মারিশদা(পূর্ব মেদিনীপুর), 11 এপ্রিল: লকডাউনের জেরে বন্ধ মদের দোকান । এদিকে নেশাড়িদের মদ না হলে চলছে না । তাই মদ না পেয়ে ওষুধের মিথাইল অ্যালকোহল খেয়ে বসেছিল পূর্ব মেদিনীপুরের চার যুবক । আর তাতেই বেঘোরে প্রাণ হারাল দুই যুবক । বাকি দুজন কাঁথি মহকুমা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে ।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার সিল্লিবাড়ি এলাকায় । জানা গেছে, ভরত দাস(18), পঙ্কজ দাস(33), গাংগু দাস(30), গৌতম দাস(37) নামে চারজন গতকাল দুপুরে সিল্লিবাড়ি এলাকায় বসে মিথাইল অ্যালকোহল খায় । তারপর যে যার বাড়ি চলে যায় । রাতে বাড়ির লোক ডাকাডাকি করলেও চারজনের মধ্যে কেউই ওঠেনি । শনিবার দুপুরের দিকে তাদের ঘুম ভাঙে । গুরুতর অসুস্থবোধ করলে চারজনকেই কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকেরা । প্রথমেই ভরত দাসকে মৃত বলে ঘোষণা করা হয় । বাকি তিনজনের চিকিৎসা শুরু হয় । কিছুক্ষণ পরে মারা যায় পঙ্কজ দাস । এখনও গাংগু দাস ও গৌতম দাস নামে বাকি দুজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ।
প্রতিমা দাস নামে এক আত্মীয় জানান, "লক ডাউনের জন্য মদের দোকান বন্ধ । তাই ওরা মদ না পেয়ে মারিশদা বাজারে একটি হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে কী একটা ওষুধ কিনে খেয়েছিল ।" এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । এই বিষয়ে জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, "এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।"