ETV Bharat / state

তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, আটক 5 BJP কর্মী - তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ BJP-র বিরুদ্ধে, আটক 5

ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পটাশপুর । তৃণমূলের অভিযোগ, আজ সকালে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় BJP কর্মীরা ৷ বাধা দিতে গেলে BJP কর্মীদের হাতে আক্রান্ত হয় 5 তৃণমূল কর্মী ৷ ঘটনায় 5 BJP কর্মীকে আটক করা হয়েছে ৷

তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ
author img

By

Published : Aug 18, 2019, 11:54 PM IST

Updated : Aug 20, 2019, 5:14 PM IST

পটাশপুর, 18 অগাস্ট : তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে ৷ পূর্ব মেদিনীপুরের পটাশপুরের 1 নম্বর ব্লকের বেলদা এলাকার ঘটনা ৷ ঘটনায় আহত 5 তৃণমূল কর্মী ৷ হামলার অভিযোগের ভিত্তিতে আটক 5 BJP কর্মী ৷

ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পটাশপুর । তৃণমূলের অভিযোগ, আজ সকালে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় BJP কর্মীরা ৷ পুড়িয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ নথি ৷ বাধা দিতে গেলে BJP কর্মীদের হাতে আক্রান্ত হয় 5 তৃণমূল কর্মী ৷ ভাঙচুর চালায় স্থানীয় দুই তৃণমূলকর্মীর দোকানেও ৷ এর আগে 23 মে বেলদার ওই তৃণমূল কার্যালয়টি দখল করেছিল BJP ৷ কিছুদিন আগে শাসকদল সেটি পুনরুদ্ধার করে নিজেদের দখলে নেয় ৷ এরপর ফের আজ আচমকা হামলা চালায় BJP কর্মীরা ৷

tmc-bjp clash
তৃণমূল কার্যালয়ে ভাঙচুর

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পটাশপুর থানার পুলিশ ৷ পটাশপুর থানার OC রাজকুমার দেবনাথ বলেন, "এই ঘটনায় আমরা এখনও পর্যন্ত 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি । তৃণমূলের তরফে অভিযোগ জমা পড়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে । "

পটাশপুর 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি তাপস মাজি বলেন, "CPI(M)-র পুরোনো হার্মাদের নিয়ে BJP দিনেদুপুরে সন্ত্রাস চালাচ্ছে এলাকায় । আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি । একই সঙ্গে আমরা মানুষকে নিয়েও দ্রুত পথে নামব BJP-র এই সন্ত্রাসের মোকাবিলা করার জন্য । "

ভিডিয়োয় দেখুন

যদিও BJP-র তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ কাঁথি সাংগঠনিক জেলা BJP সভাপতি অনুপ চক্রবর্তীর বক্তব্য, জনরোষের জেরে এই ঘটনা ঘটেছে ৷ বলেন, "জনগণ যখন অত্যাচারিত হয়, তখন এই প্রবণতা তৈরি হয় ৷ যারা অত্যাচারিত তারা বিচারের অপেক্ষা না করে আইন হাতে তুলে নেয় ৷ এটা BJP-র কাজ নয় ৷ অত্যাচারিত জনগণ সংঘবদ্ধ হয়ে এই কাজগুলো করছে ৷ "

পটাশপুর, 18 অগাস্ট : তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে ৷ পূর্ব মেদিনীপুরের পটাশপুরের 1 নম্বর ব্লকের বেলদা এলাকার ঘটনা ৷ ঘটনায় আহত 5 তৃণমূল কর্মী ৷ হামলার অভিযোগের ভিত্তিতে আটক 5 BJP কর্মী ৷

ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পটাশপুর । তৃণমূলের অভিযোগ, আজ সকালে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় BJP কর্মীরা ৷ পুড়িয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ নথি ৷ বাধা দিতে গেলে BJP কর্মীদের হাতে আক্রান্ত হয় 5 তৃণমূল কর্মী ৷ ভাঙচুর চালায় স্থানীয় দুই তৃণমূলকর্মীর দোকানেও ৷ এর আগে 23 মে বেলদার ওই তৃণমূল কার্যালয়টি দখল করেছিল BJP ৷ কিছুদিন আগে শাসকদল সেটি পুনরুদ্ধার করে নিজেদের দখলে নেয় ৷ এরপর ফের আজ আচমকা হামলা চালায় BJP কর্মীরা ৷

tmc-bjp clash
তৃণমূল কার্যালয়ে ভাঙচুর

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পটাশপুর থানার পুলিশ ৷ পটাশপুর থানার OC রাজকুমার দেবনাথ বলেন, "এই ঘটনায় আমরা এখনও পর্যন্ত 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি । তৃণমূলের তরফে অভিযোগ জমা পড়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে । "

পটাশপুর 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি তাপস মাজি বলেন, "CPI(M)-র পুরোনো হার্মাদের নিয়ে BJP দিনেদুপুরে সন্ত্রাস চালাচ্ছে এলাকায় । আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি । একই সঙ্গে আমরা মানুষকে নিয়েও দ্রুত পথে নামব BJP-র এই সন্ত্রাসের মোকাবিলা করার জন্য । "

ভিডিয়োয় দেখুন

যদিও BJP-র তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ কাঁথি সাংগঠনিক জেলা BJP সভাপতি অনুপ চক্রবর্তীর বক্তব্য, জনরোষের জেরে এই ঘটনা ঘটেছে ৷ বলেন, "জনগণ যখন অত্যাচারিত হয়, তখন এই প্রবণতা তৈরি হয় ৷ যারা অত্যাচারিত তারা বিচারের অপেক্ষা না করে আইন হাতে তুলে নেয় ৷ এটা BJP-র কাজ নয় ৷ অত্যাচারিত জনগণ সংঘবদ্ধ হয়ে এই কাজগুলো করছে ৷ "

Intro:তৃণমূলের দলীয় অফিস ভাংচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে , ঘটনায় আহত ৫, আটক ৫ ।


পটাশপুর ,১৮ অগাস্ট : ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পটাশপুর। একেবারে দিনে দুপুরে তৃণমূলের কার্যালয়ে হামলা ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । শুধু কার্যালয় নয় ভাঙচুর চালায় দুই তৃণমূলকর্মীর দোকানেও।রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে পটাশপুর ১ ব্লকের বেলদা এলাকা। পরে বাধা দিতে এসে বিজেপির কর্মীদের হাতে আক্রান্ত হন তৃণমূলের ৫ কর্মী বলে অভিযোগ । ঘটনার খবর পেয়ে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে হামলাকারী ৫ বিজেপিকে আটক করে পুলিশ ।



পটাশপুর থানার ওসি রাজকুমার দেবনাথ জানিয়েছেন, "এই ঘটনায় আমরা এখনও পর্যন্ত ৫ জনকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছি ।তৃণমূলের তরফে অভিযোগ জমা পড়েছে।ঘটনার তদন্ত শুরু হয়েছে।

তৃণমূলের অভিযোগ বিজেপি-র লাগাতার সন্ত্রাসের কারণে বারবার উত্তপ্ত হয়েছে নৈপুর,আলমচক, বেলদা, চকগোপাল, পদিমা সহ পটাশপুর ১ ব্লকের বিস্তীর্ণ এলাকা।সন্ত্রস্ত পরিস্থিতির মধ্যেই গত ২৩ মে বেলদার একটি তৃণমূল কার্যালয় দখল করে বিজেপি।কিছুদিন আগে সেটি পুনরায় নিজেদের দখলে নিয়ে নেয় শাসক দল। এরপর ফের রবিবার সকাল থেকে আচমকা সেই তৃণমূলের কার্যালয়ে হামলা চালায় বিজেপি-র কর্মীরা বলে অভিযোগ । হামলার সময় বন্ধ ছিল ঐ তৃণমূল কার্যালয়টি।দরজা ভেঙে ভিতরে ঢুকে তান্ডব চালায় তারা।তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালিয়ে দুষ্কৃতীরা চড়াও হয়ে স্থানীয় দুই তৃণমূলকর্মীর দোকানে ও ভাঙচুর চালায় বলে অভিযোগ । ভাঙচুরের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। ভাঙচুরে বাধা দিলে তাদেরকেও আক্রমণ চালায় অভিযুক্তরা।খবর পেয়ে পুলিশ এলে দুষ্কৃতীদের একাংশ চম্পট দেয়।ধরা পড়ে যায় বিজেপির পাঁচজন কর্মী ।

পটাশপুর ১ ব্লকের তৃণমূলের সভাপতি তাপস মাজি বলেন, "সিপিএমের পুরোনো হার্মাদের নিয়ে বিজেপি দিনেদুপুরেও সন্ত্রাস চালাচ্ছে এলাকায় । আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি।একই সঙ্গে আমরা মানুষকে নিয়েও দ্রুত পথে নামব বিজেপির এই সন্ত্রাসের মোকাবিলার জন্য। বিজেপি নেতৃত্ব অবশ্য মানতে নারাজ হামলা, ভাঙচুর এবং মারধরের অভিযোগ। জনরোষের জেরে এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি-র সভাপতি অনুপ চক্রবর্তী।তাঁর বক্তব্য । হামলা কারীরা অত্যাচারিত জনতা ।এই ঘটনায় তৃণমূল রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছে।Body:তৃণমূলের দলীয় অফিস ভাংচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে , ঘটনায় আহত ৫, আটক ৫ ।


পটাশপুর ,১৮ অগাস্ট : ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পটাশপুর। একেবারে দিনে দুপুরে তৃণমূলের কার্যালয়ে হামলা ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । শুধু কার্যালয় নয় ভাঙচুর চালায় দুই তৃণমূলকর্মীর দোকানেও।রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে পটাশপুর ১ ব্লকের বেলদা এলাকা। পরে বাধা দিতে এসে বিজেপির কর্মীদের হাতে আক্রান্ত হন তৃণমূলের ৫ কর্মী বলে অভিযোগ । ঘটনার খবর পেয়ে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে হামলাকারী ৫ বিজেপিকে আটক করে পুলিশ ।



পটাশপুর থানার ওসি রাজকুমার দেবনাথ জানিয়েছেন, "এই ঘটনায় আমরা এখনও পর্যন্ত ৫ জনকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছি ।তৃণমূলের তরফে অভিযোগ জমা পড়েছে।ঘটনার তদন্ত শুরু হয়েছে।

তৃণমূলের অভিযোগ বিজেপি-র লাগাতার সন্ত্রাসের কারণে বারবার উত্তপ্ত হয়েছে নৈপুর,আলমচক, বেলদা, চকগোপাল, পদিমা সহ পটাশপুর ১ ব্লকের বিস্তীর্ণ এলাকা।সন্ত্রস্ত পরিস্থিতির মধ্যেই গত ২৩ মে বেলদার একটি তৃণমূল কার্যালয় দখল করে বিজেপি।কিছুদিন আগে সেটি পুনরায় নিজেদের দখলে নিয়ে নেয় শাসক দল। এরপর ফের রবিবার সকাল থেকে আচমকা সেই তৃণমূলের কার্যালয়ে হামলা চালায় বিজেপি-র কর্মীরা বলে অভিযোগ । হামলার সময় বন্ধ ছিল ঐ তৃণমূল কার্যালয়টি।দরজা ভেঙে ভিতরে ঢুকে তান্ডব চালায় তারা।তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালিয়ে দুষ্কৃতীরা চড়াও হয়ে স্থানীয় দুই তৃণমূলকর্মীর দোকানে ও ভাঙচুর চালায় বলে অভিযোগ । ভাঙচুরের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। ভাঙচুরে বাধা দিলে তাদেরকেও আক্রমণ চালায় অভিযুক্তরা।খবর পেয়ে পুলিশ এলে দুষ্কৃতীদের একাংশ চম্পট দেয়।ধরা পড়ে যায় বিজেপির পাঁচজন কর্মী ।

পটাশপুর ১ ব্লকের তৃণমূলের সভাপতি তাপস মাজি বলেন, "সিপিএমের পুরোনো হার্মাদের নিয়ে বিজেপি দিনেদুপুরেও সন্ত্রাস চালাচ্ছে এলাকায় । আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি।একই সঙ্গে আমরা মানুষকে নিয়েও দ্রুত পথে নামব বিজেপির এই সন্ত্রাসের মোকাবিলার জন্য। বিজেপি নেতৃত্ব অবশ্য মানতে নারাজ হামলা, ভাঙচুর এবং মারধরের অভিযোগ। জনরোষের জেরে এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি-র সভাপতি অনুপ চক্রবর্তী।তাঁর বক্তব্য । হামলা কারীরা অত্যাচারিত জনতা ।এই ঘটনায় তৃণমূল রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছে।Conclusion:তৃণমূলের দলীয় অফিস ভাংচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে , ঘটনায় আহত ৫, আটক ৫ ।


পটাশপুর ,১৮ অগাস্ট : ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পটাশপুর। একেবারে দিনে দুপুরে তৃণমূলের কার্যালয়ে হামলা ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । শুধু কার্যালয় নয় ভাঙচুর চালায় দুই তৃণমূলকর্মীর দোকানেও।রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে পটাশপুর ১ ব্লকের বেলদা এলাকা। পরে বাধা দিতে এসে বিজেপির কর্মীদের হাতে আক্রান্ত হন তৃণমূলের ৫ কর্মী বলে অভিযোগ । ঘটনার খবর পেয়ে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে হামলাকারী ৫ বিজেপিকে আটক করে পুলিশ ।



পটাশপুর থানার ওসি রাজকুমার দেবনাথ জানিয়েছেন, "এই ঘটনায় আমরা এখনও পর্যন্ত ৫ জনকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছি ।তৃণমূলের তরফে অভিযোগ জমা পড়েছে।ঘটনার তদন্ত শুরু হয়েছে।

তৃণমূলের অভিযোগ বিজেপি-র লাগাতার সন্ত্রাসের কারণে বারবার উত্তপ্ত হয়েছে নৈপুর,আলমচক, বেলদা, চকগোপাল, পদিমা সহ পটাশপুর ১ ব্লকের বিস্তীর্ণ এলাকা।সন্ত্রস্ত পরিস্থিতির মধ্যেই গত ২৩ মে বেলদার একটি তৃণমূল কার্যালয় দখল করে বিজেপি।কিছুদিন আগে সেটি পুনরায় নিজেদের দখলে নিয়ে নেয় শাসক দল। এরপর ফের রবিবার সকাল থেকে আচমকা সেই তৃণমূলের কার্যালয়ে হামলা চালায় বিজেপি-র কর্মীরা বলে অভিযোগ । হামলার সময় বন্ধ ছিল ঐ তৃণমূল কার্যালয়টি।দরজা ভেঙে ভিতরে ঢুকে তান্ডব চালায় তারা।তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালিয়ে দুষ্কৃতীরা চড়াও হয়ে স্থানীয় দুই তৃণমূলকর্মীর দোকানে ও ভাঙচুর চালায় বলে অভিযোগ । ভাঙচুরের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। ভাঙচুরে বাধা দিলে তাদেরকেও আক্রমণ চালায় অভিযুক্তরা।খবর পেয়ে পুলিশ এলে দুষ্কৃতীদের একাংশ চম্পট দেয়।ধরা পড়ে যায় বিজেপির পাঁচজন কর্মী ।

পটাশপুর ১ ব্লকের তৃণমূলের সভাপতি তাপস মাজি বলেন, "সিপিএমের পুরোনো হার্মাদের নিয়ে বিজেপি দিনেদুপুরেও সন্ত্রাস চালাচ্ছে এলাকায় । আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি।একই সঙ্গে আমরা মানুষকে নিয়েও দ্রুত পথে নামব বিজেপির এই সন্ত্রাসের মোকাবিলার জন্য। বিজেপি নেতৃত্ব অবশ্য মানতে নারাজ হামলা, ভাঙচুর এবং মারধরের অভিযোগ। জনরোষের জেরে এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি-র সভাপতি অনুপ চক্রবর্তী।তাঁর বক্তব্য । হামলা কারীরা অত্যাচারিত জনতা ।এই ঘটনায় তৃণমূল রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছে।
Last Updated : Aug 20, 2019, 5:14 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.