তমলুক, 17 জুন : দু'দিন আগেই দল ছেড়ে BJP-তে যোগ দিয়েছিলেন শহিদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানসহ 50 জন তৃণমূল কর্মী । ফের তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকে রাজ্যের শাসক দল তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করলেন ওই গ্রাম পঞ্চায়েতেরই 74 টি সংখ্যালঘু পরিবারের সদস্যরা । রাজ্য BJP-র নির্দেশে গৃহ সম্পর্ক অভিযানে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক ।
দেশজুড়ে কোরোনা পরিস্থিতির কারণে রাজনৈতিক দলগুলি জনসভা বন্ধ রেখেছে । সোশাল ডিসটেন্স মানতে গিয়ে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের থেকে দূরত্ব বাড়ছে কর্মীদের । যে কারণে BJP-র পক্ষ থেকে সম্প্রতি কর্মীদের পুনরুজ্জীবিত করতে ভার্চুয়াল সভা করেন অমিত শাহ । সেই সভার পরেই ফের কৌশলে সাধারণ মানুষকে কাছে টানতে রাজ্য BJP-কে গৃহ সম্পর্ক অভিযানে নামার নির্দেশ দেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । সেই নির্দেশ রাজ্যে পৌঁছতেই রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জেলা কমিটিগুলিকে দ্রুত মোদি সরকারের দ্বিতীয় ইনিংসের এক বছরের কার্যক্রমের তালিকা সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন । সেই মতো পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজ শহিদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় গৃহ সম্পর্ক কর্মসূচিতে যান জেলা সভাপতি নবারুণ নায়েক, সহ-সভাপতি জাগারণ অধিকারী ও সংখ্যালঘু মোর্চার নেতা শেখ মুস্তাক সহ অন্যান্যরা । এলাকায় বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর এক বছরের কাজের খতিয়ান লিফলেট আকারে পৌঁছে দেওয়ার পর একটি পথসভা করেন BJP নেতৃত্ব । সেই সভাতেই রঘুনাথরপুর 2 গ্রাম পঞ্চায়েত এলাকার 300 জন সংখ্যালঘু কর্মী তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করেন । নন্দীগ্রামের জেলা পূর্ব মেদিনীপুরে তৃণমূল ছেড়ে একের পর এক কর্মীরা BJP-তে যোগ দেওয়ায় স্বাভাবিকভাবেই উল্লাসিত জেলার BJP নেতৃত্ব।
এ বিষয়ে তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েক জানিয়েছেন, "এলাকায় ঢুকতেই মানুষ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জানাচ্ছেন আমাদের কাছে । কেউ বলছেন রেশনে চাল পাননি, তো কেউ অভিযোগ করছেন আমফানে বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও টাকা পাননি । পাকা বাড়ি হওয়ার পরেও ক্ষতিপূরণ পেয়েছেন অনেকেই । অথচ কেন্দ্র অ্যাকাউন্টের মাধ্যমে যে টাকা পাঠিয়েছেন তা সকলেই পেয়ে গেছেন । দুই সরকারের কাজের ফারাক মানুষ বুঝে গেছে । এলাকার সংখ্যালঘু মানুষদের তৃণমূল এতদিন ভুল বুঝিয়ে রেখেছিল । বিপদের দিনে তাঁরা বুঝে গেছে কারা মানুষের প্রকৃত বন্ধু । আজ তাই আমরা রঘুনাথপুরে পৌছতেই 300 জন সংখ্যালঘু তৃণমূল কর্মী দলে যোগ দিয়েছেন । "
তমলুকে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ 300 জন সংখ্যালঘুর - তমলুকের BJP-র খবর
রাজ্য BJP-র নির্দেশে গৃহ সম্পর্ক অভিযানে প্রায় 300 জন তৃণমূল কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দিলেন পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক ।
তমলুক, 17 জুন : দু'দিন আগেই দল ছেড়ে BJP-তে যোগ দিয়েছিলেন শহিদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানসহ 50 জন তৃণমূল কর্মী । ফের তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকে রাজ্যের শাসক দল তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করলেন ওই গ্রাম পঞ্চায়েতেরই 74 টি সংখ্যালঘু পরিবারের সদস্যরা । রাজ্য BJP-র নির্দেশে গৃহ সম্পর্ক অভিযানে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক ।
দেশজুড়ে কোরোনা পরিস্থিতির কারণে রাজনৈতিক দলগুলি জনসভা বন্ধ রেখেছে । সোশাল ডিসটেন্স মানতে গিয়ে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের থেকে দূরত্ব বাড়ছে কর্মীদের । যে কারণে BJP-র পক্ষ থেকে সম্প্রতি কর্মীদের পুনরুজ্জীবিত করতে ভার্চুয়াল সভা করেন অমিত শাহ । সেই সভার পরেই ফের কৌশলে সাধারণ মানুষকে কাছে টানতে রাজ্য BJP-কে গৃহ সম্পর্ক অভিযানে নামার নির্দেশ দেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । সেই নির্দেশ রাজ্যে পৌঁছতেই রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জেলা কমিটিগুলিকে দ্রুত মোদি সরকারের দ্বিতীয় ইনিংসের এক বছরের কার্যক্রমের তালিকা সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন । সেই মতো পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজ শহিদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় গৃহ সম্পর্ক কর্মসূচিতে যান জেলা সভাপতি নবারুণ নায়েক, সহ-সভাপতি জাগারণ অধিকারী ও সংখ্যালঘু মোর্চার নেতা শেখ মুস্তাক সহ অন্যান্যরা । এলাকায় বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর এক বছরের কাজের খতিয়ান লিফলেট আকারে পৌঁছে দেওয়ার পর একটি পথসভা করেন BJP নেতৃত্ব । সেই সভাতেই রঘুনাথরপুর 2 গ্রাম পঞ্চায়েত এলাকার 300 জন সংখ্যালঘু কর্মী তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করেন । নন্দীগ্রামের জেলা পূর্ব মেদিনীপুরে তৃণমূল ছেড়ে একের পর এক কর্মীরা BJP-তে যোগ দেওয়ায় স্বাভাবিকভাবেই উল্লাসিত জেলার BJP নেতৃত্ব।
এ বিষয়ে তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েক জানিয়েছেন, "এলাকায় ঢুকতেই মানুষ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জানাচ্ছেন আমাদের কাছে । কেউ বলছেন রেশনে চাল পাননি, তো কেউ অভিযোগ করছেন আমফানে বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও টাকা পাননি । পাকা বাড়ি হওয়ার পরেও ক্ষতিপূরণ পেয়েছেন অনেকেই । অথচ কেন্দ্র অ্যাকাউন্টের মাধ্যমে যে টাকা পাঠিয়েছেন তা সকলেই পেয়ে গেছেন । দুই সরকারের কাজের ফারাক মানুষ বুঝে গেছে । এলাকার সংখ্যালঘু মানুষদের তৃণমূল এতদিন ভুল বুঝিয়ে রেখেছিল । বিপদের দিনে তাঁরা বুঝে গেছে কারা মানুষের প্রকৃত বন্ধু । আজ তাই আমরা রঘুনাথপুরে পৌছতেই 300 জন সংখ্যালঘু তৃণমূল কর্মী দলে যোগ দিয়েছেন । "