ETV Bharat / state

যুবতিকে ইট দিয়ে থেঁতলে খুন, পরে আত্মঘাতী - young girl

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবতিকে ইট দিয়ে থেঁতলে খুন করে নিজের গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 27, 2019, 11:23 PM IST

কালনা, ২৭ ফেব্রুয়ারি : যুবতিকে ইট দিয়ে থেঁতলে খুন করে নিজের গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। অভিযুক্ত রামলাল হাঁসদা(৪৮)। মৃতের নাম রাখী দেহেরি(২৮)। মন্তেশ্বর থানার পুলিশ গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে কালনা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাটি মাঝেরগ্রাম পঞ্চায়েতের সিহিগ্রামে।

পুলিশ সূত্রে খবর, গতকাল রসুলপুরে বাবারবাড়ি থেকে শ্বশুরবাড়ি সিহিগ্রামে ফেরে রাখী। আজ সকালে তাঁর স্বামী ষষ্ঠীপদ দেহেরি কুসুমগ্রামে ব্যবসার কাজে বেরিয়ে যান। তাঁদের একমাত্র ছেলেও স্কুলে চলে যায়। সেইসময় রাখীর বাড়িতে আসেন সিহিগ্রামের বাসিন্দা রামলাল। অভিযোগ, ইট দিয়ে থেঁতলে খুন করেন তাঁকে। তারপর রাখী মৃত ভেবে নিজেও গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন। স্বামী রামলাল হাঁসদাকে অনেকক্ষণ বাড়িতে দেখতে না পেয়ে রাখীর বাড়িতে খুঁজতে আসেন স্ত্রী ছবি হাঁসদা। দেখেন রাখীর বাড়ির একটি ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলছেন রামলাল। নিচে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন রাখী। এরপর ছবি চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় রাখীকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।

রাখী দেহেরি ও রামলাল হাঁসদার মধ্যে কোনও বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল কি না, সেবিষয়ে দু'জনের পরিবারের কেউ কিছু বলতে চাননি। তবে, স্থানীয়দের দাবি, রাখী ও রামলালের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তার জেরে প্রায়ই দু'জনের সংসারে অশান্তি হত। আজ সকালেও রামলালের সঙ্গে স্ত্রীর ঝগড়া হয়েছিল। তার জেরেই এই ঘটনা বলে দাবি স্থানীয়দের।

undefined

কালনা, ২৭ ফেব্রুয়ারি : যুবতিকে ইট দিয়ে থেঁতলে খুন করে নিজের গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। অভিযুক্ত রামলাল হাঁসদা(৪৮)। মৃতের নাম রাখী দেহেরি(২৮)। মন্তেশ্বর থানার পুলিশ গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে কালনা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাটি মাঝেরগ্রাম পঞ্চায়েতের সিহিগ্রামে।

পুলিশ সূত্রে খবর, গতকাল রসুলপুরে বাবারবাড়ি থেকে শ্বশুরবাড়ি সিহিগ্রামে ফেরে রাখী। আজ সকালে তাঁর স্বামী ষষ্ঠীপদ দেহেরি কুসুমগ্রামে ব্যবসার কাজে বেরিয়ে যান। তাঁদের একমাত্র ছেলেও স্কুলে চলে যায়। সেইসময় রাখীর বাড়িতে আসেন সিহিগ্রামের বাসিন্দা রামলাল। অভিযোগ, ইট দিয়ে থেঁতলে খুন করেন তাঁকে। তারপর রাখী মৃত ভেবে নিজেও গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন। স্বামী রামলাল হাঁসদাকে অনেকক্ষণ বাড়িতে দেখতে না পেয়ে রাখীর বাড়িতে খুঁজতে আসেন স্ত্রী ছবি হাঁসদা। দেখেন রাখীর বাড়ির একটি ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলছেন রামলাল। নিচে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন রাখী। এরপর ছবি চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় রাখীকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।

রাখী দেহেরি ও রামলাল হাঁসদার মধ্যে কোনও বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল কি না, সেবিষয়ে দু'জনের পরিবারের কেউ কিছু বলতে চাননি। তবে, স্থানীয়দের দাবি, রাখী ও রামলালের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তার জেরে প্রায়ই দু'জনের সংসারে অশান্তি হত। আজ সকালেও রামলালের সঙ্গে স্ত্রীর ঝগড়া হয়েছিল। তার জেরেই এই ঘটনা বলে দাবি স্থানীয়দের।

undefined
sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.