ETV Bharat / state

কোরোনা পজ়িটিভ ধরা পড়তেই কাঁথিতে চালু স্যানিটাইজ়েশন - kanthi

পূর্ব মেদিনীপুরের কাঁথিতে 14টি নতুন করে কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । এরপরই শুরু হয়ে যায় স্যানিটাইজ়েশন পক্রিয়া ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 10, 2020, 8:04 AM IST

কাঁথি, 10 জুন : কাঁথিতে কোরোনা পজ়িটিভ ধরা পড়ার পর শহরের বিভিন্ন জায়গায় জীবাণুমুক্ত করতে ব্যস্ত দমকল কর্মীরা ।

পূর্ব মেদিনীপুরে আবার নতুন করে 14 জনের কোরোনা পজ়িটিভ ধরা পড়েছিল । তার মধ্যে 12 জন পরিযায়ী শ্রমিক ও সংস্পর্শে আসা 2 বৃদ্ধ । পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহাকুমার 5 জন যুবক, ভগবানপুর 2 নম্বর ব্লকের দুইজন , চণ্ডীপুর এলাকায় চারজনের লালা রসের নমুনার রিপোর্ট পজ়িটিভ ধরা পড়েছিল । এরমধ্যে 12 জন পরিযায়ী শ্রমিক ও তাঁদের সংস্পর্শে আসা 2 জন বৃদ্ধ রয়েছে । গতকাল তাঁদের পাঁশকুড়া কোরোনা হাসপাতলে ভরতি করা হয়েছিল । কোরোনায় আক্রান্তদের সংস্পর্শে আশা বাকিদের চিহ্নিতকরণের কাছ চলছিল । তাঁদের স্বাস্থ্য বিভাগের থেকে নির্দেশ দেওয়া হয়েছে হোম কোয়ারানটিনে থাকার ।

কাঁথি মহকুমা হাসপাতালে সূত্রে খবর, এইদিন 127 জন পরিযায়ী শ্রমিকদের লালারস পরীক্ষার জন্য বেলেঘাটা ID হাসপাতালে পাঠানো হয়েছে । গতকাল কোরোনা পজ়িটিভের খবর পাওয়ার পর এদিন সকাল থেকেই কাঁথি শহরের বিভিন্ন জায়গায় প্রশাসনিক মহল ও কাঁথি শহরে জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে । কাঁথি থানা, কাঁথি পৌরসভা, কাঁথি মহিলা থানা, কাঁথি মহকুমা আদালত সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় স্যানিটাইজা়র কাজে ব্যস্ত দমকল কর্মীরা ।

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম জেলা স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় বলেন, “ গত মাসের 27 তারিখে তাদের নমুনার লালারস পরীক্ষার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল । ল্যাবরেটরিতে পরীক্ষা করার পর্যাপ্ত ক্ষমতা না থাকায়, রিপোর্ট আসতে এত দেরি হচ্ছে । তাই আজ কাঁথি মহকুমা হাসপাতালে 127 জন পরিযায়ী শ্রমিকদের লালারস পরীক্ষার জন্য বেলেঘাটা ID হাসপাতালে পাঠানো হয়েছে ।

কাঁথি, 10 জুন : কাঁথিতে কোরোনা পজ়িটিভ ধরা পড়ার পর শহরের বিভিন্ন জায়গায় জীবাণুমুক্ত করতে ব্যস্ত দমকল কর্মীরা ।

পূর্ব মেদিনীপুরে আবার নতুন করে 14 জনের কোরোনা পজ়িটিভ ধরা পড়েছিল । তার মধ্যে 12 জন পরিযায়ী শ্রমিক ও সংস্পর্শে আসা 2 বৃদ্ধ । পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহাকুমার 5 জন যুবক, ভগবানপুর 2 নম্বর ব্লকের দুইজন , চণ্ডীপুর এলাকায় চারজনের লালা রসের নমুনার রিপোর্ট পজ়িটিভ ধরা পড়েছিল । এরমধ্যে 12 জন পরিযায়ী শ্রমিক ও তাঁদের সংস্পর্শে আসা 2 জন বৃদ্ধ রয়েছে । গতকাল তাঁদের পাঁশকুড়া কোরোনা হাসপাতলে ভরতি করা হয়েছিল । কোরোনায় আক্রান্তদের সংস্পর্শে আশা বাকিদের চিহ্নিতকরণের কাছ চলছিল । তাঁদের স্বাস্থ্য বিভাগের থেকে নির্দেশ দেওয়া হয়েছে হোম কোয়ারানটিনে থাকার ।

কাঁথি মহকুমা হাসপাতালে সূত্রে খবর, এইদিন 127 জন পরিযায়ী শ্রমিকদের লালারস পরীক্ষার জন্য বেলেঘাটা ID হাসপাতালে পাঠানো হয়েছে । গতকাল কোরোনা পজ়িটিভের খবর পাওয়ার পর এদিন সকাল থেকেই কাঁথি শহরের বিভিন্ন জায়গায় প্রশাসনিক মহল ও কাঁথি শহরে জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে । কাঁথি থানা, কাঁথি পৌরসভা, কাঁথি মহিলা থানা, কাঁথি মহকুমা আদালত সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় স্যানিটাইজা়র কাজে ব্যস্ত দমকল কর্মীরা ।

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম জেলা স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় বলেন, “ গত মাসের 27 তারিখে তাদের নমুনার লালারস পরীক্ষার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল । ল্যাবরেটরিতে পরীক্ষা করার পর্যাপ্ত ক্ষমতা না থাকায়, রিপোর্ট আসতে এত দেরি হচ্ছে । তাই আজ কাঁথি মহকুমা হাসপাতালে 127 জন পরিযায়ী শ্রমিকদের লালারস পরীক্ষার জন্য বেলেঘাটা ID হাসপাতালে পাঠানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.