ETV Bharat / state

এগরায় পুকুর থেকে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার - at bolkushda village in egra

বোলকুশদা গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার হয় । ময়নাতদন্তের জন্য মৃতদেহটিকে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ ।

Unidentified woman's body recovered
অজ্ঞাত পরিচয়ের মহিলার দেহ উদ্ধার
author img

By

Published : Feb 12, 2020, 8:43 PM IST

Updated : Feb 12, 2020, 9:11 PM IST

এগরা, 12 ফেব্রুয়ারি : এক অজ্ঞাতপরিচয়ের মহিলার মৃতদেহ উদ্ধার পুকুর থেকে । মৃতার বয়স 45 বছর । এগরা থানার অন্তর্গত বোলকুশদা গ্রামের ঘটনা ।

স্থানীয়রা মৃতদেহ পুকুরে ভাসতে দেখে, এগরা থানায় খবর দেয় । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । এখনও পর্যন্ত মহিলার কোনও পরিচয় জানতে পারেনি পুলিশ ।

এগরা থানার OC রবি গ্রাহিকার বলেন, "ওই মহিলার কোনও পরিচয় আপাতত জানা যায়নি । এখনও পর্যন্ত কেউ মিসিং ডায়েরি করেনি ।" তবে পুলিশের তরফ থেকে অস্বাভাবিক মামলা রুজু করা হয়েছে । তদন্তে নেমেছে পুলিশ ।

এগরা, 12 ফেব্রুয়ারি : এক অজ্ঞাতপরিচয়ের মহিলার মৃতদেহ উদ্ধার পুকুর থেকে । মৃতার বয়স 45 বছর । এগরা থানার অন্তর্গত বোলকুশদা গ্রামের ঘটনা ।

স্থানীয়রা মৃতদেহ পুকুরে ভাসতে দেখে, এগরা থানায় খবর দেয় । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । এখনও পর্যন্ত মহিলার কোনও পরিচয় জানতে পারেনি পুলিশ ।

এগরা থানার OC রবি গ্রাহিকার বলেন, "ওই মহিলার কোনও পরিচয় আপাতত জানা যায়নি । এখনও পর্যন্ত কেউ মিসিং ডায়েরি করেনি ।" তবে পুলিশের তরফ থেকে অস্বাভাবিক মামলা রুজু করা হয়েছে । তদন্তে নেমেছে পুলিশ ।

Last Updated : Feb 12, 2020, 9:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.