ETV Bharat / state

Subhendu Adhikari asked Left Support: তৃণমূলকে রুখতে সিপিএমের সঙ্গ চাইলেন শুভেন্দু - সিপিএম-এর সমর্থন চান শুভেন্দু

খেজুরিতে 'হার্মাদ মুক্তি দিবস' পালনের কর্মসূচিতে সিপিএমকে পাশে চাইলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari asked Left Supprot)৷ তৃণমূলকে উৎখাত করতে একযোগে লড়াই করার জন্য খোলা প্রস্তাব দিলেন তিনি ৷

khejuri-subhendu-adhikari-asked-left-parties-to-join-hands-with-bjp-to-fight-jointly-against-tmc
তৃণমূলকে রুখতে সিপিএম-এর সঙ্গ চাইলেন শুভেন্দু
author img

By

Published : Nov 24, 2021, 5:28 PM IST

খেজুরি, 24 নভেম্বর: আজ থেকে 11 বছর আগে তৃণমূলের কান্ডারি হয়ে 'সিপিএমকে খেজুরি থেকে তাড়ানোর' গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari asked Left Support) ৷ এত বছর ধরে তৃণমূলে থেকে তিনি সেই দিনটিকে হার্মাদ তাড়াও দিবস হিসেবে পালনও করে এসেছেন ৷ আজ সেই দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee News) দলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সিপিএমকে সঙ্গে থাকার আহ্বান জানালেন বর্তমানে বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari at Khejuri)৷ বামেদের (BJP Left Alliance Proposal) প্রতি তাঁর খোলা আহ্বান, "আসুন একসঙ্গে তৃণমূলকে উৎখাত করি ৷"

2010 সালের 24 নভেম্বর খেজুরির কামারদা বাজার থেকে 'সিপিএমের হার্মাদদের তাড়ানোর' দিনটিকে স্মরণে রাখতে, এই দিনটিতে হার্মাদ মুক্তি দিবস হিসেবে পালন করে তৃণমূল । আগে এই উপলক্ষে তৃণমূলের কর্মসূচিতে নেতৃত্ব দিতেন শুভেন্দু অধিকারী ।‌ আর এখন তৃণমূলের প্রাক্তন নেতা শুভেন্দু অধিকারী বিজেপিতে । যদিও এই দিনে এ বারও পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সভা করলেন তিনি ৷ তবে এই সভায় তাঁদের মূল প্রতিবাদ রাজ্যের রাজনৈতির হিংসার বিরুদ্ধে ৷

গণতন্ত্র রক্ষার দাবি তুলে আজ খেজুরি বিধানসভার দক্ষিণ কুণ্ঠা থেকে ধোবাপুকুর পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী ৷ এরপর ধোবাপুকুরে একটি সভা করেন তিনি । সেই সভা থেকেই সরাসরি সিপিএমকে সঙ্গে থাকার আহ্বানে জানান বিরোধী দলনেতা ৷ তিনি বলেন, "আমার বহু সিপিএম বন্ধু শান্তনুকে জেতানোর কাজে সাহায্য করেছে ৷ সিপিএমের সবাই খারাপ নয় ৷ বামপন্থীদের বলব, আগে আসুন, এই তোলামূল, এই জেহাদিদের পার্টিকে আমরা আগে পরিষ্কার করি ৷" তৃণমূলের সরকার 100 দিনের কাজ, প্রধানমন্ত্রীর আবাস যোজনা এমনকী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েও দুর্নীতি করছে বলে অভিযোগ করেন শুভেন্দু ৷

আরও পড়ুন: Dilip Ghosh on CBI Enquiry : তৃণমূল কর্মীদেরই রাজ্য পুলিশে আস্থা নেই, দাবি দিলীপের

ত্রিপুরা প্রসঙ্গেও এ দিন সরব হন নন্দীগ্রামের বিধায়ক ৷ তাঁর কথায়, "ওরা বলছে, ত্রিপুরায় নাকি গণতন্ত্র নেই ৷ এখানে 2018 সালে পঞ্চায়েতে 34 শতাংশ আসনে প্রার্থী দিতে দেওয়া হয়নি ৷ ত্রিপুরায় বিপ্লব দেব ভদ্রলোক বলেই, সেখানে বিজেপি উদারবাদী বলেই 51টি আসনে প্রার্থী দিতে পেরেছে তৃণমূল ৷ ত্রিপুরায় জঙ্গলরাজের কথা বলছে ওরা, তাহলে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক সন্ত্রাস চলছে, তাহলে একে কী বলবেন ? ওটা যদি জঙ্গল হয়, তবে এটা জঞ্জাল ৷"

আরও পড়ুন: BJP Road Block at Khejuri: শুভেন্দুর সভার পরই বিধায়কের ভাইকে অপহরণের অভিযোগ, খেজুরিতে অবরোধ বিজেপির

আজকের দিনটি পালনের কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘2010 সালে সশস্ত্র দুষ্কৃতীরা খেজুরি দখল করেছিল ৷ তাদের থেকে খেজুরি দখলমুক্ত করাকে পালন করতেই আজকের এই দিন ৷’’ তাৎপর্যপূর্ণভাবে এ প্রসঙ্গে সশস্ত্র দুষ্কৃতীর কথা বললেও সিপিএমের নাম মুখে আনেননি তিনি ৷ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে লড়াই জোরদার করতে শুভেন্দু সরাসরি সিপিএমের সঙ্গ চাওয়ায় তা নিয়ে শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ সিপিএমের সাহচর্যেই বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিকের জয় এসেছিল বলেও খোলাখুলি স্বীকার করে নেন বিরোধী দলনেতা ৷ 'মোদি-দিদির আঁতাত' নিয়ে সরব হওয়া বামেরা যদিও এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি ৷

আরও পড়ুন: Kunal Ghosh on Tripura Civic Polls: কাল ত্রিপুরায় পৌরভোট, সকাল সকাল ভোট দেওয়ার আর্জি কুণালের

খেজুরি, 24 নভেম্বর: আজ থেকে 11 বছর আগে তৃণমূলের কান্ডারি হয়ে 'সিপিএমকে খেজুরি থেকে তাড়ানোর' গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari asked Left Support) ৷ এত বছর ধরে তৃণমূলে থেকে তিনি সেই দিনটিকে হার্মাদ তাড়াও দিবস হিসেবে পালনও করে এসেছেন ৷ আজ সেই দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee News) দলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সিপিএমকে সঙ্গে থাকার আহ্বান জানালেন বর্তমানে বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari at Khejuri)৷ বামেদের (BJP Left Alliance Proposal) প্রতি তাঁর খোলা আহ্বান, "আসুন একসঙ্গে তৃণমূলকে উৎখাত করি ৷"

2010 সালের 24 নভেম্বর খেজুরির কামারদা বাজার থেকে 'সিপিএমের হার্মাদদের তাড়ানোর' দিনটিকে স্মরণে রাখতে, এই দিনটিতে হার্মাদ মুক্তি দিবস হিসেবে পালন করে তৃণমূল । আগে এই উপলক্ষে তৃণমূলের কর্মসূচিতে নেতৃত্ব দিতেন শুভেন্দু অধিকারী ।‌ আর এখন তৃণমূলের প্রাক্তন নেতা শুভেন্দু অধিকারী বিজেপিতে । যদিও এই দিনে এ বারও পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সভা করলেন তিনি ৷ তবে এই সভায় তাঁদের মূল প্রতিবাদ রাজ্যের রাজনৈতির হিংসার বিরুদ্ধে ৷

গণতন্ত্র রক্ষার দাবি তুলে আজ খেজুরি বিধানসভার দক্ষিণ কুণ্ঠা থেকে ধোবাপুকুর পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী ৷ এরপর ধোবাপুকুরে একটি সভা করেন তিনি । সেই সভা থেকেই সরাসরি সিপিএমকে সঙ্গে থাকার আহ্বানে জানান বিরোধী দলনেতা ৷ তিনি বলেন, "আমার বহু সিপিএম বন্ধু শান্তনুকে জেতানোর কাজে সাহায্য করেছে ৷ সিপিএমের সবাই খারাপ নয় ৷ বামপন্থীদের বলব, আগে আসুন, এই তোলামূল, এই জেহাদিদের পার্টিকে আমরা আগে পরিষ্কার করি ৷" তৃণমূলের সরকার 100 দিনের কাজ, প্রধানমন্ত্রীর আবাস যোজনা এমনকী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েও দুর্নীতি করছে বলে অভিযোগ করেন শুভেন্দু ৷

আরও পড়ুন: Dilip Ghosh on CBI Enquiry : তৃণমূল কর্মীদেরই রাজ্য পুলিশে আস্থা নেই, দাবি দিলীপের

ত্রিপুরা প্রসঙ্গেও এ দিন সরব হন নন্দীগ্রামের বিধায়ক ৷ তাঁর কথায়, "ওরা বলছে, ত্রিপুরায় নাকি গণতন্ত্র নেই ৷ এখানে 2018 সালে পঞ্চায়েতে 34 শতাংশ আসনে প্রার্থী দিতে দেওয়া হয়নি ৷ ত্রিপুরায় বিপ্লব দেব ভদ্রলোক বলেই, সেখানে বিজেপি উদারবাদী বলেই 51টি আসনে প্রার্থী দিতে পেরেছে তৃণমূল ৷ ত্রিপুরায় জঙ্গলরাজের কথা বলছে ওরা, তাহলে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক সন্ত্রাস চলছে, তাহলে একে কী বলবেন ? ওটা যদি জঙ্গল হয়, তবে এটা জঞ্জাল ৷"

আরও পড়ুন: BJP Road Block at Khejuri: শুভেন্দুর সভার পরই বিধায়কের ভাইকে অপহরণের অভিযোগ, খেজুরিতে অবরোধ বিজেপির

আজকের দিনটি পালনের কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘2010 সালে সশস্ত্র দুষ্কৃতীরা খেজুরি দখল করেছিল ৷ তাদের থেকে খেজুরি দখলমুক্ত করাকে পালন করতেই আজকের এই দিন ৷’’ তাৎপর্যপূর্ণভাবে এ প্রসঙ্গে সশস্ত্র দুষ্কৃতীর কথা বললেও সিপিএমের নাম মুখে আনেননি তিনি ৷ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে লড়াই জোরদার করতে শুভেন্দু সরাসরি সিপিএমের সঙ্গ চাওয়ায় তা নিয়ে শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ সিপিএমের সাহচর্যেই বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিকের জয় এসেছিল বলেও খোলাখুলি স্বীকার করে নেন বিরোধী দলনেতা ৷ 'মোদি-দিদির আঁতাত' নিয়ে সরব হওয়া বামেরা যদিও এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি ৷

আরও পড়ুন: Kunal Ghosh on Tripura Civic Polls: কাল ত্রিপুরায় পৌরভোট, সকাল সকাল ভোট দেওয়ার আর্জি কুণালের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.