ETV Bharat / state

হলদিয়ায় জাহাজ থেকে কয়লা তোলার সময় ক্রেনে আগুন - coal

জাহাজ থেকে কয়লা তোলার সময় সকাল সাড়ে 9টা নাগাদ আগুন লাগে হলদিয়া ডক কমপ্লেক্সের 13 নম্বর বার্থে থাকা একটি ক্রেনে ।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Apr 27, 2019, 10:21 AM IST

Updated : Apr 28, 2019, 10:12 AM IST

হলদিয়া , 27 এপ্রিল : জাহাজ থেকে কয়লা তোলার সময় আগুন লাগল হলদিয়া ডক কমপ্লেক্সের 13 নম্বর বার্থে থাকা একটি ক্রেনে । সকাল সাড়ে 9টা নাগাদ আগুন লাগে । দমকলের দশটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিকভাবে মনে করছেন দমকল কর্মীরা ।

ঘটনাস্থানের ভিডিয়ো

আজ সকালে অত্যানুধিক মোবাইল হার্ভার ক্রেনের সাহায্যে জাহাজ থেকে কয়লা তোলা হচ্ছিল । সেই সময় আচমকাই তাতে আগুন লেগে যায় । দমকলে খবর দিলে প্রথমে চারটি ইঞ্জিন আসে তারপরও আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও ছ'টি ইঞ্জিন আনা হয় । এই ঘটনায় মারা গেছেন উত্তরপ্রদেশের এক বাসিন্দা দ্রাভিন রাই (29) । ওই মোবাইল হার্ভার ক্রেনটি আড়াই কোটি টাকার ছিল বলে জানা গেছে । তবে, ক্ষয়ক্ষতির মোট পরিমাণ এখনও জানা যায়নি ।

হলদিয়া , 27 এপ্রিল : জাহাজ থেকে কয়লা তোলার সময় আগুন লাগল হলদিয়া ডক কমপ্লেক্সের 13 নম্বর বার্থে থাকা একটি ক্রেনে । সকাল সাড়ে 9টা নাগাদ আগুন লাগে । দমকলের দশটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিকভাবে মনে করছেন দমকল কর্মীরা ।

ঘটনাস্থানের ভিডিয়ো

আজ সকালে অত্যানুধিক মোবাইল হার্ভার ক্রেনের সাহায্যে জাহাজ থেকে কয়লা তোলা হচ্ছিল । সেই সময় আচমকাই তাতে আগুন লেগে যায় । দমকলে খবর দিলে প্রথমে চারটি ইঞ্জিন আসে তারপরও আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও ছ'টি ইঞ্জিন আনা হয় । এই ঘটনায় মারা গেছেন উত্তরপ্রদেশের এক বাসিন্দা দ্রাভিন রাই (29) । ওই মোবাইল হার্ভার ক্রেনটি আড়াই কোটি টাকার ছিল বলে জানা গেছে । তবে, ক্ষয়ক্ষতির মোট পরিমাণ এখনও জানা যায়নি ।

sample description
Last Updated : Apr 28, 2019, 10:12 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.