কাঁথি, 24 মার্চ: আজ কাঁথিতে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ অধিকারী গড়ের এই সভাতেই উপস্থিত থাকবেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী ৷ এ দিনই তিনি বিজেপিতে যোগ দেন কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ৷ মোদির হাত ধরেই কি তাঁর হাতে উঠবে গেরুয়া পতাকা ? এই প্রশ্ন ঘোরাফেরা করলেও বিশ্বস্ত সূত্রের খবর, দিব্যেন্দু সভায় থাকবেন, তবে গেরুয়া শিবিরে যোগ দেবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে । খুব সম্ভবত তিনি যোগ নাও দিতে পারেন, আমন্ত্রণ রক্ষা করতে তিনি সভায় থাকতে পারেন বলে খবর ৷ এ দিনের সভায় উপস্থিত থাকার কথা দিব্যেন্দুর বাবা তথা কাঁথির সাংসদ শিশির অধিকারীরও ৷
অধিকারী পরিবারের বাড়ি শান্তিকুঞ্জ সূত্রে খবর মিলেছে যে, আজকের সভায় উপস্থিত থাকার জন্য দিব্যেন্দু অধিকারীর কাছে বিজেপির আমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দেওয়ার জন্য দিব্যেন্দুকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ শুভেন্দু অধিকারীর ভাই সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে খবর ৷ সূত্রের দাবি, তিনি জানিয়েছেন যে বিজেপির জনসভায় থাকবেন ৷
গত 19 ডিসেম্বর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই অধিকারী পরিবারের সঙ্গে দূরত্ব ক্রমে বাড়তে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ৷ শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দুকে কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয় । দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় শিশির অধিকারীকে । এরপর তৃণমূল কংগ্রেসের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতির পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয় ৷ ঘনিষ্ঠ মহলে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগা শুরু হয় শিশির-দিব্যেন্দুদের ৷ এরপর যাবতীয় জল্পনা কাটিয়ে গত রবিবার অমিত শাহের সভায় উপস্থিত হন শিশির অধিকারী ৷ বিজেপির সঙ্গে থাকার আশ্বাস দেন ৷ তবে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরের শরিক হননি তিনি ৷ এ বার কি দিব্যেন্দু বিজেপির সঙ্গ নিতে চলেছেন ? নাকি তিনিও শিশিরের মতোই আনুষ্ঠানিক যোগদানে না থেকে শুধুই সভায় উপস্থিত হবেন, তাই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ৷
আরও পড়ুন: কী দিয়েছে ? দল থেকে প্রাপ্তি নিয়ে প্রশ্ন তুললেন খোদ দিব্যেন্দু
সভার আগের দিনই ই টিভি ভারতকে শুভেন্দুর ভাই বলেন, দলে সম্মান পাচ্ছেন না ৷ তবে দল পরিবর্তন করবেন কি না এখনও সেবিষয়ে ভাবেননি ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ফোন নম্বর না থাকায় বিষয়টি তাঁকে জানাতে পারেননি বলেও জানিয়েছেন তিনি ৷ এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায় বা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের উপর রাগ না থাকলেও আগামী দিনে রাগের বহিঃপ্রকাশ হবে ৷ এরপর ইটিভি ভারতের তরফে প্রশ্ন করা হয়, দলের তরফে এত পদ ও সাংসদ করা হলেও কেন সম্মান পাননি বলে মনে করছেন ৷ যদিও প্রশ্ন কর্তাকে মাঝে থামিয়ে দিব্য়েন্দু প্রশ্ন তোলেন, "কী দিয়েছে ? ওই বাঁকা বাঁকা প্রশ্ন করলে তার উত্তর আমি দিতে পারব না ৷ 2 তারিখের পর দেখা করবেন, তখন উত্তর পেয়ে যাবেন ৷ "