ETV Bharat / state

ভগবানপুরে বাড়িতে মজুত বাজি বিস্ফোরণে মৃত 1 - A firecrackers business man died in crackers explosion at Bhagabanpur East Midnapore

বাজি বিস্ফোরণের জেরে আগুনে পুড়ে মৃত্যু হল এক বাজি ব্যবসায়ীর ৷ ভগবানপুরের চড়াবাড় গ্রামের ঘটনা ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

প্রতীকী ছবি
author img

By

Published : Oct 15, 2019, 8:54 AM IST

ভগবানপুর, 15 অক্টোবর : বাজি বিস্ফোরণের জেরে আগুনে পুড়ে মৃত্যু হল বাজি ব্যবসায়ী ৷ পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের চড়াবাড় গ্রামের ঘটনা ৷

মৃত বাজি ব্যবসায়ীর নাম হিমাংশু পাল (68) ৷ গতরাতে বাজি কিনে এনে নিজের বাড়িতে মজুদ করে রেখেছিলেন ৷ জানা গেছে, ওই বাড়ি থেকে বিভিন্ন জায়গায় পাঠানো হত বাজিগুলি ৷ স্থানীয়দের বক্তব্য, আচমকাই বিস্ফোরণ হয় ৷ পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে যায় ৷ ক্ষতিগ্রস্ত হয় ওই বাড়ির কিছু অংশ ৷ পুলিশে খবর দেওয়া হয় ৷ ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ হিমাংশুবাবুকে উদ্ধার করে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ ময়নাতদন্তের জন্য মৃতদেহ কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷

দেখুন ভিডিয়ো...

ভগবানপুর থানার OC প্রণব রায় বলেন, কোথা থেকে এত বেআইনি বাজি নিয়ে আসা হত তদন্ত শুরু করেছে পুলিশ ৷ সেইসঙ্গে কী ভাবে বিস্ফোরণ হল তা খতিয়ে দেখা হচ্ছে ৷

ভগবানপুর, 15 অক্টোবর : বাজি বিস্ফোরণের জেরে আগুনে পুড়ে মৃত্যু হল বাজি ব্যবসায়ী ৷ পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের চড়াবাড় গ্রামের ঘটনা ৷

মৃত বাজি ব্যবসায়ীর নাম হিমাংশু পাল (68) ৷ গতরাতে বাজি কিনে এনে নিজের বাড়িতে মজুদ করে রেখেছিলেন ৷ জানা গেছে, ওই বাড়ি থেকে বিভিন্ন জায়গায় পাঠানো হত বাজিগুলি ৷ স্থানীয়দের বক্তব্য, আচমকাই বিস্ফোরণ হয় ৷ পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে যায় ৷ ক্ষতিগ্রস্ত হয় ওই বাড়ির কিছু অংশ ৷ পুলিশে খবর দেওয়া হয় ৷ ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ হিমাংশুবাবুকে উদ্ধার করে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ ময়নাতদন্তের জন্য মৃতদেহ কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷

দেখুন ভিডিয়ো...

ভগবানপুর থানার OC প্রণব রায় বলেন, কোথা থেকে এত বেআইনি বাজি নিয়ে আসা হত তদন্ত শুরু করেছে পুলিশ ৷ সেইসঙ্গে কী ভাবে বিস্ফোরণ হল তা খতিয়ে দেখা হচ্ছে ৷

Intro:বাজি ব্যবসায়ীর বাড়িতে আগুন লেগে মৃত্যু এক ।


ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার চড়াবাড় গ্রামের বাসিন্দা হিমাংশু পালের বসতবাড়িতে । গতকাল রাতে হিমাংশু পাল বাজি কিনে নিয়ে এসে মজুদ রাখছিলেন । আর এখান থেকেই চলতো বিভিন্ন জায়গায় প্রচার । এমনই সময় আচমকাই ফেটে যায় বাজি , ক্ষতি হয়েছে বাড়ির বেশ কিছু অংশ । আর পুরো ছেয়ে যায় এলাকা ধোঁয়োযাতে । পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এবং বাজি ব্যবসায়ী হিমাংশু পালকে উদ্ধার করে ভগবানপুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বাবু তাকে মৃত বলে ঘোষণা করেন । দেহটিকে মযনা তদন্তের জন্য কাঁথির মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । ভগবানপুর থানার ওসি প্রনব রায় বলেন রাতে হিমাংশু পালের বাড়িতে একটি বিস্ফোরণ হয়েছিল । বাড়ির মালিক হিমাংশু পাল আহত হয়েছিলেন, পুলিশ উদ্ধার করে গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বাবু মৃত বলে ঘোষণা করেন । তবে কোথা থেকে এত বেআইনি বাজি আসতো, তদন্ত শুরু করেছে পুলিশ ।Body:বাজি ব্যবসায়ীর বাড়িতে আগুন লেগে মৃত্যু এক ।


ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার চড়াবাড় গ্রামের বাসিন্দা হিমাংশু পালের বসতবাড়িতে । গতকাল রাতে হিমাংশু পাল বাজি কিনে নিয়ে এসে মজুদ রাখছিলেন । আর এখান থেকেই চলতো বিভিন্ন জায়গায় প্রচার । এমনই সময় আচমকাই ফেটে যায় বাজি , ক্ষতি হয়েছে বাড়ির বেশ কিছু অংশ । আর পুরো ছেয়ে যায় এলাকা ধোঁয়োযাতে । পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এবং বাজি ব্যবসায়ী হিমাংশু পালকে উদ্ধার করে ভগবানপুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বাবু তাকে মৃত বলে ঘোষণা করেন । দেহটিকে মযনা তদন্তের জন্য কাঁথির মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । ভগবানপুর থানার ওসি প্রনব রায় বলেন রাতে হিমাংশু পালের বাড়িতে একটি বিস্ফোরণ হয়েছিল । বাড়ির মালিক হিমাংশু পাল আহত হয়েছিলেন, পুলিশ উদ্ধার করে গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বাবু মৃত বলে ঘোষণা করেন । তবে কোথা থেকে এত বেআইনি বাজি আসতো, তদন্ত শুরু করেছে পুলিশ ।Conclusion:বাজি ব্যবসায়ীর বাড়িতে আগুন লেগে মৃত্যু এক ।


ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার চড়াবাড় গ্রামের বাসিন্দা হিমাংশু পালের বসতবাড়িতে । গতকাল রাতে হিমাংশু পাল বাজি কিনে নিয়ে এসে মজুদ রাখছিলেন । আর এখান থেকেই চলতো বিভিন্ন জায়গায় প্রচার । এমনই সময় আচমকাই ফেটে যায় বাজি , ক্ষতি হয়েছে বাড়ির বেশ কিছু অংশ । আর পুরো ছেয়ে যায় এলাকা ধোঁয়োযাতে । পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এবং বাজি ব্যবসায়ী হিমাংশু পালকে উদ্ধার করে ভগবানপুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বাবু তাকে মৃত বলে ঘোষণা করেন । দেহটিকে মযনা তদন্তের জন্য কাঁথির মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । ভগবানপুর থানার ওসি প্রনব রায় বলেন রাতে হিমাংশু পালের বাড়িতে একটি বিস্ফোরণ হয়েছিল । বাড়ির মালিক হিমাংশু পাল আহত হয়েছিলেন, পুলিশ উদ্ধার করে গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বাবু মৃত বলে ঘোষণা করেন । তবে কোথা থেকে এত বেআইনি বাজি আসতো, তদন্ত শুরু করেছে পুলিশ ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.