ETV Bharat / state

‘‘তোর খেলায় ভয় পাই না’’, প্রথমবার মমতাকে তুই সম্বোধন শাহর - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

মেচেদার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুই করে সম্বোধন অমিত শাহর ৷ প্রথমবার এভাবে মুখ্যমন্ত্রীকে সম্বোধন করলেন তিনি ৷ সেই সঙ্গে একাধিক দুর্নীতি এবং সর্বোপরি ভাইপো ইস্যুতে তৃণমূল সুপ্রিমোকে নিশানা করলেন শাহ ৷

bengal election 2021 amit shah attack mamata banerjee on several issues ahead of first poll in west bengal
‘‘তোর খেলায় ভয় পাই না’’, প্রথমবার মমতাকে তুই সম্বোধন শাহর
author img

By

Published : Mar 25, 2021, 6:06 PM IST

মেচেদা (পূর্ব মেদিনীপুর), 25 মার্চ : এতদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে নরেন্দ্র মোদি বা অমিত শাহকে তুই সম্বোধন করে বলতে শোনা গিয়েছে ৷ তার সমালোচনা করলেও, তৃণমূল নেত্রীকে কোনওদিনই অসম্মান করে কোনও কথা বলেনি বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ কিন্তু, আজ প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তুই করে সম্বোধন করলেন অমিত শাহ ৷ পূর্ব মেদিনীপুরের মেচেদার জনসভা থেকে শাহ বলেন, ‘‘দিদি তোর খেলায় আমরা ভয় পাই না ৷’’

আজ প্রথম দফার নির্বাচন কেন্দ্রগুলিতে শেষ প্রচারের দিন ছিল ৷ তার আগে গোটা জঙ্গলমহলে প্রচারের ঝড় তুললেন বিজেপির শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তেমনি মেচেদার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নানা ইস্যুতে নিশানা করলেন তিনি ৷ যেখানে আমফান দুর্নীতি থেকে সিন্ডিকেট রাজ এমনকি, মমতার ‘খেলা হবে’ স্লোগানকেও নিশানা করলেন শাহ ৷ আর সেই প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুই সম্বোধনে বিঁধলেন তিনি ৷ এদিন অমিত শাহ বলেন, ‘‘দিদি বলে খেলা হবে ৷ দিদি কি বিজেপিকে ভয় দেখাতে চাইছে? দিদি, আমরা তোর খেলায় ভয় পাই না ৷’’

এদিনের জনসভায় অমিত শাহ অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য়মন্ত্রী হওয়ার পর আর দিদি নেই ৷ তিনি মুখ্য়মন্ত্রী হওয়ার আগে বাংলার মানুষের দিদি ছিলেন ৷ ভোটে জিতে দিদি ভাইপোর পিসি হয়ে গিয়েছেন ৷ আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের বদলে, ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে বেশি মনোযোগ দিয়েছেন বলে অভিযোগ করেন শাহ ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে এদিন সিন্ডিকেট ও মাফিয়া রাজ নিয়েও তৃণমূলকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তাঁর অভিযোগ , জঙ্গলমহলের অধিকাংশ মানুষ আজ তাঁদের অধিকার থেকে বঞ্চিত ৷ কারণ সবকিছুতে ভাইপোর তোলাবাজি আর সিন্ডিকেট রাজ চলছে ৷

পাশাপাশি বিজেপির ইস্তেহারে উল্লেখিত এইমস হাসপাতালের একটি জঙ্গলমহলের ঝাড়গ্রাম-বাঁকুড়া অঞ্চলে হবে বলে এদিন জানান অমিত শাহ ৷ যেখানে জঙ্গলমহল থেকে উপযুক্ত দাম দিয়ে সরকার সাধারণ মানুষের থেকে জমি কিনবে বলে এদিন প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেই সঙ্গে বন্দর এলাকার উন্নয়ন থেকে মৎস্যজীবী ও কৃষকদের জন্য 3 লক্ষ টাকার স্বাস্থ্য বীমার কথাও উল্লেখ করেন ৷

আরও পড়ুন : ভোটের পারদ বাড়িয়ে বাকযুদ্ধে শাহ-মমতা

পাশাপাশি শেষ দফার প্রচারে অনুপ্রবেশকেও একটা বড় ইস্যু হিসেবে তুলে ধরেছেন অমিত শাহ ৷ নাম না করলেও, ঘুরিয়ে নাগরিকত্ব আইন প্রয়োগের বিষয়টিকে তুলে ধরলেন তিনি ৷ শাহর অভিযোগ জঙ্গলমহল শুধু নয়, গোটা বাংলার মানুষের অধিকারে ভাগ বসিয়েছে এই অনুপ্রবেশকারীরা ৷ সে জীবিকা হোক বা খাদ্য সংস্থান, এমনকী বাসস্থানের ক্ষেত্রেও অনুপ্রবেশকারীরা বাংলার মানুষের অধিকারকে খর্ব করেছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ আর এর পিছনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে বলে তোপ দাগেন শাহ ৷ তাই এই অনুপ্রবেশকারীদের তাড়াতে বিজেপির সরকারই একমাত্র উপায় বলে এদিন দাবি করেন অমিত শাহ ৷

মেচেদা (পূর্ব মেদিনীপুর), 25 মার্চ : এতদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে নরেন্দ্র মোদি বা অমিত শাহকে তুই সম্বোধন করে বলতে শোনা গিয়েছে ৷ তার সমালোচনা করলেও, তৃণমূল নেত্রীকে কোনওদিনই অসম্মান করে কোনও কথা বলেনি বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ কিন্তু, আজ প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তুই করে সম্বোধন করলেন অমিত শাহ ৷ পূর্ব মেদিনীপুরের মেচেদার জনসভা থেকে শাহ বলেন, ‘‘দিদি তোর খেলায় আমরা ভয় পাই না ৷’’

আজ প্রথম দফার নির্বাচন কেন্দ্রগুলিতে শেষ প্রচারের দিন ছিল ৷ তার আগে গোটা জঙ্গলমহলে প্রচারের ঝড় তুললেন বিজেপির শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তেমনি মেচেদার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নানা ইস্যুতে নিশানা করলেন তিনি ৷ যেখানে আমফান দুর্নীতি থেকে সিন্ডিকেট রাজ এমনকি, মমতার ‘খেলা হবে’ স্লোগানকেও নিশানা করলেন শাহ ৷ আর সেই প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুই সম্বোধনে বিঁধলেন তিনি ৷ এদিন অমিত শাহ বলেন, ‘‘দিদি বলে খেলা হবে ৷ দিদি কি বিজেপিকে ভয় দেখাতে চাইছে? দিদি, আমরা তোর খেলায় ভয় পাই না ৷’’

এদিনের জনসভায় অমিত শাহ অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য়মন্ত্রী হওয়ার পর আর দিদি নেই ৷ তিনি মুখ্য়মন্ত্রী হওয়ার আগে বাংলার মানুষের দিদি ছিলেন ৷ ভোটে জিতে দিদি ভাইপোর পিসি হয়ে গিয়েছেন ৷ আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের বদলে, ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে বেশি মনোযোগ দিয়েছেন বলে অভিযোগ করেন শাহ ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে এদিন সিন্ডিকেট ও মাফিয়া রাজ নিয়েও তৃণমূলকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তাঁর অভিযোগ , জঙ্গলমহলের অধিকাংশ মানুষ আজ তাঁদের অধিকার থেকে বঞ্চিত ৷ কারণ সবকিছুতে ভাইপোর তোলাবাজি আর সিন্ডিকেট রাজ চলছে ৷

পাশাপাশি বিজেপির ইস্তেহারে উল্লেখিত এইমস হাসপাতালের একটি জঙ্গলমহলের ঝাড়গ্রাম-বাঁকুড়া অঞ্চলে হবে বলে এদিন জানান অমিত শাহ ৷ যেখানে জঙ্গলমহল থেকে উপযুক্ত দাম দিয়ে সরকার সাধারণ মানুষের থেকে জমি কিনবে বলে এদিন প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেই সঙ্গে বন্দর এলাকার উন্নয়ন থেকে মৎস্যজীবী ও কৃষকদের জন্য 3 লক্ষ টাকার স্বাস্থ্য বীমার কথাও উল্লেখ করেন ৷

আরও পড়ুন : ভোটের পারদ বাড়িয়ে বাকযুদ্ধে শাহ-মমতা

পাশাপাশি শেষ দফার প্রচারে অনুপ্রবেশকেও একটা বড় ইস্যু হিসেবে তুলে ধরেছেন অমিত শাহ ৷ নাম না করলেও, ঘুরিয়ে নাগরিকত্ব আইন প্রয়োগের বিষয়টিকে তুলে ধরলেন তিনি ৷ শাহর অভিযোগ জঙ্গলমহল শুধু নয়, গোটা বাংলার মানুষের অধিকারে ভাগ বসিয়েছে এই অনুপ্রবেশকারীরা ৷ সে জীবিকা হোক বা খাদ্য সংস্থান, এমনকী বাসস্থানের ক্ষেত্রেও অনুপ্রবেশকারীরা বাংলার মানুষের অধিকারকে খর্ব করেছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ আর এর পিছনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে বলে তোপ দাগেন শাহ ৷ তাই এই অনুপ্রবেশকারীদের তাড়াতে বিজেপির সরকারই একমাত্র উপায় বলে এদিন দাবি করেন অমিত শাহ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.