নন্দীগ্রাম, 1 জুন: বাম সরকারের সময়ে পরিবর্তনের ভিত্তি ভূমিই ছিল নন্দীগ্রাম। এক সময়ে এই মাটিই কার্যত বিপ্লবের জন্ম দিয়ে রাজ্যে পালাবদলের পথ সুগম করে দিয়েছিল তৃণমূলের জন্য ৷ কিন্তু গত বিধানসভা নির্বাচনের পর অবশ্য রাজ্যের শাসকদলের সেই বিপ্লবের অস্ত্র কিছুটা ভোঁতা হয়েছিল বলেই মনে করেছে রাজনৈতিক মহল ৷ এবার সেই নন্দীগ্রামকেই ফের নিজেদের তুণে ফিরিয়ে আনতে মরিয়া তৃণমূল কংগ্রেস। আর এখান থেকেই অভিষেক জানান, নন্দীগ্রাম দূষণমুক্ত হবে দ্রুত ৷
গত বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান তিনি। পরে আবার ভবানীপুর কেন্দ্রে জিতে মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদা তৃণমূল কংগ্রেসের শক্ত জমি নন্দীগ্রাম এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর গড় বলেই পরিচিত হয়ে গিয়েছে। তাই হারানো জমি ফিরে পেতে মরিয়া রাজ্যের শাসক দল। এদিন এই নন্দীগ্রামের বুকে দীর্ঘ 20 কিলোমিটার মিছিল করেন অভিষেক। চণ্ডীপুর থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে। এদিন নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে ছোট জনসভাও করেন অভিষেক ৷ আর সেখান থেকেই কার্যত বিজেপির বিরুদ্ধে শেল ছুড়েছেন অভিষেক ৷ অভিষেক বলেন, "আগামী দিন বাংলার রাজনীতি দূষণমুক্ত হতে চলেছে এই নন্দীগ্রামের বুক থেকেই। যারা ধর্মের রাজনীতি করে, এই নন্দীগ্রামের শান্তির মাটিতে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে ৷ এখানে আগামী দিন তাদের জামানত বাজেয়াপ্ত হবে ৷"
আরও পড়ুন: রাজনৈতিক ব্যক্তিত্ব ক্রীড়া সংস্থার মাথায় কেন ? কুস্তিগীরদের সমর্থনে বিজেপির বিরুদ্ধে সরব মমতা
এদিন অভিষেক বলেন, "এই মিছিল করতে গিয়ে আজ আপনারা যে সাহস দেখিয়েছেন, আগামী দিন ভোটের ময়দানে সেই সাহস দেখাতে মেরুদণ্ড সোজা রাখতে হবে।" তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, "আজকে মিছিলের সময় যেই আমাকে দেখেছে সেই বলেছে গদ্দারকে তাড়াতে হবে। আমি বলেছি তাড়াব ৷ কিন্তু তাঁকে তাড়ানোর দায়িত্বটা আপনাদের নিতে হবে। জোড়া ফুলের ঝাণ্ডা নিয়ে লড়াই জারি রাখুন। আপনাদের গায়ে হাত পড়লে আমি নিজে আসব নন্দীগ্রামে।" একই সঙ্গে তিনি জানান, বিজেপি ভাবছে ইডি-সিবিআই দেখিয়ে তাঁদের বাড়িতে বন্ধ করে রাখা যাবে। অভিষেক বলেন, "কিন্তু ইডি-সিবিআই শেষ কথা বলে না। শেষ কথা বলে মানুষ। আপনারা যদি পাশে থাকেন, যদি আপনারা চান আগামী দিনে ওরা বাড়ি থেকে বেরোতে পারবে না। আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনারা পাশে থাকলে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের জন্য লড়াই করব।" অভিষেক আরও বলেন, "আমি এক কথার ছেলে। যা বলি তা করি। গদ্দারদের বলব যদি ক্ষমতা থাকে তাহলে মানুষকে সঙ্গে নিয়ে চন্ডিপুর থেকে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করুন। আপনারা বলতেন না নন্দীগ্রামের মাটি অধিকারীদের শক্ত ঘাঁটি। আমি বলছি নন্দীগ্রামের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি। যদি ক্ষমতা থাকে ভুল প্রমাণ করে দেখান।"