তমলুক, 12 এপ্রিল : পূর্ব মেদিনীপুর জেলায় নতুন করে আরও পাঁচজন কোরোনা আক্রান্তের হদিস মিলল । তাঁরা প্রত্যেকেই তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের বাসিন্দা । গতকাল গভীর রাতে তাঁদের সোয়াব নমুনার রিপোর্ট স্বাস্থ্য বিভাগের হাতে এসেছে । যাতে কোরোনা পজ়িটিভ উল্লেখ রয়েছে । আজ তাঁদের পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হবে ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, 31 মার্চ তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের একটি গ্রামের পান ব্যবসায়ী বছর আশির বৃদ্ধ প্রথম কোরোনায় আক্রান্ত হন । এরপর একে একে আক্রান্ত হন তাঁর পরিবারের চার সদস্য । বৃহস্পতিবার এই পরিবারেরই আরও পাঁচজন সদস্যের শরীরে কোরোনার উপসর্গ দেখা দেয় । তাঁদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের আইসোলেশন বিভাগে রাখা হয় । ওইদিন রাতেই তাঁদের সোয়াব সংগ্রহ করে কলকাতায় পাঠানো হয় । গতকাল তাঁদের রিপোর্টে কোরোনা পজ়িটিভ মিলেছে ।
এই নতুন পাঁচজন আক্রান্তের মধ্যে দু'জন যুবক, একজন মহিলা ও দুই শিশু রয়েছে । মনে করা হচ্ছে, কোরোনায় আক্রান্ত বৃদ্ধর থেকেই সংক্রমিত হয়েছেন সকলে । এই নিয়ে পরিবারটিতে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 10 । সেইসঙ্গে শুধু তমলুকেই আক্রান্তের সংখ্যা দাঁড়াল 13 -তে । এছাড়া জেলার হলদিয়া ও এগরা শহরের আরও পাঁচ ও দু'জন আক্রান্তকে নিয়ে জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 20 ।
তমলুকে কোরোনা সংক্রমণ রুখতে জেলা প্রশাসনের তরফে সিল করে দেওয়া হয়েছে দু'টি গ্রামকে ।
পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার শচীন্দ্রনাথ রজক জানিয়েছেন, বৃহস্পতিবার তমলুকের কোরোনা আক্রান্ত বৃদ্ধর পরিবারের যে পাঁচ সদস্যের সোয়াব কলকাতায় টেস্টের জন্য পাঠানো হয়েছিল গতরাতে তার রিপোর্ট এসেছে আমাদের হাতে । তাতে তাঁদের প্রত্যেকেরই কোরোনা পজ়িটিভ এসেছে । আজ আক্রান্তদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে আইসোলেশন বিভাগ থেকে পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হবে ।