ETV Bharat / state

BJP কেমন বিরোধী পৌর নির্বাচনে বুঝতে পারবে তৃণমূল : দিলীপ - how strong opponant is BJP TMC will understand said Dilip Ghosh

BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, 2018 পঞ্চায়েত নির্বাচনের সময় প্রস্তুতি নিতে দেরি হয়েছিল ৷ কিন্তু আসন্ন পৌর নির্বাচনের জন্য প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ৷ যে রকম পরিস্থিতিই হোক লড়াই করবে BJP ৷

Dilip Ghosh
দিলীপ ঘোষ
author img

By

Published : Feb 16, 2020, 5:55 PM IST

তমলুক, 16 ফেব্রুয়ারি : পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি হতে দেবেন না পৌর নির্বাচনে ৷ আত্মবিশ্বাসের সঙ্গে একথা বললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ আজ পূর্ব মেদিনীপুরের তমলুকে সাংগঠনিক জেলা কমিটির বর্ধিত সভায় এসেছিলেন তিনি ৷

সভা শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হন ৷ পঞ্চায়েত ভোটের মতো যদি পৌরসভা নির্বাচনে BJP-কে প্রার্থী দিতে বাধা দেওয়া হয় সেক্ষেত্রে কী করবে দল ? উত্তরে দিলীপবাবু বলেন, "তখন (পঞ্চায়েত নির্বাচনে) আমরা আশাও করতে পারিনি যে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না ৷ মনোনয়ন জমা দিতে দেওয়া হবে না ৷ তাই প্রস্তুতি নিতে একটু দেরি হয়ে গেছিল ৷ এবার আমরা সব রকমভাবে প্রস্তুত রয়েছি ৷ যে রকম পরিস্থিতি হবে সেরকম লড়াই আমরা করব ৷ " এরপর আসন্ন পৌর নির্বাচন প্রসঙ্গে দিলীপবাবু বলেন, "সারা রাজ্যে প্রায় 120 টি পৌরসভায় নির্বাচন হবে ৷ তার প্রস্তুতি চলছে ৷ বৈঠকও হয়ে গেছে ৷ পরিকল্পনা চলছে ৷ কর্মীরাও কাজে নেমে পড়েছেন ৷ যে সমস্ত জায়গায় সাংগঠনিক দুর্বলতা ছিল সেগুলি আমরা ঠিক করার চেষ্টা করছি ৷ পুরো শক্তি দিয়ে লড়াই করব ৷ TMC বুঝতে পারবে BJP কীরকম বিরোধী ৷ "

আসন্ন পৌরনির্বাচনের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে জানালেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

রাজ্যের বিভিন্ন জায়গায় দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার প্রসঙ্গে দিলীপবাবু বলেন, "BJP-র অগ্রগতি রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে কোনওভাবেই TMC আটকাতে পারছে না ৷ গুন্ডা দিয়ে বা পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে সে জন্য হাজার হাজার কেস আমাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে ৷ যেখানে আমরা উপস্থিত নেই সেখানেও আমাদের নামে কেস দেওয়া হচ্ছে ৷ আমরা এর বিরুদ্ধে লড়াই করে এত দূর এগিয়েছি ৷ বাকিটাও সবরকম বাধা দূর করে এগোবো ৷ পশ্চিমবাংলার রাজনীতির পরিবর্তন করব ৷ "

দিল্লিতে মুখ্যমন্ত্রী পদে কেজরিওয়ালের শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি ৷ এ প্রসঙ্গে দিলীপবাবু বলেন, "দিদির ভাই দিদিকে ডাকেননি ৷ যাঁর জন্য দিদিমণি কালীঘাটে পুজো দিলেন ৷ AAP যাতে জিতে যায় দিল্লিতে তারজন্য উপবাস করলেন ৷ জিতল ৷ কিন্তু সেই ভাই কি না দিদিকে ভুলে গেলেন ৷ এটাই হল রাজনীতি ৷ যাঁদের নেতৃত্ব দিয়ে সর্বভারতীয় নেত্রী হবেন বলে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁরা তাঁকে পাত্তাই দিচ্ছেন না ৷ সেজন্য আমার মনে হয় উনি মেট্রোর উদ্বোধনে ডাক না পেয়ে যত কষ্ট পেয়েছেন, দিল্লিতে ডাক না পেয়ে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছেন ৷ "

আগামীকাল রাজ্যের মন্ত্রীদের সাথে রাজ্যপালের বৈঠক প্রসঙ্গে দিলীপবাবু বলেন, "রাজ্যপালের সাথে মন্ত্রীদের ভালো সম্পর্ক হোক ৷ তাতে রাজ্যের উন্নতি হবে । রাজ্যের সংবিধানিক প্রধানকে অপমান করে এখানে ভালো শাসন হবে তা কখনও সম্ভব নয় । যারা নিজেরা এধরনের অসৌজন্যের রাজনীতি করে, তারা অন্যের কাছ থেকে সম্মান চাইছে, এটাও ঠিক না ।"

তমলুক, 16 ফেব্রুয়ারি : পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি হতে দেবেন না পৌর নির্বাচনে ৷ আত্মবিশ্বাসের সঙ্গে একথা বললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ আজ পূর্ব মেদিনীপুরের তমলুকে সাংগঠনিক জেলা কমিটির বর্ধিত সভায় এসেছিলেন তিনি ৷

সভা শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হন ৷ পঞ্চায়েত ভোটের মতো যদি পৌরসভা নির্বাচনে BJP-কে প্রার্থী দিতে বাধা দেওয়া হয় সেক্ষেত্রে কী করবে দল ? উত্তরে দিলীপবাবু বলেন, "তখন (পঞ্চায়েত নির্বাচনে) আমরা আশাও করতে পারিনি যে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না ৷ মনোনয়ন জমা দিতে দেওয়া হবে না ৷ তাই প্রস্তুতি নিতে একটু দেরি হয়ে গেছিল ৷ এবার আমরা সব রকমভাবে প্রস্তুত রয়েছি ৷ যে রকম পরিস্থিতি হবে সেরকম লড়াই আমরা করব ৷ " এরপর আসন্ন পৌর নির্বাচন প্রসঙ্গে দিলীপবাবু বলেন, "সারা রাজ্যে প্রায় 120 টি পৌরসভায় নির্বাচন হবে ৷ তার প্রস্তুতি চলছে ৷ বৈঠকও হয়ে গেছে ৷ পরিকল্পনা চলছে ৷ কর্মীরাও কাজে নেমে পড়েছেন ৷ যে সমস্ত জায়গায় সাংগঠনিক দুর্বলতা ছিল সেগুলি আমরা ঠিক করার চেষ্টা করছি ৷ পুরো শক্তি দিয়ে লড়াই করব ৷ TMC বুঝতে পারবে BJP কীরকম বিরোধী ৷ "

আসন্ন পৌরনির্বাচনের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে জানালেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

রাজ্যের বিভিন্ন জায়গায় দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার প্রসঙ্গে দিলীপবাবু বলেন, "BJP-র অগ্রগতি রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে কোনওভাবেই TMC আটকাতে পারছে না ৷ গুন্ডা দিয়ে বা পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে সে জন্য হাজার হাজার কেস আমাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে ৷ যেখানে আমরা উপস্থিত নেই সেখানেও আমাদের নামে কেস দেওয়া হচ্ছে ৷ আমরা এর বিরুদ্ধে লড়াই করে এত দূর এগিয়েছি ৷ বাকিটাও সবরকম বাধা দূর করে এগোবো ৷ পশ্চিমবাংলার রাজনীতির পরিবর্তন করব ৷ "

দিল্লিতে মুখ্যমন্ত্রী পদে কেজরিওয়ালের শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি ৷ এ প্রসঙ্গে দিলীপবাবু বলেন, "দিদির ভাই দিদিকে ডাকেননি ৷ যাঁর জন্য দিদিমণি কালীঘাটে পুজো দিলেন ৷ AAP যাতে জিতে যায় দিল্লিতে তারজন্য উপবাস করলেন ৷ জিতল ৷ কিন্তু সেই ভাই কি না দিদিকে ভুলে গেলেন ৷ এটাই হল রাজনীতি ৷ যাঁদের নেতৃত্ব দিয়ে সর্বভারতীয় নেত্রী হবেন বলে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁরা তাঁকে পাত্তাই দিচ্ছেন না ৷ সেজন্য আমার মনে হয় উনি মেট্রোর উদ্বোধনে ডাক না পেয়ে যত কষ্ট পেয়েছেন, দিল্লিতে ডাক না পেয়ে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছেন ৷ "

আগামীকাল রাজ্যের মন্ত্রীদের সাথে রাজ্যপালের বৈঠক প্রসঙ্গে দিলীপবাবু বলেন, "রাজ্যপালের সাথে মন্ত্রীদের ভালো সম্পর্ক হোক ৷ তাতে রাজ্যের উন্নতি হবে । রাজ্যের সংবিধানিক প্রধানকে অপমান করে এখানে ভালো শাসন হবে তা কখনও সম্ভব নয় । যারা নিজেরা এধরনের অসৌজন্যের রাজনীতি করে, তারা অন্যের কাছ থেকে সম্মান চাইছে, এটাও ঠিক না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.