ETV Bharat / state

বামেদের বিক্ষোভ ভার্চুয়াল সভার বিরুদ্ধে

অমিত শাহর ভার্চুয়াল সভার বিরুদ্ধে রাস্তায় বামেরা,দেখানো হল বিক্ষোভ।

medinipur
বামেদের বিক্ষোভ ভার্চুয়াল সভার বিরুদ্ধে
author img

By

Published : Jun 9, 2020, 3:39 PM IST



মেদিনীপুর,9 জুন :BJP-র ভার্চুয়াল সভার বিরুদ্ধে রাস্তায় নামল বামেরা ৷ বামেদের অভিযোগ , লকডাউনে জনজীবন যখন বিপর্যস্ত তখন কোটি কোটি টাকা খরচ করে কেন এই ধরনের নির্বাচনী প্রচার শুরু করেছে BJP ৷

BJP-র নেতা কর্মী এবং সমস্ত স্তরের কর্মীদের একজোট হওয়ার বার্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় নেতা অমিত শাহ ডিজিটাল অনলাইন বা ভার্চুয়াল সভা করেন । এই ভার্চুয়াল সভার মাধ্যমে দেশের কোটি কোটি টাকা নষ্ট করছে BJP , এমনই অভিযোগ তোলেন বাম নেতারা । লকডাউন থেকে সুপার সাইক্লোন আমফানের জন্য গোটা রাজ্য বিপর্যস্ত ৷ মানুষ দুবেলা খেতে পারছে না । সেখানে কোটি কোটি টাকা খরচা করে ডিজিটাল ভার্চুয়াল সভা কেন, এই প্রশ্ন তোলে জেলা বাম নেতৃত্ব ৷ এরই প্রতিবাদে এদিন শহরের ব্যস্তবহুল বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে বিক্ষোভ দেখান বাম সমর্থক কর্মীও নেতৃত্ব । এই বিক্ষোভ সমাবেশ থেকে মোদি অমিত শাহর গো ব্যাক স্লোগান দেওয়া হয় । সামাজিক দূরত্ব মেনে মাস্ক বেঁধে বাম নেতাকর্মীরা এই প্রতিবাদ করেন ।

এই বিষয়ে CPI(M) নেতা টোটন বক্সী বলেন," এই মহামারই ও বিপর্যস্ত জনজীবনে যেভাবে কোটি কোটি টাকা খরচা করে এই ধরনের অনলাইন ভার্চুয়াল সমাবেশ করছে বিজেপি তাতে আখেরে সরকারের ক্ষতি । তাই এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ । এগুলো বন্ধ করে মহামারির সময় মানুষের পাশে দাঁড়িয়ে দুমুঠো মুখে অন্ন তুলে দেওয়াই উচিত বলে মনে করছি আমরা ।"








মেদিনীপুর,9 জুন :BJP-র ভার্চুয়াল সভার বিরুদ্ধে রাস্তায় নামল বামেরা ৷ বামেদের অভিযোগ , লকডাউনে জনজীবন যখন বিপর্যস্ত তখন কোটি কোটি টাকা খরচ করে কেন এই ধরনের নির্বাচনী প্রচার শুরু করেছে BJP ৷

BJP-র নেতা কর্মী এবং সমস্ত স্তরের কর্মীদের একজোট হওয়ার বার্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় নেতা অমিত শাহ ডিজিটাল অনলাইন বা ভার্চুয়াল সভা করেন । এই ভার্চুয়াল সভার মাধ্যমে দেশের কোটি কোটি টাকা নষ্ট করছে BJP , এমনই অভিযোগ তোলেন বাম নেতারা । লকডাউন থেকে সুপার সাইক্লোন আমফানের জন্য গোটা রাজ্য বিপর্যস্ত ৷ মানুষ দুবেলা খেতে পারছে না । সেখানে কোটি কোটি টাকা খরচা করে ডিজিটাল ভার্চুয়াল সভা কেন, এই প্রশ্ন তোলে জেলা বাম নেতৃত্ব ৷ এরই প্রতিবাদে এদিন শহরের ব্যস্তবহুল বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে বিক্ষোভ দেখান বাম সমর্থক কর্মীও নেতৃত্ব । এই বিক্ষোভ সমাবেশ থেকে মোদি অমিত শাহর গো ব্যাক স্লোগান দেওয়া হয় । সামাজিক দূরত্ব মেনে মাস্ক বেঁধে বাম নেতাকর্মীরা এই প্রতিবাদ করেন ।

এই বিষয়ে CPI(M) নেতা টোটন বক্সী বলেন," এই মহামারই ও বিপর্যস্ত জনজীবনে যেভাবে কোটি কোটি টাকা খরচা করে এই ধরনের অনলাইন ভার্চুয়াল সমাবেশ করছে বিজেপি তাতে আখেরে সরকারের ক্ষতি । তাই এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ । এগুলো বন্ধ করে মহামারির সময় মানুষের পাশে দাঁড়িয়ে দুমুঠো মুখে অন্ন তুলে দেওয়াই উচিত বলে মনে করছি আমরা ।"






ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.