কাঁথি, 12 মে : বুথের সামনে CRPF জওয়ানরা গ্রামবাসীদের উপর চড়াও হয় বলে অভিযোগ । এনিয়ে বুথের সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । ঘটনাটি কাঁথি লোকসভা কেন্দ্রের মারিশদা থানার কুমিরদার 40 নম্বর বুথের ।
গ্রামবাসীদের অভিযোগ, আজ কাঁথি লোকসভা কেন্দ্রে CRPF জওয়ানরা কোনও কারণ ছাড়াই লাঠিচার্জ করে। এই ঘটনায় কয়েকজন জখম হন । তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে । অভিযোগ, জওয়ানরা মদ খেয়ে চেয়ার, টেবিল ভাঙচুর করে । পাশাপাশি মহিলাদেরও তাড়া করে । ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা । তাঁদের দাবি, CRPF-কে অবিলম্বে না সরালে ভোট বন্ধ থাকবে ।
তৃণমূল কংগ্রেসের সমর্থক রামকান্ত সাঁতরা বলেন, "শান্তিপূর্ণভাবে ভোট চলছিল । আমরা সবাই বুথের থেকে 200 গজ দূরে ছিলাম । বেলা দু'টোর দিকে CRPF-র জওয়ানরা এসে আমাদের চেয়ার টেবিলগুলো লাথি মেরে ফেলে দেয় । সব ভেঙে দেয় । সকাল থেকেই বিভিন্নভাবে আমাদের হেনস্থা করছে । গালাগালি করেছে । ওরা সবাই মদ খেয়ে রয়েছে । ভয়ে কেউ আর ভোট দিতে যাচ্ছে না ।"