কেশপুর, 16 ডিসেম্বর: কন্যাশ্রী ক্লাবের (Kanyashree Club Stops Child Marriage) তৎপরতায় নাবালিকা সহপাঠীকে নিজেদের স্কুলে ফিরিয়ে আনল ছাত্রীরা । যদিও এই ঘটনায় তৎপর হয়েছে প্রশাসনের আধিকারিকবৃন্দও । সঠিক বয়স না হলে বিয়ে দেওয়া যাবে না, এই মর্মে তাঁরা মুচলেকা লিখিয়ে নিয়েছেন ওই ছাত্রীর বাবা-মাকে দিয়ে ৷ এই ঘটনায় খুশি স্কুলের ছাত্রীরা ।
কেশপুরে (West Midnapore News) গোলাড় সুশীলা বিদ্যাপীঠের অষ্টম শ্রেণির ছাত্রীকে গতকাল বিয়ে দেন তার বাবা-মা ৷ এই ঘটনা চাউর হতেই ওই স্কুলের কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা তাদের সহপাঠীর খোঁজে প্রথমে তার বাড়িতে উপস্থিত হয় । কিন্তু পরিবার সূত্রে তারা জানতে পারে যে, তাদের সহপাঠীকে পাঠিয়ে দেওয়া হয়েছে তার মাসির বাড়িতে । এরপরই এই ক্লাবের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারে, এক কিলোমিটার দূরে ওই যুবকের বাড়িতে রয়েছে তাদের বান্ধবী । গতকাল তার বিয়ে হয়েছে বলে খবর মেলে ।
এরপরই তারা ওই যুবকের বাড়িতে ঘেরাও করে । তারা তাদের সহপাঠীকে স্কুলে ফেরত নিয়ে যাওয়ার দাবি জানায় । এই ঘটনায় তড়িঘড়ি ওই যুবকের পরিবার কন্যাকে পাঠিয়ে দেয় তার বাপের বাড়িতে । এরপরই কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা তাদের সহপাঠীকে ইউনিফর্ম পরিয়ে স্কুলে নিয়ে আসে । এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায় । পুলিশ এবং আধিকারিকরা সেখানে ছুটে যান । তাঁরা ওই ছাত্রীর বাবা-মায়ের কাছে মুচলেকা লিখিয়ে নেন যে, সাবালিকা না হওয়া পর্যন্ত কোনও মতেই তাকে বিয়ে দেওয়া যাবে না । এলাকার বিডিওর তৎপরতা এবং কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের সহযোগিতায় ছাত্রী ফেরে নিজের স্কুলে ।
আরও পড়ুন: বিয়ে রুখে নাবালিকাকে পুনরায় স্কুলে ফেরত পাঠাল সহপাঠীরা
যদিও এ দিন ছাত্রী নিজে জানায়, "মা-বাবা বিয়ে দেবে বলে ঠিক করায় আমি চলে গিয়েছিলাম মাসির বাড়িতে । কিন্তু পরে বুঝতে পারি এবং আমি স্কুলে যাব বলেই ফিরে এসেছি ।" যদিও কেশপুরের বিডিও পিয়ালী কুইলা বলেন, "আমরা ছাত্রীর বাবা-মাকে বুঝিয়েছি এবং তাঁদেরকে মুচলেকা লেখানো হয়েছে যাতে মেয়ের সঠিক বয়স না হওয়া পর্যন্ত কোনওভাবে বিয়ে না দেওয়া হয় । আমরা এই নিয়ে এলাকায় সচেতনতা ক্যাম্প করছি এবং মানুষকে বোঝাচ্ছি ।"
অন্যদিকে, ছাত্রীর বাবা জানিয়েছেন, "আমরা মেয়েকে বিয়ে দিইনি, এটা মিথ্যা রটনা করা হয়েছে । মেয়ে মাসির বাড়ি গিয়েছিল ।" যদিও স্কুলের শিক্ষিকা লিপিকা দাস বলেন, "এটা কন্যাশ্রী ক্লাবের সাফল্য । এর আগে একাধিকবার এ রকম নাবালিকার বিয়ে আটকেছে ওরা । ওরা বিভিন্ন জায়গায় এর জন্য সাধুবাদও পেয়েছে । সকল কন্যাশ্রী ক্লাবের সদস্যদের অশেষ ধন্যবাদ জানাই ।"