ETV Bharat / state

Firing at Katwa : বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, প্রেমিককে লক্ষ্য করে গুলি প্রেমিকার - Firing at Katwa

বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিককে খুনের চেষ্টা প্রেমিকার (young lady in katwa attempts to kill her boyfriend) ৷ ঘটনা পূর্ব বর্ধমানের কাটোয়ার ৷

Firing at Katwa
প্রেমিককে লক্ষ্য করে গুলি প্রেমিকার
author img

By

Published : Dec 16, 2021, 3:53 PM IST

কাটোয়া, 16 ডিসেম্বর : বিয়ে করতে রাজি হননি প্রেমিক ৷ রাগে তাই প্রেমিককে লক্ষ্য করে গুলি চালিয়ে খুনের চেষ্টা করলেন প্রেমিকা (young lady in katwa attempts to kill her boyfriend)। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনওমতে প্রাণে বাঁচলেন প্রেমিক ৷ ঘটনা পূর্ব বর্ধমান জেলার কাটোয়া সার্কাস ময়দান এলাকার ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লালচাঁদ শেখের সঙ্গে প্রায় সাড়ে তিন বছর ধরে সম্পর্ক গড়ে উঠেছিল এলাকার ওই তরুণীর। তবে সম্প্রতি তাঁদের সম্পর্কের অবনতি ঘটে ৷ বুধবার বিকেলে ওই তরুণী লালচাঁদকে ফোন করে দেখা করার জন্য ডেকে পাঠায় ৷ সেই মতো সন্ধের দিকে যুবক ওই তরুণীর সঙ্গে দেখা করতে আসেন ৷ প্রেমিককে সিগারেট কিনে আনতে বলে ওই তরুণী ৷

আরও পড়ুন : আনন্দপুরে বাংলাদেশের নাগরিক সন্দেহে গ্রেফতার আরও 3

অভিযোগ, এরপর ধূমপান করতে করতে হঠাৎই নিজের ওড়নায় লুকিয়ে রাখা রিভলভার বের করে লালচাঁদকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় ওই তরুণী ৷ গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লালচাঁদের পেট ঘেঁষে বেরিয়ে যায় । এরপর কোনওরকমে পালিয়ে প্রাণে বাঁচেন ওই যুবক ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ওই তরুণীকে আটক করা হয়েছে ৷ লালচাঁদকেও থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা ।

কাটোয়া, 16 ডিসেম্বর : বিয়ে করতে রাজি হননি প্রেমিক ৷ রাগে তাই প্রেমিককে লক্ষ্য করে গুলি চালিয়ে খুনের চেষ্টা করলেন প্রেমিকা (young lady in katwa attempts to kill her boyfriend)। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনওমতে প্রাণে বাঁচলেন প্রেমিক ৷ ঘটনা পূর্ব বর্ধমান জেলার কাটোয়া সার্কাস ময়দান এলাকার ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লালচাঁদ শেখের সঙ্গে প্রায় সাড়ে তিন বছর ধরে সম্পর্ক গড়ে উঠেছিল এলাকার ওই তরুণীর। তবে সম্প্রতি তাঁদের সম্পর্কের অবনতি ঘটে ৷ বুধবার বিকেলে ওই তরুণী লালচাঁদকে ফোন করে দেখা করার জন্য ডেকে পাঠায় ৷ সেই মতো সন্ধের দিকে যুবক ওই তরুণীর সঙ্গে দেখা করতে আসেন ৷ প্রেমিককে সিগারেট কিনে আনতে বলে ওই তরুণী ৷

আরও পড়ুন : আনন্দপুরে বাংলাদেশের নাগরিক সন্দেহে গ্রেফতার আরও 3

অভিযোগ, এরপর ধূমপান করতে করতে হঠাৎই নিজের ওড়নায় লুকিয়ে রাখা রিভলভার বের করে লালচাঁদকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় ওই তরুণী ৷ গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লালচাঁদের পেট ঘেঁষে বেরিয়ে যায় । এরপর কোনওরকমে পালিয়ে প্রাণে বাঁচেন ওই যুবক ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ওই তরুণীকে আটক করা হয়েছে ৷ লালচাঁদকেও থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.