কাঁথি ২ জুন : আমফানের ক্ষতিপূরণ নিয়ে স্বজনপোষণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । বামফ্রন্টের পক্ষ থেকে দুরমুঠ গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করা হয় আজ । অবস্থান বিক্ষোভ করে পঞ্চায়েত প্রধানকে অফিসে ঢুকতে বাধা দেন CPI(M)-এর কর্মীরা । জমা দেওয়া হয় ডেপুটেশন । পূর্ব মেদিনীপুরের কাঁথির তিন নম্বর ব্লকের দুরমুঠ গ্রাম পঞ্চায়েত অফিসের ঘটনা ।
CPI(M)-এর অভিযোগ, আমফান ঘূর্ণিঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দিয়ে দলীয় কর্মীদের বেছে বেছে ক্ষতিপূরণ দিচ্ছে তৃণমূল । অভিযোগের ভিত্তিতে আজ তৃণমূল পরিচালিত দুরমুঠ গ্রামপঞ্চায়েত অফিসে CPI(M)-এর তরফে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে । অফিসের সামনে বিক্ষোভ দেখান CPI(M)-এর কর্মীরা । যদিও স্বজনপোষণের কথা অস্বীকার করেছেন দুরমুঠ গ্রাম পঞ্চায়েত প্রধান ।
গ্রামপঞ্চায়েত প্রধান তাপসী দাস সাহু বলেন, "ডেপুটেশনের কথা আগে থেকে আমাকে কেউ জানাননি । গ্রামপঞ্চায়েত অফিসে ঢোকার সময় অবৈধভাবে আমার পথ আটকানো হয় । আমফানের ত্রাণ নিয়ে স্বজনপোষণের কথা যাঁরা বলেছেন তাঁরা আমাকে লিস্ট দিয়েছিলেন । সঠিক তদন্ত করে আমি BDO-র কাছে পাঠাচ্ছি ।" বিক্ষোভকারী CPI(M) নেতা তাপস কুমার বলেন, "কোরোনা পরিস্থিতির মাঝেই গত মাসের ২০ তারিখ আমফান ঘূর্ণিঝড় হয়েছিল । সেই ঘূর্ণিঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । তৃণমূল পরিচালিত এই দুরমুঠ গ্রামপঞ্চায়েত অফিস দলবাজি শুরু করেছে । বেছে বেছে দলীয় লোকদের নাম তালিকাভুক্ত করছে রিলিফ, ত্রাণ, ত্রিপল, ঘর তৈরি করে দেওয়ার জন্য । বিষয়টির প্রতিবাদে আমরা আজ প্রায় দুই শতাধিক মানুষকে সঙ্গে নিয়ে গ্রামপঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দিয়েছি ডেপুটেশন দেওয়ার পর প্রধান ক্ষতিগ্রস্ত সবাইকে ত্রাণ বিলির আশ্বাস দিয়েছেন । যদি তা না করেন , তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ।"