দিঘা, 18 অক্টোবর : অন্ধ্র উপকূল ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। যার জেরে গত রবিবার থেকে পূর্ব মেদিনীপুরে শুরু হয়েছে বৃষ্টিপাত। স্বাভাবিকভাবে বাদ যায়নি দিঘাও। গতকাল থেকে সমস্ত পর্যটক হোটেলবন্দি সেখানে। দুর্ভোগ বেড়েছে বানভাসি এলাকায়। তবে সোমবার সকালে বৃষ্টি কমতেই পর্যটকদের সোজা গন্তব্য সমুদ্র সৈকত।
যদিও দুর্ভোগ শেষ হয়নি ৷ ১৮ এবং ১৯ অক্টোবর ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস পূর্ব মেদিনীপুরে। বৃষ্টিপাতের সঙ্গে ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা ৷ দুর্যোগপূর্ণ আবহাওয়াতে দুর্ঘটনা এড়াতে তৎপর প্রশাসন।
জেলা বিপর্যয় ব্যবস্থাপন অফিসার মৃত্যুঞ্জয় হালদার জানান, ১৮ - ১৯ অক্টোবর ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরে। বৃষ্টিপাতের সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে চলবে ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। শনিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছিল জেলার বিভিন্ন জায়গায়। দিঘা এবং সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। সকালে খানিকটা উত্তাল ছিল সমুদ্র। আমরা ব্লক প্রশাসন, পুলিশ এবং মৎস্য দপ্তরকে এ বিষয়ে সতর্ক করেছি।'
আরও পড়ুন : পূর্ণিমার কোটালে প্রবল জলোচ্ছ্বাস দিঘায়
পুজো মিটলেও সপ্তাহান্তে ছুটিতে ভালই ভিড় দিঘায়। স্বাভাবিকভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়াতে দুর্ঘটনা এড়াতে তৎপর রয়েছে প্রশাসন। সোমবার সকালের দিকে সমুদ্রে নামার চেষ্টা করেও ব্যর্থ হতে হয় পর্যটকদের। পুলিশের বাধায় হোটেলে ফিরতে হয় তাদের। তবে দুপুরের পর আবহাওয়ার পরিবর্তন হতেই আর আটকে রাখা সম্ভব হয়নি পর্যটকদের। একটু বৃষ্টি থামতেই অনাবিল আনন্দে মেতে ওঠেন পর্যটকরা। হোটেল থেকে সোজা গন্তব্য সমুদ্র সৈক ৷
সকাল থেকেই অপেক্ষায় প্রহর গুনছিলেন পর্যটকরা। তাই দুপুরে মূহূর্তের মধ্যেই সৈকত ভরিয়ে তোলেন পর্যটকরা ৷ সমুদ্রে গা ভাসানোর সঙ্গে চলে দেদার সেল্ফি ৷ যদিও সোমবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকায় মাইকিং করে সতর্কতা জারি করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে ৷