ । এবার তৃণমূলে যোগদানের ইচ্ছে প্রকাশ করলেন সেই লক্ষ্মণ শেঠ ৷

শুনুন কী বললেন লক্ষ্মণ শেঠ

আরও পড়ুন: কংগ্রেসে যোগ দিলেন লক্ষ্মণ শেঠ

এদিন লক্ষ্মণ শেঠ বলেন, "প্রকাশ্যে বলছি তৃণমূলে যোগ দিতে চাই ৷ অবশ্যই এটা তাদের উপরে নির্ভর করছে ৷ প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখব ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামিল হতে চাই আমি ৷ সার্বিক উন্নয়নের স্বার্থেই তৃণমূলে যোগ দিতে চাই ।"

লক্ষ্মণ আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যাঁর কাছে বিজেপির উচ্চস্তরের নেতারাও ব্যর্থ হয়েছেন । বিজেপিতে গণতন্ত্র নেই ৷ কংগ্রেস প্রাসঙ্গিকতা হারিয়েছে, অন্তত এরাজ্যে । তাই এদের প্রত্যাখ্যান করেছি । "

Last Updated : Jun 3, 2021, 9:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.