ETV Bharat / state

BJP Reaction on Mamata Allegations: 'জনগণের টাকায় মোচ্ছব করছেন' ! মমতাকে তীব্র কটাক্ষ বিজেপির - খেজুরি

সোমবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সরকারি কর্মসূচিতে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই সরকারি মঞ্চ থেকে বিরোধীদের নিশানা করেন তৃণমূল সুপ্রিমো ৷ তাঁর এই আচরণের কঠোর সমালোচনা করেছে বিজেপি ৷

BJP slams Mamata Banerjee for using Government Programme in Khejuri as a stage of TMC Campaign
খেজুরিতে মমতা
author img

By

Published : Apr 3, 2023, 7:33 PM IST

বিজেপির আক্রমণ

কাঁথি, 3 এপ্রিল: "জনগণের টাকায় মোচ্ছব করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী !" খেজুরিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারি সভা শেষ হতেই তেড়েফুঁড়ে আক্রমণে নামল বিরোধী বিজেপি ৷ সোমবারের সভামঞ্চ থেকে বিরোধী রাজনৈতিক দলগুলিকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা ৷ তুলে আনেন অতীতের বহু প্রসঙ্গ ৷ রাজনীতির ময়দানে নিজের বহু লড়াইয়ের কথা বলেন ৷ মনে করিয়ে দেন, রাজ্যে ক্ষমতায় না থাকাকালীন তাঁকে কত অত্যাচার সহ্য করতে হয়েছিল ! আজ তাঁর দলই রাজ্যের শাসকদল ৷ অথচ তারপরও তাঁর এবং তাঁদের দলের নামে কুৎসা ও অপপ্রচার করতে ছাড়ছেন না বিরোধীরা ! মমতার অন্তত এমনটাই অভিযোগ ৷ যা কার্যত ফুৎকারে উড়িয়ে দিয়েছেন জেলা বিজেপির নেতা অসীম মিশ্র ৷ উলটে তাঁর দাবি, মমতা আসলে 'হতাশা আর যন্ত্রণা' থেকে বিরোধী শিবিরকে আক্রমণ করছেন !

কিন্তু, মমতার কীসের যন্ত্রণা ? হতাশাই বা কীসের ? এর জবাবও দিয়েছেন অসীম ৷ তাঁর মতে, একুশের নির্বাচনে নন্দীগ্রামের মাটিতে রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে হারতে হয়েছিল তাঁকে ৷ সেটাই তাঁর যন্ত্রণা ও হতাশার প্রধান কারণ ৷ মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন ঠিকই, কিন্তু নন্দীগ্রামের সেই হার তিনি এখনও ভুলতে পারেননি ! তাঁর নাকি সবসময় মনে হয়, 'হেরেছি ! হেরেছি ! হেরেছি !'

বিজেপি নেতার আরও অভিযোগ, বাংলার মুখ্যমন্ত্রী তাঁর প্রত্যেকটি সরকারি অনুষ্ঠানের মঞ্চকে রাজনৈতিক মঞ্চে পরিণত করেন ৷ সোমবার খেজুরিতেও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন মমতা ৷ কিন্তু, সেই মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় তৃণমূল সুপ্রিমোর ভূমিকায় অবতীর্ণ হন বলেও অভিযোগ করেন অসীম ৷

আরও পড়ুন: সংখ্যালঘুদের রক্ষায় হিন্দুদের কাছে আবেদন মমতার, 6 তারিখ সতর্ক থাকার বার্তা

অসীমের বক্তব্য, মমতাকে যদি বিরোধীদের বিরুদ্ধেই প্রচার করতে হয়, তাহলে সেটা তাঁর দলীয় কার্যালয় থেকেই করুন ৷ মানুষের করের টাকায় সরকারি অনুষ্ঠানগুলি আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ কেন রাজনৈতিক প্রচারের মঞ্চ হিসাবে ব্যবহার করবেন তৃণমূল সুপ্রিমো ! বিজেপি নেতার কথায় এসব আসলে 'জনতার করের টাকায় মোচ্ছব' ! তাঁর দাবি, মমতা জেলায় এলে এখন আর মানুষের মধ্যে কোনও উৎসাহ দেখা যায় না ৷ উপরন্তু, এই জেলায় একাধিক সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরপর পরাজিত হয়েছে ৷ এসব কারণেই মমতার হতাশা, জ্বালা ও যন্ত্রণা বাড়ছে ৷ সেই কারণেই বিরোধীদের আক্রমণ করছেন তিনি !

বিজেপির আক্রমণ

কাঁথি, 3 এপ্রিল: "জনগণের টাকায় মোচ্ছব করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী !" খেজুরিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারি সভা শেষ হতেই তেড়েফুঁড়ে আক্রমণে নামল বিরোধী বিজেপি ৷ সোমবারের সভামঞ্চ থেকে বিরোধী রাজনৈতিক দলগুলিকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা ৷ তুলে আনেন অতীতের বহু প্রসঙ্গ ৷ রাজনীতির ময়দানে নিজের বহু লড়াইয়ের কথা বলেন ৷ মনে করিয়ে দেন, রাজ্যে ক্ষমতায় না থাকাকালীন তাঁকে কত অত্যাচার সহ্য করতে হয়েছিল ! আজ তাঁর দলই রাজ্যের শাসকদল ৷ অথচ তারপরও তাঁর এবং তাঁদের দলের নামে কুৎসা ও অপপ্রচার করতে ছাড়ছেন না বিরোধীরা ! মমতার অন্তত এমনটাই অভিযোগ ৷ যা কার্যত ফুৎকারে উড়িয়ে দিয়েছেন জেলা বিজেপির নেতা অসীম মিশ্র ৷ উলটে তাঁর দাবি, মমতা আসলে 'হতাশা আর যন্ত্রণা' থেকে বিরোধী শিবিরকে আক্রমণ করছেন !

কিন্তু, মমতার কীসের যন্ত্রণা ? হতাশাই বা কীসের ? এর জবাবও দিয়েছেন অসীম ৷ তাঁর মতে, একুশের নির্বাচনে নন্দীগ্রামের মাটিতে রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে হারতে হয়েছিল তাঁকে ৷ সেটাই তাঁর যন্ত্রণা ও হতাশার প্রধান কারণ ৷ মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন ঠিকই, কিন্তু নন্দীগ্রামের সেই হার তিনি এখনও ভুলতে পারেননি ! তাঁর নাকি সবসময় মনে হয়, 'হেরেছি ! হেরেছি ! হেরেছি !'

বিজেপি নেতার আরও অভিযোগ, বাংলার মুখ্যমন্ত্রী তাঁর প্রত্যেকটি সরকারি অনুষ্ঠানের মঞ্চকে রাজনৈতিক মঞ্চে পরিণত করেন ৷ সোমবার খেজুরিতেও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন মমতা ৷ কিন্তু, সেই মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় তৃণমূল সুপ্রিমোর ভূমিকায় অবতীর্ণ হন বলেও অভিযোগ করেন অসীম ৷

আরও পড়ুন: সংখ্যালঘুদের রক্ষায় হিন্দুদের কাছে আবেদন মমতার, 6 তারিখ সতর্ক থাকার বার্তা

অসীমের বক্তব্য, মমতাকে যদি বিরোধীদের বিরুদ্ধেই প্রচার করতে হয়, তাহলে সেটা তাঁর দলীয় কার্যালয় থেকেই করুন ৷ মানুষের করের টাকায় সরকারি অনুষ্ঠানগুলি আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ কেন রাজনৈতিক প্রচারের মঞ্চ হিসাবে ব্যবহার করবেন তৃণমূল সুপ্রিমো ! বিজেপি নেতার কথায় এসব আসলে 'জনতার করের টাকায় মোচ্ছব' ! তাঁর দাবি, মমতা জেলায় এলে এখন আর মানুষের মধ্যে কোনও উৎসাহ দেখা যায় না ৷ উপরন্তু, এই জেলায় একাধিক সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরপর পরাজিত হয়েছে ৷ এসব কারণেই মমতার হতাশা, জ্বালা ও যন্ত্রণা বাড়ছে ৷ সেই কারণেই বিরোধীদের আক্রমণ করছেন তিনি !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.