ETV Bharat / state

গন্ডগোলে ফাটল মাথা, পুলিশের বিরুদ্ধে ঘুষে নেওয়ার অভিযোগে অবরোধ - পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তরুণ জানা

নিকাশি নালা পরিষ্কারের কাজে দেবাশিস জানা বাধা দেয় । এবং বছর 22-এর শান্তনু বারিক নামে এক গ্রামবাসীর মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ । পুলিশ এসে অভিযুক্তদের বাড়িতে গিয়ে ঘুষ নিয়ে গ্রামবাসীদের চোখ রাঙাতে থাকে বলে অভিযোগ । তারপর গ্রামবাসীরা মিলিত হয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে ।

জলনিকাশি পরিস্কারকে কেন্দ্র করে মারধর
জলনিকাশি পরিস্কারকে কেন্দ্র করে মারধর
author img

By

Published : Oct 11, 2020, 8:15 AM IST

কাঁথি, 10 অক্টোবর : নিকাশি নালা পরিষ্কারকে কেন্দ্র করে মারামারিতে গুরুতর জখম হল এক যুবক । তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । পুলিশ ঘটনাস্থানে গেলে পুলিশের গাড়ি ঘিরে কাঁথি পেটুয়াঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ।

স্থানীয় সূত্রে খবর, 100 দিনের কাজের প্রকল্পে কাঁথি থানার মানিকপুরের কাছে পিচ রাস্তা সংলগ্ন একটি নিকাশি নালা পরিষ্কার করার কাজ শুরু করে স্থানীয় গ্রাম পঞ্চায়েত । শুক্রবার যখন এই জল নিকাশি পরিস্কারের কাজ চলছিল, তখন আচমকাই এই গ্রামেরই বাসিন্দা দেবাশিস জানা কাজে বাধা দেয় । এবং বছর 22-এর শান্তনু বারিক নামে এক গ্রামবাসীর মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ । তাঁকে গুরুতর জখম অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । খবর দেওয়া হয় কাঁথি থানার IC সুনয়ন বসুকে ।

অভিযোগ, খবর দেওয়ার পরেও দীর্ঘক্ষণ কেটে গেলেও ঘটনাস্থানে আসেনি কোনও পুলিশ । বিকেলে পুলিশ এসে গ্রামবাসীদের আবার চোখ রাঙায় বলে অভিযোগ । তারপর পুলিশ সোজা অভিযুক্ত দেবাশিস জানার বাড়িতে গিয়ে ঘরের ভিতর দরজা বন্ধ করে ঘুষ নেয় বলে অভিযোগ গ্রামবাসীর । পরে গ্রামবাসীরা পুলিশের গাড়ি ঘিরে বিকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে । টানা প্রায় ছয় ঘণ্টা পথ অবরোধের জেরে বহু পেটুয়া ঘাট মৎস্যবন্দর যাওয়া পণ্য বোঝাই গাড়ি আটকে পড়ে ।

রাত দশটার সময় কাঁথি দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তরুণ জানা ঘটনাস্থানে আসার পর গ্রামবাসীদের বুঝিয়ে অবরোধ তোলা হয় । তরুণ জানা বলেন, "আমরা একদিন আগে থেকে কাঁথি থানায় জানিয়ে ছিলাম । পঞ্চায়েতের তরফ থেকে নিকাশি নালা পরিষ্কার করা হবে । যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আপনি যথাযথ ব্যবস্থা নেবেন । কিন্তু পুলিশ আমাদের কোনও সহযোগিতা করেনি । এমনকী গন্ডগোলের পর পুলিশকে ফোন করলে বহু পরে পুলিশ এসে অভিযুক্তদের বাড়িতে গিয়ে ঘুষ নিয়ে গ্রামবাসীদের চোখ রাঙাতে থাকে । তারপর গ্রামবাসীরা মিলিত হয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে । গ্রামবাসীদের দাবি ছিল, যতক্ষণ দোষী ব্যক্তিদের পুলিশ গ্রেপ্তার না করে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে । পরে পুলিশ দুইজনকে আটক করে নিয়ে চলে যায় । তারপর গ্রামবাসীদের বুঝিয়ে অবরোধ মুক্ত করা হয়। কাঁথি থানার IC সুনয়ন বসু আমাদের সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন ।"

যদিও কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক চক্রবর্তী ও কাঁথি থানার IC সুনয়ন বসুকে ফোন করা হলে , তাঁদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

কাঁথি, 10 অক্টোবর : নিকাশি নালা পরিষ্কারকে কেন্দ্র করে মারামারিতে গুরুতর জখম হল এক যুবক । তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । পুলিশ ঘটনাস্থানে গেলে পুলিশের গাড়ি ঘিরে কাঁথি পেটুয়াঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ।

স্থানীয় সূত্রে খবর, 100 দিনের কাজের প্রকল্পে কাঁথি থানার মানিকপুরের কাছে পিচ রাস্তা সংলগ্ন একটি নিকাশি নালা পরিষ্কার করার কাজ শুরু করে স্থানীয় গ্রাম পঞ্চায়েত । শুক্রবার যখন এই জল নিকাশি পরিস্কারের কাজ চলছিল, তখন আচমকাই এই গ্রামেরই বাসিন্দা দেবাশিস জানা কাজে বাধা দেয় । এবং বছর 22-এর শান্তনু বারিক নামে এক গ্রামবাসীর মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ । তাঁকে গুরুতর জখম অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । খবর দেওয়া হয় কাঁথি থানার IC সুনয়ন বসুকে ।

অভিযোগ, খবর দেওয়ার পরেও দীর্ঘক্ষণ কেটে গেলেও ঘটনাস্থানে আসেনি কোনও পুলিশ । বিকেলে পুলিশ এসে গ্রামবাসীদের আবার চোখ রাঙায় বলে অভিযোগ । তারপর পুলিশ সোজা অভিযুক্ত দেবাশিস জানার বাড়িতে গিয়ে ঘরের ভিতর দরজা বন্ধ করে ঘুষ নেয় বলে অভিযোগ গ্রামবাসীর । পরে গ্রামবাসীরা পুলিশের গাড়ি ঘিরে বিকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে । টানা প্রায় ছয় ঘণ্টা পথ অবরোধের জেরে বহু পেটুয়া ঘাট মৎস্যবন্দর যাওয়া পণ্য বোঝাই গাড়ি আটকে পড়ে ।

রাত দশটার সময় কাঁথি দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তরুণ জানা ঘটনাস্থানে আসার পর গ্রামবাসীদের বুঝিয়ে অবরোধ তোলা হয় । তরুণ জানা বলেন, "আমরা একদিন আগে থেকে কাঁথি থানায় জানিয়ে ছিলাম । পঞ্চায়েতের তরফ থেকে নিকাশি নালা পরিষ্কার করা হবে । যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আপনি যথাযথ ব্যবস্থা নেবেন । কিন্তু পুলিশ আমাদের কোনও সহযোগিতা করেনি । এমনকী গন্ডগোলের পর পুলিশকে ফোন করলে বহু পরে পুলিশ এসে অভিযুক্তদের বাড়িতে গিয়ে ঘুষ নিয়ে গ্রামবাসীদের চোখ রাঙাতে থাকে । তারপর গ্রামবাসীরা মিলিত হয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে । গ্রামবাসীদের দাবি ছিল, যতক্ষণ দোষী ব্যক্তিদের পুলিশ গ্রেপ্তার না করে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে । পরে পুলিশ দুইজনকে আটক করে নিয়ে চলে যায় । তারপর গ্রামবাসীদের বুঝিয়ে অবরোধ মুক্ত করা হয়। কাঁথি থানার IC সুনয়ন বসু আমাদের সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন ।"

যদিও কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক চক্রবর্তী ও কাঁথি থানার IC সুনয়ন বসুকে ফোন করা হলে , তাঁদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.