ETV Bharat / state

পূর্ব মেদিনীপুরে কোরোনা সংক্রমিত আরও 16

author img

By

Published : Jul 1, 2020, 10:43 PM IST

পূর্ব মেদিনীপুরে নতুন করে কোরোনা সংক্রমিত হলেন আরও 16জন । জেলা স্বাস্থ্যদপ্তর প্রকাসিত তথ্য অনুযায়ী, সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 349 ।

corona
corona

তমলুক, 1জুলাই : পূর্ব মেদিনীপুরে নতুন করে কোরোনা সংক্রমিত হলেন আরও 16জন । জেলা স্বাস্থ্যদপ্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, জেলায় এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 349 ।

16জন আক্রান্ত ব্যক্তির মধ্যে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরেছিলেন নয়জন । কলকাতা থেকে ফেরা কোরোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে আক্রান্ত হন সাতজন । আজ তাঁদের চিকিৎসার জন্য পাঁশকুড়া কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ।



জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে হলদিয়া পৌরসভার বাসুদেবপুর এলাকার সাতজন বাসিন্দা রয়েছেন । সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকার একজন । হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকার তিনজন । পটাশপুর পঞ্চায়েত সমিতি এলাকার একজন এবং পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি এলাকার একজন আক্রান্ত হয়েছেন । এছাড়া কোলাঘাট, তমলুক, মহিষাদল পঞ্চায়েত সমিতি এলাকার একজন করে মোট তিনজন ব্যক্তি আক্রান্ত হয়েছেন ।

আক্রান্তদের মধ্যে নয়জন দিল্লি ও মহারাষ্ট্র থেকে জেলায় ফেরেন । অপরদিকে হলদিয়া পৌর এলাকার সাতজন একটি আবাসনে থাকতেন । সম্প্রতি ওই আবাসনের এক মহিলা কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে কোরোনা আক্রান্ত হন । পরে ওই মহিলার সংস্পর্শে আসা সকলেরই সোয়াব সংগ্রহ করা হয়েছিল । তাঁদের মধ্যে আজ নতুন করে সংক্রামিত হন আরও সাতজন । গত রাতে সেই রিপোর্ট আসে । রিপোর্ট এলে জানা যায়, তাঁরা কোরোনায় আক্রান্ত হয়েছেন । আক্রান্তদের চিকিৎসার জন্য আজ হাসপাতালে ভরতি করা হয় ।

এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল জানিয়েছেন, আজ জেলায় নতুন করে 16জন করোনা আক্রান্ত হয়েছেন । আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য পাঁশকুড়া কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । সেইসঙ্গে আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণের কাজ চলছে ।

তমলুক, 1জুলাই : পূর্ব মেদিনীপুরে নতুন করে কোরোনা সংক্রমিত হলেন আরও 16জন । জেলা স্বাস্থ্যদপ্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, জেলায় এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 349 ।

16জন আক্রান্ত ব্যক্তির মধ্যে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরেছিলেন নয়জন । কলকাতা থেকে ফেরা কোরোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে আক্রান্ত হন সাতজন । আজ তাঁদের চিকিৎসার জন্য পাঁশকুড়া কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ।



জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে হলদিয়া পৌরসভার বাসুদেবপুর এলাকার সাতজন বাসিন্দা রয়েছেন । সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকার একজন । হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকার তিনজন । পটাশপুর পঞ্চায়েত সমিতি এলাকার একজন এবং পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি এলাকার একজন আক্রান্ত হয়েছেন । এছাড়া কোলাঘাট, তমলুক, মহিষাদল পঞ্চায়েত সমিতি এলাকার একজন করে মোট তিনজন ব্যক্তি আক্রান্ত হয়েছেন ।

আক্রান্তদের মধ্যে নয়জন দিল্লি ও মহারাষ্ট্র থেকে জেলায় ফেরেন । অপরদিকে হলদিয়া পৌর এলাকার সাতজন একটি আবাসনে থাকতেন । সম্প্রতি ওই আবাসনের এক মহিলা কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে কোরোনা আক্রান্ত হন । পরে ওই মহিলার সংস্পর্শে আসা সকলেরই সোয়াব সংগ্রহ করা হয়েছিল । তাঁদের মধ্যে আজ নতুন করে সংক্রামিত হন আরও সাতজন । গত রাতে সেই রিপোর্ট আসে । রিপোর্ট এলে জানা যায়, তাঁরা কোরোনায় আক্রান্ত হয়েছেন । আক্রান্তদের চিকিৎসার জন্য আজ হাসপাতালে ভরতি করা হয় ।

এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল জানিয়েছেন, আজ জেলায় নতুন করে 16জন করোনা আক্রান্ত হয়েছেন । আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য পাঁশকুড়া কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । সেইসঙ্গে আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণের কাজ চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.