ETV Bharat / state

Minor Girl Marriage : নন্দকুমারে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন - Block administration stops minor girl marriage in Purba Medinipur

তৎপরতার সঙ্গে নাবালিকার বিয়ে বন্ধ করল পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লক প্রশাসন (Minor Girl Marriage) ৷ 18 বছরের আগে বিয়ে না দেওয়ার বিষয়েও লিখিয়ে নেওয়া হয় মুচলেকা ৷

Purba Medinipur News
নাবালিকার বিয়ে রুখল প্রশাসন
author img

By

Published : May 8, 2022, 7:09 AM IST

Updated : May 8, 2022, 7:18 AM IST

পূর্ব মেদিনীপুর, 8 মে : প্যাণ্ডেল বাঁধা হয়ে গিয়েছে বাড়িতে ৷ রাত পোহালেই বিয়ে ৷ প্রস্তুত হয়ে গিয়েছিল সব ৷ নাবালিকার অমতেই সবটা হচ্ছিল ৷ খবর পেতেই শনিবার পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছন বিডিও ৷ পরিবারকে বুঝিয়ে আটকালেন বিয়ে (Minor Girl Marriage Stopped at Nandakumar) ৷

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকে ৷ জোর করে 16 বছরের মেয়ের বিয়ে দিচ্ছিলেন বাবা ৷ পাশের গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয় নাবালিকার ৷ রবিবার ছিল বিয়ের অনুষ্ঠান ৷ তার আগে শনিবারই সূত্র মারফত খবর পেয়ে নন্দকুমার ব্লকের বিডিও সানু বক্সি ও নন্দকুমার থানার পুলিশ আধিকারিক মনোজ ঝাঁ ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করেন । কোনওমতেই যাতে 18 বছরের আগে মেয়ের বিয়ে না দেন তার জন্য নাবালিকার পরিবারের থেকে মুচলেকাও নেওয়া হয় ৷

নাবালিকার বিয়ে বন্ধ করার পর নন্দকুমার ব্লকের বিডিওর প্রতিক্রিয়া

বিয়ে বন্ধ করতে গেলে নাবালিকার বাবা-সহ বাড়ির মহিলা সদস্যরা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করেন ৷ প্রশাসনিক আধিকারিকের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন ৷ এরপর আইনি পদক্ষেপ নিয়ে পুলিশের সহায়তায় বিয়ে রুখতে সক্ষম হন ব্লক আধিকারিক ৷

আরও পড়ুন : Marriage of minor girl stopped : কাঁকসার পর দুর্গাপুর, নাবালিকার বিয়ে রুখল প্রশাসন

পূর্ব মেদিনীপুর, 8 মে : প্যাণ্ডেল বাঁধা হয়ে গিয়েছে বাড়িতে ৷ রাত পোহালেই বিয়ে ৷ প্রস্তুত হয়ে গিয়েছিল সব ৷ নাবালিকার অমতেই সবটা হচ্ছিল ৷ খবর পেতেই শনিবার পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছন বিডিও ৷ পরিবারকে বুঝিয়ে আটকালেন বিয়ে (Minor Girl Marriage Stopped at Nandakumar) ৷

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকে ৷ জোর করে 16 বছরের মেয়ের বিয়ে দিচ্ছিলেন বাবা ৷ পাশের গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয় নাবালিকার ৷ রবিবার ছিল বিয়ের অনুষ্ঠান ৷ তার আগে শনিবারই সূত্র মারফত খবর পেয়ে নন্দকুমার ব্লকের বিডিও সানু বক্সি ও নন্দকুমার থানার পুলিশ আধিকারিক মনোজ ঝাঁ ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করেন । কোনওমতেই যাতে 18 বছরের আগে মেয়ের বিয়ে না দেন তার জন্য নাবালিকার পরিবারের থেকে মুচলেকাও নেওয়া হয় ৷

নাবালিকার বিয়ে বন্ধ করার পর নন্দকুমার ব্লকের বিডিওর প্রতিক্রিয়া

বিয়ে বন্ধ করতে গেলে নাবালিকার বাবা-সহ বাড়ির মহিলা সদস্যরা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করেন ৷ প্রশাসনিক আধিকারিকের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন ৷ এরপর আইনি পদক্ষেপ নিয়ে পুলিশের সহায়তায় বিয়ে রুখতে সক্ষম হন ব্লক আধিকারিক ৷

আরও পড়ুন : Marriage of minor girl stopped : কাঁকসার পর দুর্গাপুর, নাবালিকার বিয়ে রুখল প্রশাসন

Last Updated : May 8, 2022, 7:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.