ETV Bharat / state

নন্দীগ্রামে কেন্দ্রীয় প্রতিনিধিদল, কান্নায় ভেঙে পড়লেন বিজেপি কর্মীরা

author img

By

Published : May 8, 2021, 7:21 PM IST

Updated : May 8, 2021, 8:52 PM IST

বিগত কয়েকদিন ধরেই বিজেপি কর্মী ও গ্রামবাসীদের ওপর দুষ্কৃতীদের হামলার ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিয়েছে নন্দীগ্রাম 1 নম্বর ও 2 নম্বর ব্লকের একাধিক এলাকা । শতাধিক বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে । আজ কেন্দ্রীয় প্রতিনিধি দল যাবতীয় অভিযোগগুলি খতিয়ে দেখবেন ।

নন্দীগ্রামে কেন্দ্রীয় প্রতিনিধিদল
নন্দীগ্রামে কেন্দ্রীয় প্রতিনিধিদল

নন্দীগ্রাম, 8 মে : ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে নন্দীগ্রামে এলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা ৷ কেন্দ্রীয় প্রতিনিধি দল নন্দীগ্রামে পৌঁছাতেই তাঁদের সামনে কান্নায় ভেঙে পড়লেন বিজেপি কর্মীরা ।

নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের হরিপুর হেলিপ্যাডে হেলিকপ্টার থেকে নামেন তাঁরা । নন্দীগ্রামের বেশ কিছু এলাকা পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব গোবিন্দ মোহনের নেতৃত্বাধীন প্রতিনিধি দল । মূলত কেন্দুমারি সহ যে এলাকাগুলি থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে, সেই সব এলাকা ঘুরে দেখবেন তাঁরা ৷ কথা বলবেন ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মী ও গ্রামবাসীদের সঙ্গে ।

নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা

আরও পড়ুন : স্ট্রংরুমে গেল নন্দীগ্রামের ইভিএম

বিগত কয়েকদিন ধরেই বিজেপি কর্মী ও গ্রামবাসীদের ওপর দুষ্কৃতীদের হামলার ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিয়েছে নন্দীগ্রাম 1 নম্বর ও 2 নম্বর ব্লকের একাধিক এলাকা । শতাধিক বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে । আজ কেন্দ্রীয় প্রতিনিধি দল যাবতীয় অভিযোগগুলি খতিয়ে দেখবেন । কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে মুখে সাদা মাস্ক, সাদা গেঞ্জি পরে রয়েছেন বিজেপির মণ্ডল সভাপতিও ৷

নন্দীগ্রামের ভোট গণনাকালে নাটকীয় মোড় দেখা দিয়েছিল । এক আন্তর্জাতিক সংবাদসংস্থা প্রকাশ করে, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে হারিয়ে নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছেন । আর এই নিয়ে জলঘোলা হতে শুরু করে । বেশ কয়েক ঘন্টার পর আবার অবশ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী জানা যায় শুভেন্দু অধিকারীর প্রাপ্ত ভোটের সংখ্যা বেশি ৷ ফলে শুভেন্দু অধিকারীই নন্দীগ্রামের জয়ী প্রার্থী । এরপর থেকেই নন্দীগ্রামে একের পর এক ভোট পরবর্তী হিংসার খবর প্রকাশ্যে আসতে শুরু করে ৷ বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷

নন্দীগ্রাম, 8 মে : ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে নন্দীগ্রামে এলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা ৷ কেন্দ্রীয় প্রতিনিধি দল নন্দীগ্রামে পৌঁছাতেই তাঁদের সামনে কান্নায় ভেঙে পড়লেন বিজেপি কর্মীরা ।

নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের হরিপুর হেলিপ্যাডে হেলিকপ্টার থেকে নামেন তাঁরা । নন্দীগ্রামের বেশ কিছু এলাকা পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব গোবিন্দ মোহনের নেতৃত্বাধীন প্রতিনিধি দল । মূলত কেন্দুমারি সহ যে এলাকাগুলি থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে, সেই সব এলাকা ঘুরে দেখবেন তাঁরা ৷ কথা বলবেন ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মী ও গ্রামবাসীদের সঙ্গে ।

নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা

আরও পড়ুন : স্ট্রংরুমে গেল নন্দীগ্রামের ইভিএম

বিগত কয়েকদিন ধরেই বিজেপি কর্মী ও গ্রামবাসীদের ওপর দুষ্কৃতীদের হামলার ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিয়েছে নন্দীগ্রাম 1 নম্বর ও 2 নম্বর ব্লকের একাধিক এলাকা । শতাধিক বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে । আজ কেন্দ্রীয় প্রতিনিধি দল যাবতীয় অভিযোগগুলি খতিয়ে দেখবেন । কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে মুখে সাদা মাস্ক, সাদা গেঞ্জি পরে রয়েছেন বিজেপির মণ্ডল সভাপতিও ৷

নন্দীগ্রামের ভোট গণনাকালে নাটকীয় মোড় দেখা দিয়েছিল । এক আন্তর্জাতিক সংবাদসংস্থা প্রকাশ করে, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে হারিয়ে নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছেন । আর এই নিয়ে জলঘোলা হতে শুরু করে । বেশ কয়েক ঘন্টার পর আবার অবশ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী জানা যায় শুভেন্দু অধিকারীর প্রাপ্ত ভোটের সংখ্যা বেশি ৷ ফলে শুভেন্দু অধিকারীই নন্দীগ্রামের জয়ী প্রার্থী । এরপর থেকেই নন্দীগ্রামে একের পর এক ভোট পরবর্তী হিংসার খবর প্রকাশ্যে আসতে শুরু করে ৷ বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷

Last Updated : May 8, 2021, 8:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.