ETV Bharat / state

পূর্ব মেদিনীপুরে BJP-তে যোগ 100 তৃণমূল কর্মীর - east medinipur

অমিত শাহের ভার্চুয়াল জনসভার পরই BJP-তে যোগদান করল 100 জন তৃণমূল কর্মী ৷

100 তৃণমূল কর্মী
100 তৃণমূল কর্মী
author img

By

Published : Jun 9, 2020, 9:13 PM IST

ভগবানপুর 9 জুন : BJP নেতা অমিত শাহের ভার্চুয়াল জনসভার পরই পূর্ব মেদিনীপুর জেলায় BJP-তে যোগদান করলেন 100 জন তৃণমূল কর্মী ৷ জেলার ভগবানপুর এক নম্বর ব্লকের মোহাম্মদপুর অঞ্চলের তৃণমূল নেতা রমেশ মাইতি । তিনি আজ BJP-তে যোগ দেন ৷ তাঁর সঙ্গে 90 জনেরও বেশি তৃণমূল কর্মী-সমর্থক BJP-তে যোগদান করেন । তমলুক জেলা সাংগঠনিক যুব মোর্চার সম্পাদক সূর্যকান্ত বাগ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ।

তমলুক BJP সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়ক বলেন , "আজ অমিত শাহের জনসভা শেষ হওয়ার পর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে ফোন আসছে । তাঁরা তৃণমূল থেকে BJP-তে যোগদান করতে চায় । আজ ভগবানপুর এক নম্বর ব্লকের মহম্মদপুর দুই অঞ্চলে স্থানীয় তৃণমূল নেতা রমেশ মাইতি BJP-তে যোগদান করেন । তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন আমাদের যুব মোর্চার সম্পাদক সূর্যকান্ত বাগ ।"

তিনি আরও বলেন, "ওই এলাকা থেকে কয়েকদিনের মধ্যেই আরও এক হাজারের বেশি মানুষ BJP-তে যোগদান করবেন । আগামীকাল ময়নাতেও অনেকে যোগদান করেছে । আর কয়েক মাস আমাদের সময় আছে হাতে । তারপর ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসছে ।"

অপরদিকে তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক কনিষ্ক পণ্ডা বলেন, "এখন লোক খেতে পারছে না । মানুষ এখন বেঁচে থাকার জন্য কোরোনা ও ঘূর্ণিঝড় আমফানের সঙ্গে লড়াই চালাচ্ছে । আর BJP পশ্চিমবঙ্গ দখলের স্বপ্ন দেখছে । কয়েক মাস কী, শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকতে কোনও দিন BJP পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারবে না ।''

ভগবানপুর 9 জুন : BJP নেতা অমিত শাহের ভার্চুয়াল জনসভার পরই পূর্ব মেদিনীপুর জেলায় BJP-তে যোগদান করলেন 100 জন তৃণমূল কর্মী ৷ জেলার ভগবানপুর এক নম্বর ব্লকের মোহাম্মদপুর অঞ্চলের তৃণমূল নেতা রমেশ মাইতি । তিনি আজ BJP-তে যোগ দেন ৷ তাঁর সঙ্গে 90 জনেরও বেশি তৃণমূল কর্মী-সমর্থক BJP-তে যোগদান করেন । তমলুক জেলা সাংগঠনিক যুব মোর্চার সম্পাদক সূর্যকান্ত বাগ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ।

তমলুক BJP সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়ক বলেন , "আজ অমিত শাহের জনসভা শেষ হওয়ার পর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে ফোন আসছে । তাঁরা তৃণমূল থেকে BJP-তে যোগদান করতে চায় । আজ ভগবানপুর এক নম্বর ব্লকের মহম্মদপুর দুই অঞ্চলে স্থানীয় তৃণমূল নেতা রমেশ মাইতি BJP-তে যোগদান করেন । তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন আমাদের যুব মোর্চার সম্পাদক সূর্যকান্ত বাগ ।"

তিনি আরও বলেন, "ওই এলাকা থেকে কয়েকদিনের মধ্যেই আরও এক হাজারের বেশি মানুষ BJP-তে যোগদান করবেন । আগামীকাল ময়নাতেও অনেকে যোগদান করেছে । আর কয়েক মাস আমাদের সময় আছে হাতে । তারপর ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসছে ।"

অপরদিকে তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক কনিষ্ক পণ্ডা বলেন, "এখন লোক খেতে পারছে না । মানুষ এখন বেঁচে থাকার জন্য কোরোনা ও ঘূর্ণিঝড় আমফানের সঙ্গে লড়াই চালাচ্ছে । আর BJP পশ্চিমবঙ্গ দখলের স্বপ্ন দেখছে । কয়েক মাস কী, শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকতে কোনও দিন BJP পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারবে না ।''

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.