ETV Bharat / state

Husband Beaten By Wife : স্বামীকে রাস্তায় জুতো পেটা ! বাধা পেয়ে 'রণমূর্তি' স্ত্রী, ভাইরাল ভিডিয়ো - wife beaten her husband in street at kalna

এক মহিলা এক যুবককে রাস্তার উপর দাঁড় করিয়ে জুতো পেটা করছেন (Husband Beaten By Wife) ! সঙ্গে চলছে অকথ্য ভাষায় গালিগালাজ ৷ রাস্তায় থাকা অন্যান্য অনেকেই তাকিয়ে দেখছেন এই জুতো পেটা ৷ মহিলার সঙ্গে রয়েছেন আরও তিন যুবক ৷ তাঁরাও মহিলার সঙ্গে যোগ দিয়েছেন ৷ সেই যুবক চুপ করে সেই মার হজমও করছেন। পরে জানা গিয়েছে রাস্তায় ওই মহিলা তাঁর স্বামীকে জুতোপেটা করেছেন। সেই ভিডিয়ো নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে।

Husband Beaten By Wife
স্বামীকে রাস্তায় জুতো পেটা করছেন স্ত্রী
author img

By

Published : Jun 2, 2022, 7:25 PM IST

কালনা, 2 জুন : পূর্ব বর্ধমান জেলার কালনার এসটিকে-কে রোড এলাকার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে এক মহিলা এক যুবককে জুতো পেটা করছেন (wife beaten her husband in street at kalna) ৷ আর ওই মহিলার সঙ্গে যোগ দিয়েছেন আরও তিন যুবক ৷ আর পেটানো ক্ষণিকের নয় ৷ চারজন মিলে ওই যুবককে চপ্পল দিয়ে গালে, পিঠে পিটিয়েই চলেছেন ৷ পরে জানা গিয়েছে ওই মহিলা তাঁর স্বামীকেই পেটাচ্ছেন !

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালনার নিউ মধুবন এলাকার বাসিন্দা স্বপ্না অধিকারীর সঙ্গে সোমনাথ মোদকের বিয়ে হয়েছিল। তাঁদের দুটি সন্তান রয়েছে। এর কিছুদিন পরে সোমনাথ, স্ত্রী স্বপ্নাকে ছেড়ে মুম্বই চলে যান ৷ সেখানে গিয়ে তিনি ফের নতুন করে সংসার পাতেন।

অন্যদিকে সোমনাথ হঠাৎ করে চলে যাওয়ায় দু'টি সন্তান নিয়ে সমস্যার মধ্যে পড়ে যান স্বপ্না। সে বারবার সোমনাথের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। বুধবার হঠাৎই কালনার এসটিকেকে রোড এলাকায় স্বপ্না, সোমনাথকে দেখতে পান। এরপরই তিনি আর রাগ নিয়ন্ত্রণ করতে না-পেরে তাঁর নিজের পায়ের জুতো খুলে সোমনাথের গালে মারতে থাকেন।

যুবককে রাস্তার উপর দাঁড় করিয়ে জুতো পেটা

আরও পড়ুন : 3 বছরের বৈবাহিক জীবনে অশান্তি, আত্মঘাতী বাঁশবেড়িয়ার দম্পতি

তাঁর সঙ্গে থাকা দুই যুবকও সোমনাথকে কিল, ঘুষি মারতে থাকেন। সঙ্গে চলে অকথ্য ভাষায় গালিগালাজ ৷ রাস্তায় থাকা অন্যান্য অনেকেই তাকিয়ে দেখছেন এই জুতো পেটা ৷ জুতো পেটায় বাধা দিতে গেলে স্বপ্না ধারণ করছেন রুদ্রমূর্তি ৷ স্বপ্না অধিকারী বলেন, "হঠাৎ করে দুই সন্তান ও আমাকে ছেড়ে সোমনাথ পালিয়ে যায়। ফলে সংসারে আর্থিক অনটন শুরু হয়। সোমনাথের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু সোমনাথ একবারের জন্যও যোগাযোগ করেননি।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.