ETV Bharat / state

কাঁথিতে অভিষেকের জনসভার আগে খুঁটি পুজো, কটাক্ষ বিজেপির

author img

By

Published : Jan 31, 2021, 7:56 PM IST

কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা হবে 6 ফেব্রুয়ারি ৷ সভামঞ্চের প্যান্ডেল বাঁধার আগে খুঁটি পুজো করে তৃণমূল ৷ সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কণিষ্ক পণ্ডার কটাক্ষ, "পিসিমণি কী বলছেন অভিষেক বন্দোপাধ্যায় দেবতা ।"

bjp-sneer-on-kuti-puja-before-public-meeting-of-abhishek-banerjee-at-kanthi
bjp-sneer-on-kuti-puja-before-public-meeting-of-abhishek-banerjee-at-kanthi

কাঁথি, 31 জানুয়ারি : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার আগে তৃণমূলের খুঁটি পুজো নিয়ে বিতর্ক ৷ কটাক্ষ বিজেপির । বিজেপি কি হিন্দুত্বের ঠিকা নিয়েছে, পালটা বিদ্রুপ তৃণমূল নেতাদের ৷

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি 3 নম্বর ব্লকের দইসাই সংলগ্ন মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা হবে 6 ফেব্রুয়ারি । সেই সভামঞ্চের প্যান্ডেল বাঁধার কাজ শুরু হওয়ার আগে হিন্দু শাস্ত্র মতে পুরোহিত ডেকে খুঁটি পুজো হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে । খুঁটি পুজোয় সময় ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম বারিক, কাঁথি এক ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন, কাঁথি এক ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রামগোবিন্দ দাস-সহ তৃণমূল নেতৃত্ব । এরপরই খুঁটি পুজো নিয়ে শুরু হয় বিতর্ক ৷ কটাক্ষ করে বিজেপি ।

আরও খবর : অভিষেককে জেল খাটানোর প্রতিজ্ঞা সৌমিত্রর

শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতা কণিষ্ক পণ্ডা বলেন, "আমরা শুনলাম অভিষেক ব্যানার্জির সভার আগে খুঁটি পুজো হচ্ছে । খুঁটি পুজো হয় শুভ অনুষ্ঠান ও দুর্গা মায়ের পুজোর আগে । হিন্দু শাস্ত্রে দণ্ডকে নারায়ণ রূপে প্রতিষ্ঠা করা হয় ৷ কিন্তু আমরা দেখলাম অভিষেক ব্যানার্জির জনসভার জন্যও খুঁটি পুজো হচ্ছে ।"

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে খুঁটি বিতর্ক কাঁথিতে ৷

কণিষ্ক পণ্ডার কটাক্ষ, "পিসিমণি কী বলছেন অভিষেক বন্দোপাধ্যায় দেবতা । ছিঃ, বাঙালি ও হিন্দুদের লজ্জা । মানুষ যোগ্য জবাব দেবে । "

এই বিষয় তৃণমূল নেতা উত্তম বারিকের উত্তর, "যাঁরা সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করেন, তাঁরা বড় কাজ পুজো অর্চনার মধ্য দিয়ে শুরু করেন । ভারতীয় জনতা পার্টি যদি ভাবে হিন্দুত্বের ঠিকা, জায়গির নিয়েছে, তাহলে মুর্খের স্বর্গে বাস করছে । আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁথি আগমনে ভয় পাচ্ছে ।"

কাঁথি, 31 জানুয়ারি : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার আগে তৃণমূলের খুঁটি পুজো নিয়ে বিতর্ক ৷ কটাক্ষ বিজেপির । বিজেপি কি হিন্দুত্বের ঠিকা নিয়েছে, পালটা বিদ্রুপ তৃণমূল নেতাদের ৷

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি 3 নম্বর ব্লকের দইসাই সংলগ্ন মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা হবে 6 ফেব্রুয়ারি । সেই সভামঞ্চের প্যান্ডেল বাঁধার কাজ শুরু হওয়ার আগে হিন্দু শাস্ত্র মতে পুরোহিত ডেকে খুঁটি পুজো হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে । খুঁটি পুজোয় সময় ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম বারিক, কাঁথি এক ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন, কাঁথি এক ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রামগোবিন্দ দাস-সহ তৃণমূল নেতৃত্ব । এরপরই খুঁটি পুজো নিয়ে শুরু হয় বিতর্ক ৷ কটাক্ষ করে বিজেপি ।

আরও খবর : অভিষেককে জেল খাটানোর প্রতিজ্ঞা সৌমিত্রর

শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতা কণিষ্ক পণ্ডা বলেন, "আমরা শুনলাম অভিষেক ব্যানার্জির সভার আগে খুঁটি পুজো হচ্ছে । খুঁটি পুজো হয় শুভ অনুষ্ঠান ও দুর্গা মায়ের পুজোর আগে । হিন্দু শাস্ত্রে দণ্ডকে নারায়ণ রূপে প্রতিষ্ঠা করা হয় ৷ কিন্তু আমরা দেখলাম অভিষেক ব্যানার্জির জনসভার জন্যও খুঁটি পুজো হচ্ছে ।"

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে খুঁটি বিতর্ক কাঁথিতে ৷

কণিষ্ক পণ্ডার কটাক্ষ, "পিসিমণি কী বলছেন অভিষেক বন্দোপাধ্যায় দেবতা । ছিঃ, বাঙালি ও হিন্দুদের লজ্জা । মানুষ যোগ্য জবাব দেবে । "

এই বিষয় তৃণমূল নেতা উত্তম বারিকের উত্তর, "যাঁরা সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করেন, তাঁরা বড় কাজ পুজো অর্চনার মধ্য দিয়ে শুরু করেন । ভারতীয় জনতা পার্টি যদি ভাবে হিন্দুত্বের ঠিকা, জায়গির নিয়েছে, তাহলে মুর্খের স্বর্গে বাস করছে । আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁথি আগমনে ভয় পাচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.