ETV Bharat / state

রামনগরে BJP-র বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার

author img

By

Published : Jul 30, 2020, 12:59 AM IST

Updated : Jul 31, 2020, 6:14 AM IST

এবার পূর্ব মেদিনীপুরে রামনগর । উদ্ধার হল BJP-র এক বুথ সভাপতির দেহ । তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে স্থানীয় BJP নেতৃত্ব ।

died booth president of BJP
BJP-র বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার

রামনগর, 30 জুলাই: রামনগরে বাড়ির অদূরে আম গাছ থেকে উদ্ধার হল BJP বুথ সভাপতির দেহ । পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার কাচুড়ি গ্রামের অর্জুনী (41 নম্বর) বুথ এলাকার ঘটনা ।

মৃতের নাম পূর্ণচন্দ্র দাস(44) ৷ দু'বছর আগে অর্জুনী বুথের সভাপতির দায়িত্ব দেওয়া হয় তাঁকে । অভিযোগ, BJP করায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাঁকে প্রাণে মারার হুমকি দিত । এমনকী তাঁর বাড়িতে ঢোকার মূল রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয় ৷ বারবার হুমকি পাওয়ার পর বুধবার গ্রামের তৃণমূল নেতা প্রিয়তোষ মাইতির কাছে গিয়ে সরাসরি অভিযোগ করেন তিনি । যার পর প্রিয়তোষবাবু আর এক তৃণমূল নেতা বাদল দাসকে ডেকে পাঠাম । এরপরই তাঁকে মারধরের অভিযোগ ওঠে বাদল দাস ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে । পূর্ণবাবুর পরিবারের বক্তব্য, বুধবার বিকেলে তৃণমূলের গ্রাম সদস্য প্রিয়তোষ মাইতির বাড়িতে জমি সংক্রান্ত একটি সালিশি সভা ছিল । তার আগে দুপুরে পূর্ণচন্দ্রবাবুকে ডেকে পাঠানো হয় ৷ এরপর বিকেলের দিকে বাড়ির অদূরে রাস্তার ধারে আম গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান এলাকার কয়েকজন ।

রামনগর থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ৷ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে দেহ পাঠানো হয়েছে ।

দলের বুথ সভাপতির মৃত্যুর ঘটনায় BJP-র কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, "আমাদের দলের কার্যকর্তা পূর্ণচন্দ্র দাসকে তৃণমূলের দুষ্কৃতীরা খুন করেছে । তীব্র নিন্দা করছি । ধিক্কার জানাচ্ছি । প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক ।"

তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে BJP নেতৃত্ব

রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷ বলেন, "যে কোনও খুনের ঘটনা দুঃখজনক । কিন্তু BJP মিথ্যা অভিযোগ করছে ৷ তৃণমূল এর সঙ্গে জড়িত না ৷ এমনিতে রামনগর বিধানসভা এলাকায় BJP-র শক্তি নেই । তৃণমূলের কোনও প্রতিদ্বন্দ্বীও নেই ।" তাঁর পালটা অভিযোগ, "BJP-র এক কর্মী আমাদের গ্রাম সদস্যের গায়ে হাত তুলেছে । আমি প্রশাসনকে বলেছি উপযুক্ত ব্যবস্থা নিতে ।"

রামনগর, 30 জুলাই: রামনগরে বাড়ির অদূরে আম গাছ থেকে উদ্ধার হল BJP বুথ সভাপতির দেহ । পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার কাচুড়ি গ্রামের অর্জুনী (41 নম্বর) বুথ এলাকার ঘটনা ।

মৃতের নাম পূর্ণচন্দ্র দাস(44) ৷ দু'বছর আগে অর্জুনী বুথের সভাপতির দায়িত্ব দেওয়া হয় তাঁকে । অভিযোগ, BJP করায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাঁকে প্রাণে মারার হুমকি দিত । এমনকী তাঁর বাড়িতে ঢোকার মূল রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয় ৷ বারবার হুমকি পাওয়ার পর বুধবার গ্রামের তৃণমূল নেতা প্রিয়তোষ মাইতির কাছে গিয়ে সরাসরি অভিযোগ করেন তিনি । যার পর প্রিয়তোষবাবু আর এক তৃণমূল নেতা বাদল দাসকে ডেকে পাঠাম । এরপরই তাঁকে মারধরের অভিযোগ ওঠে বাদল দাস ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে । পূর্ণবাবুর পরিবারের বক্তব্য, বুধবার বিকেলে তৃণমূলের গ্রাম সদস্য প্রিয়তোষ মাইতির বাড়িতে জমি সংক্রান্ত একটি সালিশি সভা ছিল । তার আগে দুপুরে পূর্ণচন্দ্রবাবুকে ডেকে পাঠানো হয় ৷ এরপর বিকেলের দিকে বাড়ির অদূরে রাস্তার ধারে আম গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান এলাকার কয়েকজন ।

রামনগর থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ৷ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে দেহ পাঠানো হয়েছে ।

দলের বুথ সভাপতির মৃত্যুর ঘটনায় BJP-র কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, "আমাদের দলের কার্যকর্তা পূর্ণচন্দ্র দাসকে তৃণমূলের দুষ্কৃতীরা খুন করেছে । তীব্র নিন্দা করছি । ধিক্কার জানাচ্ছি । প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক ।"

তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে BJP নেতৃত্ব

রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷ বলেন, "যে কোনও খুনের ঘটনা দুঃখজনক । কিন্তু BJP মিথ্যা অভিযোগ করছে ৷ তৃণমূল এর সঙ্গে জড়িত না ৷ এমনিতে রামনগর বিধানসভা এলাকায় BJP-র শক্তি নেই । তৃণমূলের কোনও প্রতিদ্বন্দ্বীও নেই ।" তাঁর পালটা অভিযোগ, "BJP-র এক কর্মী আমাদের গ্রাম সদস্যের গায়ে হাত তুলেছে । আমি প্রশাসনকে বলেছি উপযুক্ত ব্যবস্থা নিতে ।"

Last Updated : Jul 31, 2020, 6:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.