খেজুরি, 26 মার্চ : ভোটের আগের দিন উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের খেজুরি ৷ একাধিক এলাকায় তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে ৷
খেজুরির বালিবস্তির 210 নম্বর বুথে বিজেপি কর্মীদের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণের অভিযোগ উঠেছে ৷ সূত্রের খবর সংঘর্ষে তিন বিজেপি কর্মী গুরতর জখম হয়েছেন ৷
জখম হয়েছেন বালিবস্তি 210 নম্বর সভাপতি সুমন জানা, অমিত পাত্র ও আরও এক মহিলা কর্মকর্তা ৷ তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের উপর ব্যপক মারধোর করে বলে অভিযোগ করেন তাঁরা ৷
আরও পড়ুন :- কোন কেন্দ্রে কোন সৈনিক ! প্রার্থীদের এক ঝলক
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । জখম তিনজনকে বর্তমান স্থানীয় জনকা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷