ETV Bharat / state

পিকআপ ভ্যানের সঙ্গে গাড়ির সংঘর্ষ, দিঘায় আহত কলকাতার 5 বাসিন্দা - দিঘা স্টেট জেনেরাল হাসপাতাল

কী করে দুর্ঘটনা হল তা এখনও জানা যায়নি । আহতরা সকলেই কলকাতার বাসিন্দা বলে জানা গেছে ।

Digha
ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Aug 16, 2020, 8:20 PM IST

Updated : Aug 16, 2020, 9:46 PM IST

দিঘা, 16 অগাস্ট : দিঘায় পর্যটকদের গাড়ির সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত হল পাঁচজন । তাদের দিঘা স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করা হয়েছে । গাড়ি দু'টি আটক করেছে পুলিশ ।

আজ সকালে দিঘা মোহনার মৎস্য নিলামকেন্দ্র থেকে কলকাতার দিকে যাচ্ছিল একটি মাছ ভরতি পিকআপ ভ্যান । উলটো কলকাতা থেকে আসছিল একটি পর্যটকদের গাড়ি । 116বি জাতীয় সড়ক, দিঘা বাইপাসে নন্দকুমারের কাছে দু'টো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় । কার্যত দুমড়ে-মুচড়ে যায় পর্যটকদের গাড়িটি । আহত হয় পাঁচজন । দুর্ঘটনার জেরে কিছুক্ষণ বন্ধ থাকে জাতীয় সড়কের একাংশ । যানজট দেখা দেয় । পরে দিঘা মোহনা থানার পুলিশ গাড়ি দু'টিকে উদ্ধার করে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।

কীভাবে দুর্ঘটনা হল, তা এখনও জানা যায়নি । আহতরা সকলেই কলকাতার বাসিন্দা ।

দিঘা, 16 অগাস্ট : দিঘায় পর্যটকদের গাড়ির সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত হল পাঁচজন । তাদের দিঘা স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করা হয়েছে । গাড়ি দু'টি আটক করেছে পুলিশ ।

আজ সকালে দিঘা মোহনার মৎস্য নিলামকেন্দ্র থেকে কলকাতার দিকে যাচ্ছিল একটি মাছ ভরতি পিকআপ ভ্যান । উলটো কলকাতা থেকে আসছিল একটি পর্যটকদের গাড়ি । 116বি জাতীয় সড়ক, দিঘা বাইপাসে নন্দকুমারের কাছে দু'টো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় । কার্যত দুমড়ে-মুচড়ে যায় পর্যটকদের গাড়িটি । আহত হয় পাঁচজন । দুর্ঘটনার জেরে কিছুক্ষণ বন্ধ থাকে জাতীয় সড়কের একাংশ । যানজট দেখা দেয় । পরে দিঘা মোহনা থানার পুলিশ গাড়ি দু'টিকে উদ্ধার করে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।

কীভাবে দুর্ঘটনা হল, তা এখনও জানা যায়নি । আহতরা সকলেই কলকাতার বাসিন্দা ।

Last Updated : Aug 16, 2020, 9:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.