ETV Bharat / state

বিজেপির পথসভায় হামলায় আহত 10 ; প্রতিবাদে পথ অবরোধ - BJP

লালুয়াপোল থেকে দেপাল পর্যন্ত আজ একটি মিছিলের আয়োজন করে বিজেপি । সেইসময় তৃণমূল তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ । এমনকী, বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ।

TMC-BJP clash at Ramnagar
বিজেপি-তৃণমূল সংঘর্ষ
author img

By

Published : Dec 23, 2020, 2:03 PM IST

Updated : Dec 23, 2020, 6:43 PM IST

কাঁথি , 23 ডিসেম্বর : আর কিছুক্ষণের মধ্যেই কাঁথিতে তৃণমূলের মিছিল ও সমাবেশ শুরু হবে । তার আগে রামনগরে বিজেপির মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনায় 10 জন বিজেপি কর্মী আহত হন । বিজেপি কর্মীদের উপর ইটবৃষ্টি করা হয় বলেও অভিযোগ । যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল ।


রামনগর দুই নম্বর ব্লক ও রামনগর থানার দেপালে আজ সকালে বিজেপির মিছিল শুরু হয় । কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তীর নেতৃত্বে লালুয়াপোল থেকে দেপাল পর্যন্ত মিছিল করছিল তারা । অভিযোগ, সেই সময় রামনগর কলেজ মোড়ের কাছে বিজেপির উপর অতর্কিতে হামলা চালায় তৃণমূল । বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে । এরই প্রতিবাদে রামনগর দেপাল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখান বিজেপির নেতা কর্মীরা । যদিও পরে সেই বিক্ষোভ উঠে যায় ।

কী বলছেন বিজেপি নেতা ও তার পালটাই বা কী বলল তৃণমূল , শুনে নিন

আরও পড়ুন, সায়ন্তনের পর শো-কজ় অগ্নিমিত্রাকে

এই প্রসঙ্গে অনুপ চক্রবর্তী বলেন , "তৃণমূল আচমকা আমাদের উপর হামলা চালায় । পুলিশ নীরব দর্শক হয়ে দেখছে । হার্মাদদের তুলে এনে এবার আমরা সব হিসাব তুলে নেব । " ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা রয়েছে । এলাকায় চলছে পুলিশি টহলদারি ।

কাঁথি , 23 ডিসেম্বর : আর কিছুক্ষণের মধ্যেই কাঁথিতে তৃণমূলের মিছিল ও সমাবেশ শুরু হবে । তার আগে রামনগরে বিজেপির মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনায় 10 জন বিজেপি কর্মী আহত হন । বিজেপি কর্মীদের উপর ইটবৃষ্টি করা হয় বলেও অভিযোগ । যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল ।


রামনগর দুই নম্বর ব্লক ও রামনগর থানার দেপালে আজ সকালে বিজেপির মিছিল শুরু হয় । কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তীর নেতৃত্বে লালুয়াপোল থেকে দেপাল পর্যন্ত মিছিল করছিল তারা । অভিযোগ, সেই সময় রামনগর কলেজ মোড়ের কাছে বিজেপির উপর অতর্কিতে হামলা চালায় তৃণমূল । বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে । এরই প্রতিবাদে রামনগর দেপাল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখান বিজেপির নেতা কর্মীরা । যদিও পরে সেই বিক্ষোভ উঠে যায় ।

কী বলছেন বিজেপি নেতা ও তার পালটাই বা কী বলল তৃণমূল , শুনে নিন

আরও পড়ুন, সায়ন্তনের পর শো-কজ় অগ্নিমিত্রাকে

এই প্রসঙ্গে অনুপ চক্রবর্তী বলেন , "তৃণমূল আচমকা আমাদের উপর হামলা চালায় । পুলিশ নীরব দর্শক হয়ে দেখছে । হার্মাদদের তুলে এনে এবার আমরা সব হিসাব তুলে নেব । " ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা রয়েছে । এলাকায় চলছে পুলিশি টহলদারি ।

Last Updated : Dec 23, 2020, 6:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.