কাঁথি (পূর্ব মেদিনীপুর), 12 অগস্ট : আন্তঃরাজ্য বাইক চুরি চক্রের (Inter State Bike Theft Gang) 3 দুষ্কৃতীকে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ ৷ সেইসঙ্গে মোট 10টি বাইক উদ্ধার করা হয়েছে ৷ ধৃতদের মধ্যে একজন কাঁথি (Kanthi) থানার মাজনা এলাকার বাসিন্দা ৷ বাকি দু’জন ওড়িশার বালেশ্বরের বাসিন্দা ৷ কাঁথির সাতমাইলের সারিয়া এলাকার একটি গ্য়ারেজে চোরাই বাইকের নম্বর প্লেট বদল করা হচ্ছিল ৷ সেই খবর পেয়ে হানা দিয়ে ওই 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তবে, গ্যারেজের মালিক সেখান থেকে পালিয়ে যায় ৷
পুলিশ সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই কাঁথি শহর এবং শহরতলীর বিভিন্ন এলাকা থেকে একের পর এক বাইক চুরির ঘটনা ঘটছিল ৷ বাইক চুরির ওই চক্রকে ধরতে রীতিমত বেগ পেতে হচ্ছিল পুলিশ প্রশাসনকে ৷ বুধবার গোপন সূত্রে পুলিশ জানতে পারে কাঁথির সাতমাইল এলাকার সারিয়াতে একটি গ্যারেজে চুরি করা বাইকের নম্বর প্লেট বদলের কাজ হচ্ছে ৷ সেই মতো কাঁথি থানার একটি দল সেখানে হানা দেয় ৷ পুলিশ দেখে সেখান থেকে গ্যারেজের মালিক পালিয়ে যায় ৷ কিন্তু, পুলিশের জালে ধরে পড়ে 3 বাইক চোর ৷
আর পড়ুন : লেকটাউনে বাইক চুরি চক্রের হদিশ , গ্রেফতার 3
জানা গিয়েছে, ওই গ্যারেজে সম্প্রতি কাঁথি এলাকায় চুরি যাওয়া 3টি বাইকের নম্বর প্লেট বদলানোর কাজ চলছিল ৷ ওই বাইকগুলিকে পুলিশ বাজেয়াপ্ত করার পাশাপাশি 3 অভিযুক্তকে গ্রেফতার করে ৷ তাদের পরবর্তী সময়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, এটি একটি আন্তঃরাজ্য বাইক পাচার চক্র ৷ ধৃতদের মধ্যে একজন কাঁথির মাজনা এলাকার বাসিন্দা এবং বাকি দু’জন শেখ কামালউদ্দিন এবং বাপন দাসের বাড়ি ওড়িশার বালেশ্বরের সুনটে ৷ ধৃতদের গতকালই কাঁথি আদালতে তোলা হয় ৷ সেখানে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়েছে ৷ ধৃতদের জেরা করে চক্রের বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ ৷