খেজুরি 10 জুন : ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিয়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত BJP-র তিন কর্মী । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ । ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার বীরবন্দরের কাকুরিয়া এলাকার ।
গতকাল অমিত শাহের ভার্চুয়াল সভার পর BJP-র কর্মী সমর্থকরা কাকুরিয়া এলাকায় ত্রাণ দিতে যায় । সেখান থেকে বাড়ি ফেরার পথে তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ । আক্রান্তদের নাম স্বপন মাইতি (45) ,দেবব্রত হাজরা (52) ও রবীন মান্না (41) । তিনজনকেই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয় ।
ঘটনা প্রসঙ্গে BJP -র জেলা নেতা শুভ্রাংশু শেখর দাস বলেন, "মঙ্গলবার বিকেলে অমিত শাহের ভার্চুয়াল সভার পর এলাকায় আমফান ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিয়ে বাড়ি ফেরার পথে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের পথ আটকায় এবং মারধর করে । খবর পেয়ে দলের লোকজন সেখানে গেলে দুষ্কৃতীরা পালিয়ে যায় । আমরা জখমদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করিয়েছি । আমরা চাই পুলিশ সঠিক ভাবে তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক । আর যদি তা না হয় , তাহলে আমরা আন্দোলনে নামব ।"
স্থানীয় তৃণমূল বিধায়ক রঞ্জিত মণ্ডলকে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলেও তা পাওয়া যায়নি ।
খেজুরি থানার OC সত্যজিৎ চানক বলেন, দুই পক্ষ অভিযোগ দায়ের করেছে । পুলিশ তদন্ত শুরু করেছে ।