ETV Bharat / state

ত্রাণ বিলিতে স্বজনপোষণের অভিযোগ, বিক্ষোভে আটকাল সাংসদের গাড়ি - আমফানের ত্রাণ নিয়ে স্বজনপোষণের অভিযোগ কাঁথিতে

আমফানের ত্রাণ থেকে বঞ্চিত অনেক ক্ষতিগ্রস্ত । অভিযোগ, সরকারি টাকা পাইয়ে দেওয়া হচ্ছে দলের পরিচিতদের । এর জেরে পথ আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ।

agitation for amphan relief in kanthi
আমফানের ত্রাণ নিয়ে স্বজনপোষণের অভিযোগ কাঁথিতে
author img

By

Published : Jun 23, 2020, 1:02 PM IST

কাঁথি, 23 জুন : আমফানে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য থেকে বঞ্চিত করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে । দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা । কাঁথি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের ঘটনা । পরে বিক্ষোভকারীরা পথ অবরোধ করে ।

গ্রামবাসীদের অভিযোগ, আমফানের সরকারি ত্রাণ নিয়ে স্বজনপোষণ করছে তৃণমূলের নেতা কর্মীরা । যারা সত্যিকারের ক্ষতিগ্রস্ত, কাঁচা বাড়ি ভেঙে গেছে তাদের ত্রাণ দেওয়া হচ্ছে না । বরং যারা পাকা বাড়িতে রয়েছে তাদের সরকারি টাকা পাইয়ে দেওয়া হচ্ছে ।

রবিবার ত্রাণ নিয়ে স্বজনপোষণের দাবি নিয়ে গতকাল তৃণমূলের পার্টি অফিসের সামনে বিক্ষোভ শুরু করে । গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়েছে, যদি কোনও সুরাহা না হয় তবে বৃহত্তর আন্দোলনে নামবে তারা । তারপর সোমবারে কাঁথি মেচেদা বাইপাস থেকে কাঁথি শহরে প্রবেশ করার পথে অবরোধ শুরু করে । প্রায় 1 ঘণ্টা ধরে অবরোধ করে গ্রামবাসীরা । কাঁথি থানার পুলিশ আসে । পরে পুলিশের আশ্বাসে গ্রামবাসীরা বিক্ষোভ তুলে নেয় ।

পথ অবরোধের জেরে আটকে পড়েন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী । বিক্ষোভকারীদের অভাব-অভিযোগের কথা শোনেন । তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন ।

বিক্ষোভকারী বিপেন দাস বলেন, "আমফানে ক্ষতিগ্রস্তদের টাকা না দিয়ে কাউন্সিলর নিজে কাটমানি খেয়েছেন । তাঁর লোকজনদের সুবিধা পাইয়ে দিয়েছেন । আমাদের গতকাল কাউন্সিলর বলেছিলেন, আমফানে ক্ষতিগ্রস্তদের একটি লিস্ট দেবেন । কিন্তু উনি না দেওয়ার কারণে আমরা আজকে আবার পথ অবরোধ করি ।"

যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে কাঁথি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল সেক্রেটারি নীহাররঞ্জন দাস বলেন, "আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকা SDO অফিস করেছে । আমাদের কিছু করার নেই । আর এই অবরোধের কথা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ।"

কাঁথি, 23 জুন : আমফানে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য থেকে বঞ্চিত করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে । দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা । কাঁথি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের ঘটনা । পরে বিক্ষোভকারীরা পথ অবরোধ করে ।

গ্রামবাসীদের অভিযোগ, আমফানের সরকারি ত্রাণ নিয়ে স্বজনপোষণ করছে তৃণমূলের নেতা কর্মীরা । যারা সত্যিকারের ক্ষতিগ্রস্ত, কাঁচা বাড়ি ভেঙে গেছে তাদের ত্রাণ দেওয়া হচ্ছে না । বরং যারা পাকা বাড়িতে রয়েছে তাদের সরকারি টাকা পাইয়ে দেওয়া হচ্ছে ।

রবিবার ত্রাণ নিয়ে স্বজনপোষণের দাবি নিয়ে গতকাল তৃণমূলের পার্টি অফিসের সামনে বিক্ষোভ শুরু করে । গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়েছে, যদি কোনও সুরাহা না হয় তবে বৃহত্তর আন্দোলনে নামবে তারা । তারপর সোমবারে কাঁথি মেচেদা বাইপাস থেকে কাঁথি শহরে প্রবেশ করার পথে অবরোধ শুরু করে । প্রায় 1 ঘণ্টা ধরে অবরোধ করে গ্রামবাসীরা । কাঁথি থানার পুলিশ আসে । পরে পুলিশের আশ্বাসে গ্রামবাসীরা বিক্ষোভ তুলে নেয় ।

পথ অবরোধের জেরে আটকে পড়েন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী । বিক্ষোভকারীদের অভাব-অভিযোগের কথা শোনেন । তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন ।

বিক্ষোভকারী বিপেন দাস বলেন, "আমফানে ক্ষতিগ্রস্তদের টাকা না দিয়ে কাউন্সিলর নিজে কাটমানি খেয়েছেন । তাঁর লোকজনদের সুবিধা পাইয়ে দিয়েছেন । আমাদের গতকাল কাউন্সিলর বলেছিলেন, আমফানে ক্ষতিগ্রস্তদের একটি লিস্ট দেবেন । কিন্তু উনি না দেওয়ার কারণে আমরা আজকে আবার পথ অবরোধ করি ।"

যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে কাঁথি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল সেক্রেটারি নীহাররঞ্জন দাস বলেন, "আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকা SDO অফিস করেছে । আমাদের কিছু করার নেই । আর এই অবরোধের কথা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.