পাঁশকুড়া , 11 অক্টোবর: আগুনে পুড়ে গেল পাঁশকুড়ার একটি প্লাস্টিকের দানা তৈরির কারখানার গুদাম । গভীর রাতে হঠাৎই আগুন লাগে গুদামে । মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে । পরে দমকলের দু'টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । পুলিশের প্রাথমিক অনুমান , শটসার্কিট থেকে আগুন লেগেছে গুদামে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর ধরে পাঁশকুড়ার জিয়াদা এলাকায় ফেলে দেওয়া প্লাস্টিক থেকে প্লাস্টিকের দানা তৈরির একটি কারখানা চলত । 16 নম্বর জাতীয় সড়কের অদূরে থাকা ওই কারখানায় যে দানা উৎপাদন হত তা দিয়েই নতুন প্লাস্টিকের আসবাবপত্র তৈরি হত । রাত বারোটা নাগাদ হঠাৎ-ই কারখানার গুদামে আগুন লাগে । প্রচুর পরিমাণে দাহ্য প্লাস্টিক মজুদ থাকায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায় কারখানার উপর দিয়ে যাওয়া হাইটেনশন 11000 ভোল্টের ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে নিচে । জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের যান চলাচল বন্ধ হয়ে যায় । পরে পাঁশকুড়া থানার পুলিশ ও তমলুক থেকে আসা দমকলের ইঞ্জিনের ঘণ্টা দু'য়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । কারখানার মালিকের দাবি , প্রায় পনেরো থেকে কুড়ি লাখ টাকার জিনিসপত্র ভস্মীভূত হয়েছে ।
কারখানার মালিক হাবিবুল মল্লিক জানিয়েছেন , "গতকাল বিকেল পাঁচটা নাগাদ কারখানা বন্ধ করে সমস্ত কর্মীরা বাড়ি চলে গিয়েছিল । তারপর থেকে গোডাউন বন্ধ ছিল । কীভাবে রাতে আগুন লাগল বুঝে উঠতে পারছি না । মজুত থাকা সমস্ত সামগ্রী ভস্মীভূত হয়ে গিয়েছে । আনুমানিক প্রায় পনেরো থেকে কুড়ি লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।"
পাঁশকুড়া থানার OC অজয় কুমার মিশ্র জানিয়েছেন , প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শটসার্কিট থেকেই গুদাম ঘরে আগুন লেগেছে । প্লাস্টিক দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক । ঘটনার তদন্ত চলছে ।