ETV Bharat / state

শ্যালিকার বাড়িতে কালীপুজোয় এসে প্রতিবেশীর মারে মৃত যুবক - গুসকরা খুনের ঘটনা আজ

শ্যালিকার বাড়িতে কালীপুজো দেখতে এসে প্রতিবেশীর মারে মৃত্যু হল এক যুবকের । মৃতের নাম কাজু তুড়ি (31) । গুসকরার 12 নম্বর ওয়ার্ডের খয়রাপাড়া এলাকার ঘটনা । অভিযুক্ত পলাতক ।

image
মৃত যুবক
author img

By

Published : Nov 26, 2019, 10:15 PM IST

গুসকরা (পূর্ব মেদিনীপুর) , 26 নভেম্বর : শ্যালিকার বাড়িতে কালীপুজো দেখতে এসে প্রতিবেশীদের মারে মৃত্যু হল এক যুবকের । মৃতের নাম কাজু তুড়ি (31) । গুসকরার 12 নম্বর ওয়ার্ডের খয়রাপাড়া এলাকার ঘটনা ।

স্থানীয় সূত্রে জানা গেছে ,কালীপুজো উপলক্ষ্যে সোমবার শ্যালিকার বাড়িতে এসেছিলেন ওই যুবক । অভিযোগ, ওই দিন রাতে স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয় । এক সময় স্ত্রীকে গালিগালাজ করতে শুরু করে সে । সেই সময় পাশের বাড়ির এক মহিলা বাইরে দাঁড়িয়ে ছিলেন । তার দেওর সোনু দুবে ভাবে কাজু তাঁর বউদিকে গালাগালি করছে । তখন সে কাজুকে মারধর করতে শুরু করে । আহত অবস্থায় তাকে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমানে পাঠানো হয় ।

কাজুর স্ত্রী দুর্গা বলেন , "বাড়িতে ফেরার পর ফের আমার স্বামী পাশের ধারাপাড়ায় যেতে চাইছিলেন । আমি ও আমার বোন পূজা তাঁকে যেতে বাধা দিচ্ছিলাম । সে জোর করে ঘর থেকে বেরিয়ে গেলে তাঁকে ফেরানোর চেষ্টা করছিলাম । তখনই ঘটনাটি ঘটে । মনিকা দুবে নামে ওই মহিলা বাড়ির বাইরে ছিলেন । তিনি ভাবেন আমার স্বামী তাঁকে গালিগালাজ করছে । তখন সনু বেরিয়ে এসে আমার স্বামীকে মারধর করে । ”

এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়ায় এলাকায় । স্থানীয়রা দেহ আটকে তুমুল বিক্ষোভ শুরু করে অভিযুক্তদের বাড়ির সামনে । সোনু পলাতক । তাকে খুঁজছে পুলিশ ।

গুসকরা (পূর্ব মেদিনীপুর) , 26 নভেম্বর : শ্যালিকার বাড়িতে কালীপুজো দেখতে এসে প্রতিবেশীদের মারে মৃত্যু হল এক যুবকের । মৃতের নাম কাজু তুড়ি (31) । গুসকরার 12 নম্বর ওয়ার্ডের খয়রাপাড়া এলাকার ঘটনা ।

স্থানীয় সূত্রে জানা গেছে ,কালীপুজো উপলক্ষ্যে সোমবার শ্যালিকার বাড়িতে এসেছিলেন ওই যুবক । অভিযোগ, ওই দিন রাতে স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয় । এক সময় স্ত্রীকে গালিগালাজ করতে শুরু করে সে । সেই সময় পাশের বাড়ির এক মহিলা বাইরে দাঁড়িয়ে ছিলেন । তার দেওর সোনু দুবে ভাবে কাজু তাঁর বউদিকে গালাগালি করছে । তখন সে কাজুকে মারধর করতে শুরু করে । আহত অবস্থায় তাকে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমানে পাঠানো হয় ।

কাজুর স্ত্রী দুর্গা বলেন , "বাড়িতে ফেরার পর ফের আমার স্বামী পাশের ধারাপাড়ায় যেতে চাইছিলেন । আমি ও আমার বোন পূজা তাঁকে যেতে বাধা দিচ্ছিলাম । সে জোর করে ঘর থেকে বেরিয়ে গেলে তাঁকে ফেরানোর চেষ্টা করছিলাম । তখনই ঘটনাটি ঘটে । মনিকা দুবে নামে ওই মহিলা বাড়ির বাইরে ছিলেন । তিনি ভাবেন আমার স্বামী তাঁকে গালিগালাজ করছে । তখন সনু বেরিয়ে এসে আমার স্বামীকে মারধর করে । ”

এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়ায় এলাকায় । স্থানীয়রা দেহ আটকে তুমুল বিক্ষোভ শুরু করে অভিযুক্তদের বাড়ির সামনে । সোনু পলাতক । তাকে খুঁজছে পুলিশ ।

Intro:শ্যালিকার বাড়িতে কালীপুজো দেখতে এসে প্রতিবেশীদের মারে মৃত্যু যুবকের

পুলক যশ, গুসকরা



শ্যালিকার বাড়িতে কালীপুজো দেখতে এসে প্রতিবেশীদের মারে মৃত্যু হল এক যুবকের বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে মৃতের নাম কাজু তুড়ি (৩১)। তার বাড়ি বীরভূমের জামবনি এলাকায়। ঘটনার জেরে পূর্ব বর্ধমান জেলার গুসকরার ১২ নং ওয়ার্ডের খয়রাপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে,
কালীপুজো দেখার জন্য সোমবার শ্যালিকার বাড়িতে এসেছিলেন জামাইবাবু কাজু তুড়ি। সোমবার রাতে নিজের স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির জেরে গালিগালাজ শুরু করেন কাজু বলে অভিযোগ।কাজুর সঙ্গে তার স্ত্রীর কথা-কাটাকাটির সময় পাশের বাড়ির এক মহিলা দরজা বন্ধ করছিলেন। ওই মহিলার দেওর সোনু দুবে হঠাৎ বাইরে বেরিয়ে এসে কেন তার বৌদিকে গালাগালি করা হচ্ছে এই প্রশ্ন তুলে কাজু তুড়িকে সন্দেহের বশে মারধর করতে থাকে।

নিহতের স্ত্রী দুর্গা বলেন, ” বাড়িতে ফেরার পর ফের আমার স্বামী পাশের ধারাপাড়ায় যেতে চাইছিলেন। আমি ও আমার বোন পূজা বাধা দিচ্ছিলাম। স্বামী জোর করে ঘর থেকে বেরিয়ে গেলে তাকে ফেরানোর চেষ্টা করছিলাম। তখন ঘটনাটি ঘটে। মনিকা দুবে নামে ওই মহিলা দরজা লাগাতে আসার সময় আমার স্বামী আমাকে গালিগালাজ করলে তাদের সন্দেহ হয় ওই মহিলাকে গালি দিচ্ছেন। তখন সনু, বেরিয়ে এসে আমার স্বামীকে ব্যাপক মারধর করতে থাকে। আমরা বাধা দিতে গেলেও আটকাতে পারিনি। তারপর আমার স্বামীকে তুলে ঘরে নিয়ে যাই।”


কাজুর শ্যালিকা পূজা হাজরা বলেন, ” সেসময় জামাইবাবু দিদিকে উদ্দেশ্য করেই গালিগালাজ করতে থাকেন। তখনই পাশের বাড়িতে এক গৃহবধূ তাদের সদর দরজা লাগাতে আসেন। তাদের ধারনা হয় জামাইবাবু তাকেই গালিগালাজ করছেন। তারা মারধর শুরু করে।আহত কাজুকে ঘরে নিয়ে যাওয়ার বেশকিছুক্ষন পর খুব অসুস্থ হয়ে পড়েন। তাকে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎ সকেরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়রা দেহ আটকে তুমুল বিক্ষোভ শুরু করেন অভিযুক্তদের বাড়ির সামনে। দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমানে পাঠানো হয়। তবে অভিযুক্ত সোনু দুবে পলাতক। তার সন্ধান চালাচ্ছে পুলিশ।
গুসকরা পুলিশ ফাঁড়িতে সোনু দুবের বিরুদ্ধে মৃতের স্ত্রী দুর্গাদেবী অভিযোগ দায়ের করেন।Body:শ্যালিকার বাড়িতে কালীপুজো দেখতে এসে প্রতিবেশীদের মারে মৃত্যু যুবকেরConclusion:শ্যালিকার বাড়িতে কালীপুজো দেখতে এসে প্রতিবেশীদের মারে মৃত্যু যুবকের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.