ETV Bharat / entertainment

শোকে কাতর প্রথম স্ত্রী রীনা, সান্ত্বনা দিতে পাশে আমির - Reena Dutta Father Death

Reena Dutta Father Died: প্রয়াত হয়েছেন আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্তের বাবা ৷ প্রাক্তন শ্বশুরের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানাতে রিনা দত্তের বাড়ি গেলেন আমির খান ৷ সঙ্গে ছিলেন আমিরের মা জিনাত হুসেন ৷

Reena Dutta Father Died
প্রয়াত আমিরের প্রথম স্ত্রী রীনা দত্তের বাবা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 2, 2024, 4:06 PM IST

হায়দরাবাদ, 2 অক্টোবর: ঘুমের দেশে পাড়ি দিয়েছেন আমির খানের প্রাক্তন স্ত্রী রীনা দত্তের বাবা ৷ পরিবারে চরম দুঃখের দিনে পাশে দাঁড়ালেন আমির ও তাঁর মা জিনাত হাসান ৷ বুধবার মুম্বইয়ে প্রথম স্ত্রী রীনার বাড়ি যান আমির ৷ সেখানে তিনি প্রয়াত শ্বশুরকে শেষ শ্রদ্ধ জানান ৷ আমিরের সঙ্গে ছিলেন তাঁর মাও ৷ প্রথম স্ত্রী'র বাড়িতে আমিরের যাওয়ার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশাল মাধ্যমে ৷

একটা ভিডিয়োতে দেখা গিয়েছে, আমির খান রীনার বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে ঢুকছেন ৷ শোকের আবহে আমিরের পরনে ছিল প্রিন্টেড কুর্তা ও ব্রাউন ধুতি ৷ অন্যদিকে, আমিরের মায়ের পরনে ছিল সবুজ রঙের কুর্তা ৷ আমির ও রীনা 1986 সালে প্রেম করে বিয়ে করেন ৷ তাঁদের দুটি সন্তান রয়েছে ৷ ইরা খান ও জুনেইদ খান ৷ 2002 সালে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় ৷

এরপর 2005 সালে আমির দ্বিতীয়বার বিয়ে করেন ৷ কিরণ রাওকে বিয়ের পর সেই সম্পর্কও চিরস্থায়ী হয়নি ৷ 2021 সালে দীর্ঘ 15 বছরের বিবাহিত জীবনে ইতি টানেন আমির-কিরণ ৷ সারোগেসির মাধ্যমে তাঁদের দুজনের আজাদ নামে এক পুত্র সন্তান রয়েছে ৷

চলতি বছরের শুরুর দিকে এক সাক্ষাৎকারে কিরণ জানিয়েছিলেন, রীনার সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা ৷ তিনি জানান, রীনার সঙ্গে আমিরের বিচ্ছেদ হলেও তিনি পরিবারের একটা অংশ ছিলেন ৷ কিরণ বলেন, "রীনা কখনও তাঁর পরিবারকে ছাড়েনি ৷ আমরা ধীরে ধীরে ভালো বন্ধু হয়ে উঠি ৷ রীনা খুব ভালো মনের একজন মানুষ ৷ আমি ভীষণ ভালোবাসি ওকে ৷ আমার খুব ভালো বন্ধু রীনা ৷"

আমির-জেনেলিয়ার 'সিতারে জামিন পর' শ্যুটিং শেষ, পর্দায় কবে ?

প্রসঙ্গত, আমির খানকে শেষ দেখা গিয়েছে 'লাল সিং চাড্ডা' ছবিতে ৷ এরপর তাঁকে দেখা যাবে 'সিতারে জমিন পর' ছবিতে৷ পাশাপাশি তিনি 'লাহোর 1947' ছবিও প্রযোজনা করছেন ৷ এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজকুমার সন্তোষি ৷ মুখ্যচরিত্রে দেখা যাবে সানি দেওল ও প্রীতি জিন্টাকে ৷

হায়দরাবাদ, 2 অক্টোবর: ঘুমের দেশে পাড়ি দিয়েছেন আমির খানের প্রাক্তন স্ত্রী রীনা দত্তের বাবা ৷ পরিবারে চরম দুঃখের দিনে পাশে দাঁড়ালেন আমির ও তাঁর মা জিনাত হাসান ৷ বুধবার মুম্বইয়ে প্রথম স্ত্রী রীনার বাড়ি যান আমির ৷ সেখানে তিনি প্রয়াত শ্বশুরকে শেষ শ্রদ্ধ জানান ৷ আমিরের সঙ্গে ছিলেন তাঁর মাও ৷ প্রথম স্ত্রী'র বাড়িতে আমিরের যাওয়ার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশাল মাধ্যমে ৷

একটা ভিডিয়োতে দেখা গিয়েছে, আমির খান রীনার বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে ঢুকছেন ৷ শোকের আবহে আমিরের পরনে ছিল প্রিন্টেড কুর্তা ও ব্রাউন ধুতি ৷ অন্যদিকে, আমিরের মায়ের পরনে ছিল সবুজ রঙের কুর্তা ৷ আমির ও রীনা 1986 সালে প্রেম করে বিয়ে করেন ৷ তাঁদের দুটি সন্তান রয়েছে ৷ ইরা খান ও জুনেইদ খান ৷ 2002 সালে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় ৷

এরপর 2005 সালে আমির দ্বিতীয়বার বিয়ে করেন ৷ কিরণ রাওকে বিয়ের পর সেই সম্পর্কও চিরস্থায়ী হয়নি ৷ 2021 সালে দীর্ঘ 15 বছরের বিবাহিত জীবনে ইতি টানেন আমির-কিরণ ৷ সারোগেসির মাধ্যমে তাঁদের দুজনের আজাদ নামে এক পুত্র সন্তান রয়েছে ৷

চলতি বছরের শুরুর দিকে এক সাক্ষাৎকারে কিরণ জানিয়েছিলেন, রীনার সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা ৷ তিনি জানান, রীনার সঙ্গে আমিরের বিচ্ছেদ হলেও তিনি পরিবারের একটা অংশ ছিলেন ৷ কিরণ বলেন, "রীনা কখনও তাঁর পরিবারকে ছাড়েনি ৷ আমরা ধীরে ধীরে ভালো বন্ধু হয়ে উঠি ৷ রীনা খুব ভালো মনের একজন মানুষ ৷ আমি ভীষণ ভালোবাসি ওকে ৷ আমার খুব ভালো বন্ধু রীনা ৷"

আমির-জেনেলিয়ার 'সিতারে জামিন পর' শ্যুটিং শেষ, পর্দায় কবে ?

প্রসঙ্গত, আমির খানকে শেষ দেখা গিয়েছে 'লাল সিং চাড্ডা' ছবিতে ৷ এরপর তাঁকে দেখা যাবে 'সিতারে জমিন পর' ছবিতে৷ পাশাপাশি তিনি 'লাহোর 1947' ছবিও প্রযোজনা করছেন ৷ এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজকুমার সন্তোষি ৷ মুখ্যচরিত্রে দেখা যাবে সানি দেওল ও প্রীতি জিন্টাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.