ETV Bharat / state

Pujo Gift : শিশুদের পুজোর উপহার জেলা পরিষদের সভাধিপতির, সঙ্গ দিলেন মন্ত্রী

author img

By

Published : Oct 10, 2021, 10:52 AM IST

বর্ধমানের ব্লাইন্ড অ্যাকাডেমির বাচ্চাদের জন্য পুজোয় জামা কাপড় কিনে দিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া ৷ সঙ্গে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ ৷

বর্ধমান
বর্ধমান

বর্ধমান, 10 অক্টোবর : ওরা সবাই অনাথ । পুজোর মুখে বেশিরভাগ মানুষ যখন বাজারে গিয়ে নিজেদের পছন্দমতো জামা কাপড় কিনতে ব্যস্ত তখন ওরা মনখারাপ করে বসে থাকে । তাই প্রতি বছরের মতো এবারেও ওই বাচ্চাদের পাশে দাঁড়ালেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া । শনিবার বাচ্চাদের শপিং মলে নিয়ে গিয়ে তাদের পছন্দমতো জামাকাপড় কিনে দিলেন তিনি । সঙ্গে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ ৷ জামাকাপড় পছন্দ করতে বাচ্চাদের সাহায্য করলেন তিনি ৷

বর্ধমানের ব্লাইন্ড অ্যাকাডেমিতে অনেক বাচ্চা থাকে ৷ অনাথ শিশুদের আলাদা থাকার ব্যবস্থা আছে সেখানে ৷ পুজোয় যখন সবাই কেনাকাটায় ব্যস্ত তখন ওদের যাতে মনখারাপ না হয় তাই এই চিন্তাভাবনা বলে জানালেন জেলা পরিষদের সভাধিপতি ৷ তিনি বলেন, "বর্ধমানের ব্লাইন্ড অ্যাকাডেমিতে যে 45 জন অনাথ শিশু পড়াশোনা করে, তাদের প্রত্যেকের হাতে নতুন জামা কাপড় তুলে দিলাম । ওরা সকলেই নিজেদের পছন্দমতো জামাকাপড় নিয়েছে ৷ পুজোর আনন্দটা ওদের সঙ্গে ভাগ করে নিতেই এটা করি ৷"

বাচ্চাদের নিয়ে শপিং মলে মন্ত্রী, কিনে দিলেন জামা

আরও পড়ুন : Koushani Mukherjee : "দাদার প্রতিনিধি হয়ে এসেছি", ডায়মন্ড হারবারে পুজো উদ্বোধনে কৌশানি

মন্ত্রী স্বপন দেবনাথ জানান, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া উদ্যোগ নিয়েছেন অনাথ শিশুদের জামা কাপড় কিনে দেওয়ার জন্য । তাদের সকলকে শপিং মলে নিয়ে গিয়ে পছন্দমতো জামাকাপড় বেছে নিতে বলা হয় । ব্লাইন্ড অ্যাকাডেমির এই অনাথ বাচ্চাদের সঙ্গে আমিও প্রতিবার থাকি । এছাড়া কালনার অনাথ আশ্রমের বাচ্চাদেরও হাতে নতুন পোষাক তুলে দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী ।

আরও পড়ুন : Elephant Attack : মাঝ রাস্তায় গাড়ি থামাল গজরাজ, তারপর...

বর্ধমান, 10 অক্টোবর : ওরা সবাই অনাথ । পুজোর মুখে বেশিরভাগ মানুষ যখন বাজারে গিয়ে নিজেদের পছন্দমতো জামা কাপড় কিনতে ব্যস্ত তখন ওরা মনখারাপ করে বসে থাকে । তাই প্রতি বছরের মতো এবারেও ওই বাচ্চাদের পাশে দাঁড়ালেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া । শনিবার বাচ্চাদের শপিং মলে নিয়ে গিয়ে তাদের পছন্দমতো জামাকাপড় কিনে দিলেন তিনি । সঙ্গে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ ৷ জামাকাপড় পছন্দ করতে বাচ্চাদের সাহায্য করলেন তিনি ৷

বর্ধমানের ব্লাইন্ড অ্যাকাডেমিতে অনেক বাচ্চা থাকে ৷ অনাথ শিশুদের আলাদা থাকার ব্যবস্থা আছে সেখানে ৷ পুজোয় যখন সবাই কেনাকাটায় ব্যস্ত তখন ওদের যাতে মনখারাপ না হয় তাই এই চিন্তাভাবনা বলে জানালেন জেলা পরিষদের সভাধিপতি ৷ তিনি বলেন, "বর্ধমানের ব্লাইন্ড অ্যাকাডেমিতে যে 45 জন অনাথ শিশু পড়াশোনা করে, তাদের প্রত্যেকের হাতে নতুন জামা কাপড় তুলে দিলাম । ওরা সকলেই নিজেদের পছন্দমতো জামাকাপড় নিয়েছে ৷ পুজোর আনন্দটা ওদের সঙ্গে ভাগ করে নিতেই এটা করি ৷"

বাচ্চাদের নিয়ে শপিং মলে মন্ত্রী, কিনে দিলেন জামা

আরও পড়ুন : Koushani Mukherjee : "দাদার প্রতিনিধি হয়ে এসেছি", ডায়মন্ড হারবারে পুজো উদ্বোধনে কৌশানি

মন্ত্রী স্বপন দেবনাথ জানান, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া উদ্যোগ নিয়েছেন অনাথ শিশুদের জামা কাপড় কিনে দেওয়ার জন্য । তাদের সকলকে শপিং মলে নিয়ে গিয়ে পছন্দমতো জামাকাপড় বেছে নিতে বলা হয় । ব্লাইন্ড অ্যাকাডেমির এই অনাথ বাচ্চাদের সঙ্গে আমিও প্রতিবার থাকি । এছাড়া কালনার অনাথ আশ্রমের বাচ্চাদেরও হাতে নতুন পোষাক তুলে দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী ।

আরও পড়ুন : Elephant Attack : মাঝ রাস্তায় গাড়ি থামাল গজরাজ, তারপর...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.