ETV Bharat / state

রেশনে দুর্নীতিসহ একাধিক দাবি নিয়ে SDO -র কাছে অবস্থান বিক্ষোভ BJP - র - রেশনে দুর্নীতিসহ একাধিক দাবি নিয়ে SDO - র কাছে অবস্থান বিক্ষোভ BJP - র

এবিষয়ে কাঁথি BJP - র সাংগঠনিক জেলা সম্পাদক নবীন প্রধান বলেন, " আজ বিক্ষোভের মূল বিষয় হল রেশন দুর্নীতি । লকডাউন শুরু হওয়ার পর থেকেই আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে বারবার দাবি জানিয়েছিলাম । সেইমতো আমরা কাঁথি মহকুমা শাসকের কাছে গত মাসের 22 তারিখে লিখিত একটি আবেদন দিয়েছিলাম । এখনও পর্যন্ত তার কোনও উত্তর পাওয়া যায়নি । "

bjp deputation to sdo in kanthi, east medinipur
রেশনে দুর্নীতিসহ একাধিক দাবি নিয়ে SDO - র কাছে অবস্থান বিক্ষোভ BJP - র
author img

By

Published : May 5, 2020, 9:39 PM IST

কাঁথি, 5 মে : রেশনে দুর্নীতি ও বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে আজ কাঁথি মহকুমা শাসকের কাছে অবস্থান বিক্ষোভ করে ভারতীয় জনতা পার্টি । এরপর মহকুমা শাসকের আশ্বাসে ওঠে বিক্ষোভ । আজ সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহাকুমা শাসকের কাছে ভারতীয় জনতা পার্টির অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় । বিক্ষোভে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কাঁথির সাংগঠনিক জেলা সম্পাদক নবীন প্রধান, অসীম মিত্র , রমাকান্ত দাসসহ আরও অনেকে ।

তাদের দাবি, এই সরকার রেশনে বিশাল পরিমাণে দুর্নীতি চালাচ্ছে । পাশাপাশি, বিদ্যুৎ বিলও মুকুবের দাবিও করা হয় । এছাড়াও পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু করার কথা ওঠে । বলা হয়, কিষান সম্মান নীতির টাকা দেওয়া হোক সাধারণ মানুষকে ৷ কেন্দ্রের বরাদ্দ চাল ডাল সাধারণের হাতে পৌঁছে দেওয়া হোক ৷ আজ কেন্দ্র স্বর্ণ চাল দিচ্ছে ৷ যা রাস্তায় পালটে যাচ্ছে ৷ তারই প্রতিবাদে আজ এই বিক্ষোভ অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে ।

এবিষয়ে কাঁথি BJP - র সাংগঠনিক জেলা সম্পাদক নবীন প্রধান বলেন, " আজ বিক্ষোভের মূল বিষয় হল রেশন দুর্নীতি । লকডাউন শুরু হওয়ার পর থেকেই আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে বারবার দাবি জানিয়েছিলাম । সেইমতো আমরা কাঁথি মহকুমা শাসকের কাছে গত মাসের 22 তারিখে লিখিত একটি আবেদন দিয়েছিলাম । এখনও পর্যন্ত তার কোনও উত্তর পাওয়া যায়নি । এরপর গত 2 দিন আগে আমরা ই-মেইল মারফত আবার অভিযোগ জানিয়েছিলাম ৷ কিন্তু মহকুমা শাসক তারও কোনও উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি । আমাদের জেলা নেতারা দেখা করতে গেলে, সৌজন্যতার খাতিরে বসার ব্যবস্থাও করেননি । "

এবিষয়ে অসীম মিত্র বলেন, " পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু করুন । কিষান সম্মান নীতির টাকা পেতে দিন সাধারণ মানুষকে । কেন্দ্রের বরাদ্দ চাল ডাল মানুষের হাতে পৌঁছে দিন । কেন্দ্রের পাঠানো চাল রাস্তায় পালটে যাচ্ছে ৷ তারই প্রতিবাদে আজ এই বিক্ষোভ অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে । যদিও কাঁথি মহকুমা শাসক শুভময় ভট্টাচার্য এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি ৷ "

কাঁথি, 5 মে : রেশনে দুর্নীতি ও বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে আজ কাঁথি মহকুমা শাসকের কাছে অবস্থান বিক্ষোভ করে ভারতীয় জনতা পার্টি । এরপর মহকুমা শাসকের আশ্বাসে ওঠে বিক্ষোভ । আজ সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহাকুমা শাসকের কাছে ভারতীয় জনতা পার্টির অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় । বিক্ষোভে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কাঁথির সাংগঠনিক জেলা সম্পাদক নবীন প্রধান, অসীম মিত্র , রমাকান্ত দাসসহ আরও অনেকে ।

তাদের দাবি, এই সরকার রেশনে বিশাল পরিমাণে দুর্নীতি চালাচ্ছে । পাশাপাশি, বিদ্যুৎ বিলও মুকুবের দাবিও করা হয় । এছাড়াও পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু করার কথা ওঠে । বলা হয়, কিষান সম্মান নীতির টাকা দেওয়া হোক সাধারণ মানুষকে ৷ কেন্দ্রের বরাদ্দ চাল ডাল সাধারণের হাতে পৌঁছে দেওয়া হোক ৷ আজ কেন্দ্র স্বর্ণ চাল দিচ্ছে ৷ যা রাস্তায় পালটে যাচ্ছে ৷ তারই প্রতিবাদে আজ এই বিক্ষোভ অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে ।

এবিষয়ে কাঁথি BJP - র সাংগঠনিক জেলা সম্পাদক নবীন প্রধান বলেন, " আজ বিক্ষোভের মূল বিষয় হল রেশন দুর্নীতি । লকডাউন শুরু হওয়ার পর থেকেই আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে বারবার দাবি জানিয়েছিলাম । সেইমতো আমরা কাঁথি মহকুমা শাসকের কাছে গত মাসের 22 তারিখে লিখিত একটি আবেদন দিয়েছিলাম । এখনও পর্যন্ত তার কোনও উত্তর পাওয়া যায়নি । এরপর গত 2 দিন আগে আমরা ই-মেইল মারফত আবার অভিযোগ জানিয়েছিলাম ৷ কিন্তু মহকুমা শাসক তারও কোনও উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি । আমাদের জেলা নেতারা দেখা করতে গেলে, সৌজন্যতার খাতিরে বসার ব্যবস্থাও করেননি । "

এবিষয়ে অসীম মিত্র বলেন, " পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু করুন । কিষান সম্মান নীতির টাকা পেতে দিন সাধারণ মানুষকে । কেন্দ্রের বরাদ্দ চাল ডাল মানুষের হাতে পৌঁছে দিন । কেন্দ্রের পাঠানো চাল রাস্তায় পালটে যাচ্ছে ৷ তারই প্রতিবাদে আজ এই বিক্ষোভ অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে । যদিও কাঁথি মহকুমা শাসক শুভময় ভট্টাচার্য এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.