নন্দীগ্রাম, 24 অগাস্ট : নন্দীগ্রামে তৃণমূল ও অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে BJP-তে যোগ দিলেন 150 জন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP-র তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল ।
আজ নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বয়াল 2 গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের 14 ও 21 নম্বর বুথে BJP-র কার্যালয়ের উদ্বোধন করা হয় । সেই সময়ই তৃণমূল ও CPI(M) ছেড়ে সেখানে উপস্থিত হয় এলাকার মোট 50টি পরিবার । শাসকদলের একাধিক দুর্নীতি ও অত্যাচারের জেরেই এই দলবদল বলে জানিয়েছেন তাঁরা ।
এই বিষয়ে BJP-র তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল বলেন, “যতই বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে নন্দীগ্রামে BJP ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে । সাধারণ মানুষ বুঝে গিয়েছে, সামনের বিধানসভা নির্বাচনে BJP ক্ষমতায় আসছে । তাই এই পরিবর্তনে অংশগ্রহণের জন্য স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন দল থেকে কর্মীরা আমাদের দলে আসা শুরু করেছে । আজ 50টি পরিবারের সদস্যরা দলে যোগদান করল । ভবিষ্যতে আরও অনেকে তৃণমূল ও অন্যান্য দল ছেড়ে আমাদের দলে যোগদান করবেন ।" তৃণমূল ছেড়ে সদ্য BJP-তে যোগ দিয়ে গোবিন্দ প্রধান বলেন, “আমি দীর্ঘদিন ধরেই তৃণমূল করতাম । কিন্তু বর্তমানে দলের চরম অত্যাচার ও দুর্নীতির কারণে তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করেছি ।”
যদিও দলবদলের বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে চাননি তৃণমূলের নন্দীগ্রাম বিধানসভা কমিটির চেয়ারম্যান মেঘনাথ পাল । তিনি বলেন, “নন্দীগ্রাম তৃণমূলের শক্ত ঘাঁটি । অধিকাংশ মানুষই আমাদের দলের সঙ্গে যুক্ত । দলীয় কোনও কর্মী অন্য কোনও দলে যোগদান করেছেন কি না খোঁজ নিয়ে দেখছি । দু-একজন অন্য দলে যোগদান করলেও তৃণমূলের চিন্তার কিছু নেই ।”