ভগবানপুর, 15 অক্টোবর : বাজি বিস্ফোরণের জেরে আগুনে পুড়ে মৃত্যু হল বাজি ব্যবসায়ী ৷ পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের চড়াবাড় গ্রামের ঘটনা ৷
মৃত বাজি ব্যবসায়ীর নাম হিমাংশু পাল (68) ৷ গতরাতে বাজি কিনে এনে নিজের বাড়িতে মজুদ করে রেখেছিলেন ৷ জানা গেছে, ওই বাড়ি থেকে বিভিন্ন জায়গায় পাঠানো হত বাজিগুলি ৷ স্থানীয়দের বক্তব্য, আচমকাই বিস্ফোরণ হয় ৷ পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে যায় ৷ ক্ষতিগ্রস্ত হয় ওই বাড়ির কিছু অংশ ৷ পুলিশে খবর দেওয়া হয় ৷ ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ হিমাংশুবাবুকে উদ্ধার করে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ ময়নাতদন্তের জন্য মৃতদেহ কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷
ভগবানপুর থানার OC প্রণব রায় বলেন, কোথা থেকে এত বেআইনি বাজি নিয়ে আসা হত তদন্ত শুরু করেছে পুলিশ ৷ সেইসঙ্গে কী ভাবে বিস্ফোরণ হল তা খতিয়ে দেখা হচ্ছে ৷