পূর্ব মেদিনীপুর, 23 ফেব্রুয়ারি : রাতের অন্ধকারে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ও মহিষাদলে আগুনে পুড়ে ছাই হয়ে গেল একাধিক দোকান ৷ সোমবার গভীর রাতে পাঁশকুড়ার ঘটনায়, ওই এলাকার দু’টি কাঠের গোডাউনে আগুন লাগে ৷ সেখান থেকেই আশেপাশের দোকানে সেই আগুন ছড়িয়ে যায় ৷ ঘটনায় দমকলের একটি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ অন্যদিকে, মহিষাদলে সিনেমা মোড়ে একটি গলির ভিতরে কয়েকটি দোকানে আগুন লাগে ৷ সেই ঘটনাতেও দোকানগুলি সম্পূর্ণভাবে জ্বলে গিয়েছে ৷
আরও পড়ুন : মোমো বানাতে গিয়ে পুড়ল বাড়ির একাংশ
পাঁশকুড়ার ঘটনায় দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থানে যায় ৷ তবে, তার আগেই স্থানীয়রা আগুন নেভাতে শুরু করে ৷ যদিও পাঁশকুড়ার নারায়ণদিঘির ওই দোকান ও গোডাউনগুলি আগুনের পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ অপরদিকে মহিষাদলের সিনেমা মোড়ের ঘটনায় স্থানীয় এক বাসিন্দা জানান, রাতের অন্ধকারে হঠাৎই একটি মিষ্টির দোকানে ও গোডাউনে আগুন লাগে এবং পাশে থাকা লন্ড্রির দোকান সহ মোট চারটি দোকান আগুন লাগে ৷ আগুন লাগার ঘটনা জানাজানি হতেই, এলাকার বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগায়। এর পর একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভায় ৷ এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লাখ টাকার উপরে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা ৷ দু’টি ঘটনাতেই শটসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ৷